Sandip Ghosh: গতকালই CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সিবিআই-এর হাতে গ্রেফতারির পরের দিনেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। আজ সন্ধ্যেয় স্বাস্থ্য ভবনের তরফে সন্দীপের সাসপেনশন সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আসে। সেই সঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও বিতাড়িত আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্তে নেমে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সোমবার সন্ধেয় গ্রেফতার করেছিল সিবিআই। আজ আলিপুর আদালতে তোলা হলে সন্দীপ ঘোষ-সহ চারজনের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আদালতের সেই নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য ভবন। সেই সঙ্গে রাজ্য মেডিকেল কাউন্সিল থেকেও অপসারণ করা হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। সন্দীপ ঘোষের সাসপেনশন নিয়ে গত কয়েকদিন ধরেই সুর চড়িয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। তাঁর বিরুদ্ধে দুর্নীতির একগুচ্ছ অভিযোগ থাকা সত্ত্বেও কেন তাঁকে সাসপেন্ড করা হবে না সেই প্রশ্ন তুলে টানা আন্দোলন-বিক্ষোভ চলছিল। অবশেষে সন্দীপ ঘোষকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলল স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন- EXCLUSIVE: 'ম্যাডামের ছকেই ম্যাডামকে হারাব', আরও বড় ধাক্কার 'মাস্টারপ্ল্যান' রেডি ছাত্র সমাজের
আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল আগেই। হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি সন্দীপ ঘোষের বিরুদ্ধে রীতিমতো তোপ দেগে প্রকাশ্যে এনেছিলেন সেই সব মারাত্মক অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই অভিযোগের তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। গতকাল সন্ধেয় সন্দীপ ঘোষ সহ মোট চারজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা। আজ আলিপুর তোলা হলে চারজনকে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন- Sandip Ghosh: আদালতে ঢুকতেই 'চোর' স্লোগান, ৮ দিনের CBI হেফাজতে সন্দীপ ঘোষ