Advertisment

Tab Scam: ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে-সহ ৪, মিলল ঝাড়খণ্ড লিংক!

Bengal Tab Dcam: পশ্চিমনবঙ্গ সরকারের 'তরুণের স্বপ্ন' প্রকল্পের আওতায় স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ট্যাব কিনতে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। সেই টাকাই হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা।

author-image
Madhumita Dey
New Update
Arrest,Tmc leader ashoke jha, Elephant Tusk Smuggling, elephant tusk, TMC, arrest, হাতির দাঁত পাচারের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা অশোক ঝা, কলকাতার তৃণমূল নেতা গ্রেফতার

প্রতীকী ছবি।

West Bengal Tab Scam: ফের ট্যাব কেলেঙ্কারি (Tab Scam) চক্রের বিরুদ্ধে মালদায় অভিযানে পূর্ব বর্ধমানের পুলিশ। ফের হানা মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। আরও চারজন পান্ডাকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বৈষ্ণবনগর থানার বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মোট চারজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু সামগ্রী। 

Advertisment

ধৃতদের প্রত্যেকেই সাইবার ক্যাফের কাজের সঙ্গে যুক্ত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। গত সোমবার রাতে বৈষ্ণবনগরের কৃষ্ণপুর এলাকা থেকেই হাসেম আলি নামে এই চক্রের সঙ্গে যুক্ত এক পান্ডাকে গ্রেফতার করেছিল পুলিশ। তাকে জেরা করেই আরও চারজনের নাম জানতে পারে পুলিশ। যাদেরকে এবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম রকি শেখ, পিন্টু শেখ, জামাল শেখ এবং শ্রবণ সরকার। এদের বাড়ি বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায়। ট্যাব কেলেঙ্কারিতে ধৃত শ্রবণ সরকারের বাবা জিতেন্দ্রনাথ সরকার কালিয়াচক তিন নম্বর ব্লকের তৃণমূলের SC সেলের সভাপতি। 

এদিকে দলের এক নেতার ছেলে ট্যাব কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার দায় নিচ্ছে না জেলা তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "চোর ও মিথ্যাবাদীদের কোনও দল হয় না। আগে এরা সিপিএমের নাম ভাঙাত এখন তৃণমূলে এসে তৃণমূলের নাম ভাঙাচ্ছে। আমাদের নেত্রী বলে দিয়েছেন, চোর-লুঠেরাদের তৃণমূলে স্থান নেই। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।"

আরও পড়ুন- West Bengal By-Election Voting Live: দেগঙ্গায় ISF প্রার্থীকে ঘাড়ধাক্কা, পুলিশের সামনেই BJP এজেন্টকে খুনের হুমকি, কাঠগড়ায় তৃণমূল

আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোয় নয়া ইতিহাস! সাধারণ মানুষের স্বার্থে স্টেশনেই যুগান্তকারী পরিষেবা চালু

এই কৃষ্ণপুর এলাকা থেকেই দু'দিন আগে ট্যাব কেলেঙ্কারির অন্যতম পান্ডা হাসেম আলিকে গ্রেফতার করেছিল পূর্ব বর্ধমান জেলার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে মালদা জেলার ১৫০টি ছাত্রছাত্রীর অ্যাকাউন্ট হ্যাক করে ট্যাবের টাকা হাতানোর অভিযোগ রয়েছে। এরই পাশাপাশি পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলা থেকেও অসংখ্য ছাত্র-ছাত্রীদের ট্যাবের টাকা অনলাইনে হ্যাক করে হাতানোর অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাব কেলেঙ্কারিতে ধৃত মালদার হাসেম আলিকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ প্রায় ১২ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। এর পর মঙ্গলবার রাতে পর বৈষ্ণবনগরের চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের প্রত্যেকেরই সাইবার ক্যাফে রয়েছে। 

আরও পড়ুন- Awas Yojana: 'আবাস তালিকা থেকে নাম কাটুন', BDO-কে আবেদন তৃণমূলের প্রধান-সদস্যদের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে শ্রবণ, রকি, জামাল এবং পিন্টুর বাড়িতে হানা দিয়ে পুলিস তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করার জন্য বৈষ্ণবনগর থানায় নিয়ে যায়। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশ ইতিমধ্যেই রকি এবং ধৃত অন্যান্যদের বাড়ি থেকে প্রায় ১৫টি পেনড্রাইভ, ল্যাপটপ, কম্পিউটারের হার্ড ড্রাইভ, ডায়েরি, ব্যাংকের নথি বাজেয়াপ্ত করেছে। পুলিস সূত্রে খবর, আরও অনেকে ট্যাব কেলেঙ্কারির এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে।

আরও পড়ুন- Bhatpara Shootout: নৈহাটির ভোট চলাকালীন ভাটপাড়ায় শুটআউট! চায়ের আড্ডায় তৃণমূল নেতাকে গুলি করে খুন

এদিকে মালদার পড়ুয়ার ট্যাবের টাকা ঝাড়খণ্ডের জামশেদপুরের ব্যাংকে হদিশ মেলার বিষয়টিও জানতে পেরেছে পুলিশ। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়খণ্ডের ব্যাংকেও জমা পড়েছে মালদার পড়ুয়ার ট্যাবের টাকা। ট্যাব কেলেঙ্কারি কান্ডে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে মালদা জেলা পুলিশ। এরই মাঝে উঠে এসেছে মালদার হবিবপুরের আরও এক স্কুলের তিন পড়ুয়ার ট্যাবের টাকা উধাও-এর ঘটনা। হবিবপুর ব্লকের আইহো গার্লস হাই স্কুলের তিন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছে অন্য অ্যাকাউন্টে।

Maldah Arrested tmc Arrest Malda Tab Scam
Advertisment