অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! অবতরণের সময় বিরাট বিপত্তি

কেরল সফরে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাথানামথিট্টার প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণের পরই ঘটে বিপত্তি।

কেরল সফরে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাথানামথিট্টার প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণের পরই ঘটে বিপত্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
president-droupadi-murmu-helicopter-helipad-collapse-kerala-visit

অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! কেরলে  অবতরণের সময় হেলিকপ্টারের হেলিপ্যাড ভেঙে বিরাট বিপত্তি। রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দেখা দিল বড়সড় প্রশ্ন।  

Advertisment

আরও পড়ুন- তীব্র কম্পন, দুলে উঠল পৃথিবী, ভারত সহ একাধিক দেশে চরম আতঙ্কে হুলস্থূল

কেরল সফরে গিয়ে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাথানামথিট্টার প্রমাদম স্টেডিয়ামের হেলিপ্যাডে তার হেলিকপ্টার অবতরণের পরই ঘটে বিপত্তি। সূত্রের খবর, বিমানবাহিনীর হেলিকপ্টারের ওজনের চাপ সহ্য করতে না পেরে হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়ে। তবে সৌভাগ্যক্রমে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি এবং রাষ্ট্রপতি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।

Advertisment

ঘটনার পরই পুলিশ ও দমকল বাহিনী তৎপরতার সঙ্গে অ্যাকশনে নামে। হেলিকপ্টারটিকে  নিরাপদে সরিয়ে আনা হয়। ইতিমধ্যেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

আরও পড়ুন-তৃণমূলের প্রবল আপত্তি উড়িয়ে বাংলায় কার্যকর হওয়ার পথে SIR, দিল্লিতে জরুরি বৈঠকে কমিশন

প্রশাসনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট হেলিপ্যাডটি ছিল সদ্য নির্মিত এবং মঙ্গলবার গভীর রাতেই শেষ মুহূর্তে তৈরি করা হয়েছিল। এবিষয়ে এক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানান, অবতরণের সময় ওজনের চাপে হেলিপ্যাডের কিছু অংশ বসে যায়। ফলে ঘটে বিপত্তি। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ, দমকল ও নিরাপত্তাকর্মীরা ঠেলে হেলি কপ্টারের বসে যাওয়া চাকা উপরের দিকে তুলছেন। 

জেলার একজন ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন যে হেলিপ্যাড নির্মাণে কিছুটা তাড়াহুড়ো করা হয়েছিল। খারাপ আবহাওয়ার কারণে অবতরণের স্থানটি নীলাক্কাল থেকে প্রমাদমে পরিবর্তন করা হয়েছিল। তাই, মঙ্গলবার গভীর রাতে হেলিপ্যাডটি তৈরি করা হয়েছিল। কংক্রিট পুরোপুরি শুকাতে পারেনি, যার ফলে হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি। ঘটে যায় বিপত্তি। প্রশ্ন উঠেছে রাষ্ট্রপতির মত হেভিওয়েটের নিরাপত্তায় এত বড় ফাঁক রইল কী করে? 

আরও পড়ুন- 'পশ্চিমবঙ্গকে এখন পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত', বিস্ফোরক দাবিতে রাজ্য-রাজনীতি কাঁপিয়ে দিলেন শুভেন্দু

সংবাদ সংস্থা এএনআই কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হেলিকপ্টারটি অবতরণের পর হেলিপ্যাডের কংক্রিটের স্তর ফেটে যায় এবং মাটি ধসে পড়ে। স্থানীয় পুলিশ, দমকল ও বিমানবাহিনীর কর্মীরা মিলে হেলিকপ্টারটি ঠেলে নিরাপদ স্থানে সরিয়ে আনেন। রাষ্ট্রপতি সম্পূর্ণ নিরাপদ থাকলেও, এই ঘটনায় রাষ্ট্রপতির নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন- সংঘর্ষ বিরতি উধাও! একদিনে ১৫৩ টন বোমাবর্ষণ করল ইজরায়েল, শক্তিতে চমকে বিশ্ব

জানা গিয়েছে আজ, ২২ অক্টোবর সকালে শবরীমালা মন্দির দর্শনে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিকে তীব্র সমালোচনা করেছে। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এটিকে “কারিগরি সমস্যা” বলে উড়িয়ে দিয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে এই ঘটনা থেকে গুরুতর বিপদ সৃষ্টি হতে পারত। 

President