/indian-express-bangla/media/media_files/2024/11/05/gg95O75hba9oXaCVAVnn.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো। প্রতীকী ছবি।
pradhan mantri bhartiya jan aushadhi kendra inaugrated at netaji metro station: দেশের কোনায় কোনায় সস্তায় ওষুধ সামগ্রী বিক্রির ক্ষেত্রে প্রবল জনপ্রিয় হয়ে উঠেছে প্রধানমন্ত্রী জন ওষধি কেন্দ্র। এবার কলকাতা মেট্রোরেলের স্টেশনেও চালু এই ওষুধের দোকান। যাত্রীদের সুবিধার্থেই মেট্রো স্টেশনে দারুণ এই পরিষেবা চালু করা হয়েছে। কলকাতা মেট্রোরেলের তরফে এব্যাপারে বিবৃতি প্রকাশ করে বিষদে তথ্য জানানো হয়েছে।
মেট্রোরেলের বিবৃতি:
বিহারের দ্বারভাঙা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতাজি মেট্রো স্টেশনে প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় রেলওয়ের বিভিন্ন স্টেশনে এরকম ১৮টি জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। নেতাজি মেট্রো স্টেশনে নতুন উদ্বোধন করা প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় জন ঔষধি কেন্দ্র। প্রথমটি কিছুদিন আগে মালদায় উদ্বোধন করা হয়েছিল। আজকের এই অনুষ্ঠানে নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র মানুষকে সস্তায় ওষুধ পেতে এবং টাকা সাশ্রয় করতে সাহায্য করবে।
আজ নেতাজি মেট্রো স্টেশনে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে মেট্রোরেলের জেনারেল ম্যানেজার শ্রী পি উদয় কুমার রেড্ডির পাশাপাশি মেট্রো রেলের সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী এবং যাত্রীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই স্টেশনে জন ঔষধি কেন্দ্রের উদ্বোধন করেন।
আরও পড়ুন-Awas Yojana: 'আবাস তালিকা থেকে নাম কাটুন', BDO-কে আবেদন তৃণমূলের প্রধান-সদস্যদের
আরও পড়ুন-Kajal Sheikh: 'ওয়াই প্লাস' ক্যাটাগরির সুরক্ষা কাজলকে, সিঁদুরে মেঘ দেখছেন অনুব্রত-অনুগামীরা!
এখানে খোলা বাজারে বিক্রি হওয়া ব্র্যান্ডের ওষুধের চেয়ে ৫০% থেকে ৯০% কম দামে ওষুধ পাওয়া যাবে। সবাইকে এই আউটলেট থেকে ওষুধ কেনার জন্য জন ঔষধি কেন্দ্রকে আরও বেশি জনপ্রিয় করার আহ্বান জানিয়েছেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার। মেট্রো যাত্রী এবং কুঁদঘাট এলাকার স্থানীয় বাসিন্দারাও এদিন জনৌধষি কেন্দ্রের উদ্বোধন হওয়ায় দৃশ্যতই খুশি।