Advertisment

RG Kar Protest: আরজি কর-প্রতিবাদে তুমুল অশান্তি! ইটবৃষ্টি-লাঠিচার্জ, আটক নিশীথ

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন-বিক্ষোভ জারি রয়েছে। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে সোমবার কোচবিহারে জেলাশাসকের দফতর ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। সেই কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
RG Kar Protest coochbehar, Nisith Pramanik Detained, আরজি কর, নিশীথ প্রামাণিক

বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। ফাইল ছবি।



RG Kar Protest-Nisith Pramanik Detained: আরজি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল পরিস্থিতি রাজ্যের দিকে-দিকে। তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ জানিয়ে সোমবার বিজেপির ডাকে কোচবিহারে জেলাশাসকের দফতর ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছিল। সেই কর্মসূচি ঘিরে এদিন চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহারের সাগরদিঘিতে। পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধে জড়ায় বিজেপি কর্মী-সমর্থকরা। আটক হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক।

Advertisment

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-আন্দোলন জারি রয়েছে। সোমবার কোচবিহারে জেলাশাসকের দফতর ঘেরাওয়ের ডাক দিয়েছিল বিজেপি। এদিন দুপুরে নিশীথ প্রামাণিক-সহ কোচবিহার জেলা বিজেপি নেতৃত্ব জেলাশাসকের দফতর ঘেরাও অভিযান শুরু করে। সাগরদিঘিতে জেলাশাসকের দফতরের কাছে সেই মিছিল এসে পৌঁছলে পুলিশ বাধা দেয়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনর চেষ্টা করে বিজেপির প্রতিবাদ মিছিল।

পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় নিশীথ প্রামাণিক-সহ বিজেপির নেতা-কর্মীদের। পুলিশকর্তাদের সঙ্গে রীতিমতো তর্কাতর্কিতে জড়াতেও দেখা যায় নিশীথকে। এরই মধ্যে একদল বিজেপি কর্মী-সমর্থক ইট বৃষ্টি শুরু করে দেয় পুলিশকে লক্ষ্য করে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। নিশীথ প্রামাণিক-সহ বেশ কয়েকজন বিজেপি নেতাকে আটক করে পুলিশ। 

আরও পড়ুন- Sayan Lahiri: ফের জেলে যেতে হবে সায়নকে? রাজ্যের আবেদনে কী জানাল সুপ্রিম কোর্ট?

আরও পড়ুন- TMC leader's threat:'মা-বোনেদের বিকৃত ছবি বাড়ির দেওয়ালে টাঙাব', RG Kar ইস্যুতে মারাত্মক হুমকি তৃণমূল নেতার

উল্লেখ্য আরজি কর ইস্যুতে ক্ষোভের আগুন যেন নিভছেই না। শাসকবিরোধী রাজনৈতিক দলগুলি তো বটেই বিভিন্ন সামাজিক সংগঠনের তরফেও আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফি দিন মিছিল বেরোচ্ছে রাজ্যের কোনায় কোনায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই।

আরও পড়ুন- TMC MP: বিরাট দুঃসংবাদে হৃদয় ছারখার তৃণমূলের তারকা সাংসদের! পাশে দাঁড়ালেন মমতা

আরও পড়ুন- কলকাতা মেট্রোয় এ যেন সোনার ইতিহাস! নজিরবিহীন কীর্তির শিখরে বাঙালির গর্বের পাতালরেল

Cooch Behar Bengal BJP Nisith Pramanik RG Kar Medical College
Advertisment