Advertisment

'চাপে'র জেরেই সৌরভের অসুস্থতা, দাবি অশোকের, কড়া প্রতিক্রিয়া দিলীপের

'রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেউ কেউ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যবহার করছেন। তাঁর উপর চাপ তৈরি করা হয়েছিল।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

'রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেউ কেউ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ব্যবহার করছেন। তাঁর উপর চাপ তৈরি করা হয়েছিল।' অসুস্থ মহারাজকে দেখে বেরিয়ে এই 'মারাত্মক' অভিযোগ করেন শিলিগুড়ির পুর প্রশাসক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। তবে কোনও নির্দিষ্ট দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি এই সিপিএম নেতা।

Advertisment

রবিবার সকালে সৌরভকে দেখতে বেসরকারি হাসপাতালে আসেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সেখানেই দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের হঠাৎ অসুস্থতা সম্পর্কে বলতে গিয়ে অশোকবাবু বলেন 'সংবাদ মাধ্যমে যেসব খবর দেখেছি তাতে মনে হয়েছে সৌরভকে চাপ দেওয়া হয়েছিল। কেউ কেউ হঠাৎ মনে করছেন যে তাকে ব্যবহার করে তাঁদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা যাবে। ফলে ওর উপর কিছুটা প্রেশার তো তৈরি হয়েইছে। এটা কাম্য নয়।'

আরও পড়ুন- কতদিন ‘বিশ্রাম’ নেবেন মহারাজ, জানিয়ে দিলেন উডল্যান্ডসের চিকিৎসক

দিন কয়েক আগেই বাঙালি আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে উঠেছিল। মহারাজ তা উড়িয়ে দিলেও ফিরোজ শাহ কোটলায় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী অরুণ জেটলির মূর্তি উন্মোচনে অমিত শাহের সঙ্গে সৌরভের সাক্ষাৎ ঘিরে তাঁর গেরুয়া শিবিরে যোগ দানের জল্পনা রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে।

এর আগেও গত ৩০ ডিসেম্বর সৌরভের বাড়িতে গিয়ে তাঁকে রাজনীতিতে না আসার আর্জি জানিয়ে ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। রবিবারও বেসরকারি হাসপাতালে দাঁড়িয়ে একই পরামর্শ দেন অশোক ভট্টাচার্য। বলেন, 'সৌরভ স্বাভাবিকভাবে যে জগতে আছে, সেই জগতে থাকতে চায়। আমিও ওকে বলেছি, আমি চাই না যে তুমি কোনও রাজনীতির সঙ্গে যুক্ত হও। আমার সঙ্গে তো দ্বিমত পোষণ করেনি।'

আরও পড়ুন- সৌরভের জন্য এবার কলকাতায় দেবী শেঠি, দিল্লিতে চিকিৎসার প্রস্তাব অমিত শাহের

তবে সেই কি তাঁর রাজনীতি যোগের জল্পনাতেই 'চাপ'তৈরি হয়েছিল? সেখান থেকেই মাইল্ড অ্যাটাক?জবাবে অশোকবাবু জানান 'সেটা আমি বলতে পারব না, সেটা চিকিৎসকরা বলতে পারবেন। কিন্তু আমি শুধু একটাই চাইছি, এই মুহূর্ত যেন ওর উপর যেন কোনওরকমভাবে মানসিক-রাজনৈতিকভাবে কোনও চাপ না হয়। সেটা দেখাটা আমাদের সবার কর্তব্য।'

নাম না করলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিজেপি-কে জড়িয়ে চর্চা চলেছে। সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের মন্তব্য়ের বিরোধিতা করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমরা সৌরভের সুস্থতা কামনা করছি। কিন্তু এর মধ্যে যাঁরা রাজনীতি খুঁজে পাচ্ছেন তাঁদের রাজনৈতিক বিকৃতি হয়েছে।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Sourav Ganguly dilip ghosh Ashok Bhattacharya
Advertisment