/indian-express-bangla/media/media_files/2025/09/16/tmc-rally-2025-09-16-17-38-16.jpg)
Protest march: তৃণমূলের প্রতিবাদ মিছিল।
মালদার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের সদস্যর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে এবার প্রতিবাদ মিছিল। রাস্তায় নামলেন তৃণমূলেরই শতাধিক কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার ব্লকের লক্ষ্মীপুর এলাকায় রীতিমতো হাতে দলের ঝান্ডা নিয়ে মালদা মানিকচক রাজ্য সড়কে মিছিল করেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা ।
তাঁদের অভিযোগ, গত রবিবার অমৃতি গ্রাম পঞ্চায়েতের বেনিয়া গ্রামে গুলিবিদ্ধ আতিমুল মোমিন নামে এক ব্যক্তি। এই ঘটনায় স্থানীয় তৃণমূলের নির্বাচিত সদস্য মাইনুল শেখের ছেলে শাহিদ শেখকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে। যদিও শাহিদ গত দুমাস ধরে মালদায় নেই। এই মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েই এদিন বিক্ষোভ দেখানো হয়েছে। পাশাপাশি স্থানীয় তৃণমূলের কর্মী ও সমর্থকরা গণস্বাক্ষর সম্বলিত একটি অভিযোগ পত্র পুলিশ ও প্রশাসনের কাছেও জমা দেওয়ার কথা জানিয়েছেন। তাদের দাবি, প্রকৃত যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক পুলিশ।
এদিন বিক্ষোভকারী তৃণমূল কর্মী রানা শেখ, মহম্মদ হাকিম, রেজিয়া বিবিদের অভিযোগ, গত জুলাই মাসে একটি গুলি কাণ্ডের ঘটনায় কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের লক্ষীপুর এলাকার তৃণমূল দলের পঞ্চায়েত সদস্যকে মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশ গ্রেপ্তার করেছে। এরপর রবিবার রাতে বেনিয়া গ্রামের আতিমুল মোমিন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। আর সেই ঘটনায় ধৃত তৃণমূল নেতার ছেলে শাহিদ শেখকে আতিমুল মিথ্যা মামলায় জড়িয়েছে।
আরও পড়ুন- SSKM-এ নতুন উডবার্ন ওয়ার্ডের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা?
অথচ গত দুমাস ধরে শাহিদ শেখ মালদায় নেই। এমনকি জখম আতিমুলের স্ত্রীও স্বীকার করেছেন শাহিদ শেখ ছিল না। তাহলে এখানেই বোঝা যাচ্ছে একটি চক্র ষড়যন্ত্র করে এই লক্ষীপুরের তৃণমূল জনপ্রতিনিধির পরিবারকে মিথ্যা মামলায় জড়াতে চাইছে । এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আগামীতে কয়েক হাজার গ্রামের মানুষের গণস্বাক্ষর সম্বলিত একটি ডেপুটেশন পুলিশ ও প্রশাসনের কাছে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই লক্ষ্মীপুর এলাকায় খুন হন মানিকচকের এক যুবক আবুল কালাম আজাদ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের নির্বাচিত সদস্য মাইনুল শেখ সহ পাঁচজনকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। এরপরই দুদিন আগে গত রবিবার অমৃতি গ্রাম পঞ্চায়েতের বেনিয়া গ্রামে আতিমুল মোমিন নামে এক ব্যক্তি গুলিতে জখম হন । সেই ঘটনায় আবারও নতুন করে ধৃত তৃণমূল নেতা মাইনুল শেখের ছেলে শাহিদ শেখের নাম জড়িয়ে পড়ে। আর এতেই রীতিমতো ক্ষোভে ফুঁসছে কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকার বাসিন্দারা। তাদের দাবি, মাইনুল শেখ গ্রেপ্তার হওয়ার পর গত দুই মাস ধরে মালদায় নেই তার ছেলের শাহিদ। মিথ্যা ভাবে বানিয়া গ্রামের হামলার ঘটনায় ওকে জড়ানো হলো।
এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই জখম আতিমুল মোমিন অবশ্য তার বিরুদ্ধে ওঠা এই ষড়যন্ত্রের কথা ভিত্তিহীন বলে দাবি করেছেন । তিনি বলেন, তাকে হামলা করার পিছনে ধৃত তৃণমূল নেতার ছেলে শাহিদ শেখের হাত রয়েছে।
এদিকে আবারও মালদায় তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকট হতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক নিলাঞ্জন দাস বলেন, ওই দলের কাটমানি, দুর্নীতি, সন্ত্রাস ছাড়া আর কিছুই নেই । শাসকদলের মধ্যে একে অপরকে মারছে, মিথ্যা মামলায় জড়াচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে মানুষের যোগ্য জবাব দেবে।
তৃণমূলের ইংরেজবাজার টাউন সভাপতি শুভদীপ সান্যাল বলেন , এখানে রাজনৈতিক কোনও ঘটনা জড়িত নেই। দুটি পরিবারের মধ্যে গোলমাল হয়েছে বলে শুনেছিলাম । সেই ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে। কয়েকজনকে গ্রেপ্তারও করেছে। বিজেপি অযথাই ভিত্তিহীন আরোপ করছে।
ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, গুলি কান্ডের ঘটনায় হামলাকারীদের খোঁজ চালানো হচ্ছে।