Advertisment

Kolkata Metro: মেট্রোয় যাতায়াত নিয়ে বিরাট খবর! আরও মসৃণ পরিষেবায় 'মাস্টারস্ট্রোক' কর্তৃপক্ষের

Metro Railway, Kolkata: মসৃণ পরিষেবায় এর আগেও নানাবিধ পদক্ষেপ করতে দেখা গিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষকে। যাত্রী স্বার্থে তাঁদের এই পদক্ষেপও এখন দারুণ চর্চায়।

author-image
Nilotpal Sil
New Update
Special Anti-Overriding Drive in Green Line-2:  কলকাতা মেট্রো বিশেষ অ্যান্টি-ওভাররাইডিং ড্রাইভ

Metro Railway, Kolkata: প্রতীকী ছবি।

Special Anti-Overriding Drive in Green Line-2: যাত্রী পরিষেবা আরও মসৃণ করতে নানা সময়ে নানাবিধা পদক্ষেপ করতে দেখা যায় কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষকে। এবার 'বেয়াড়া' যাত্রীদের শবক শেখাতে কঠিন এক অভিযান কলকাতা মেট্রো (Kolakata Metro) কর্তৃপক্ষের। মেট্রোরেলের এই পদক্ষেপ যাত্রী স্বার্থে দারুণ এক তৎপরতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁদের বিশেষ এই অভিযানের কথা বিবৃতি দিয়ে জানিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।

Advertisment

মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতি: 

মেট্রোয় প্রয়োজনীয় ভাড়া না দিয়েই অতিরিক্ত ভ্রমণ করছেন যাত্রীদের একাংশ। এবার এই পদক্ষেপে রাশ টানতে গ্রিন লাইন-২-এ একটি বিশেষ অ্যান্টি-ওভাররাইডিং ড্রাইভ পরিচালনা করছে মেট্রো কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে এসপ্ল্যানেড-গামী যাত্রীরা হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দানের দিকে যে মেট্রো যাচ্ছে তাতে চড়ছেন। সেই ট্রেনটিই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের দিকে ফেরে। শুধুমাত্র বসার সিট পাওয়ার লক্ষ্যেই এসপ্ল্যানেডগামী যাত্রীরা উপযুক্ত ভাড়া না দিয়ে মেট্রোয় অতিরিক্ত ভ্রমণ করছেন। মহাকরণ মেট্রো স্টেশনেও এই ধরনের প্রবণতা লক্ষ্য করা গেছে। এই ধরনের প্রবণতায় অন্যান্য মেট্রো যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। 

এই ধরনের প্রবণতা রুখতে মেট্রো রেলওয়ে এই বিশেষ অভিযানটি হাতে নিয়েছে। প্রতিদিন এই অভিযান পরিচালনার জন্য ট্রাফিক বিভাগ কর্তৃক ১৪ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলের কর্মীরা চলমান মেট্রোগুলিতে ভ্রমণ করছেন। যাঁরা ইচ্ছাকৃতভাবে ওভাররাইড করছেন এমন যাত্রীদের শনাক্ত করা হচ্ছে। এই ধরনের ঘটনা শনাক্ত করার পর, বৈধ টিকিট ছাড়াই ভ্রমণকারী অপরাধীদের মেট্রো থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যাত্রা পুনরায় শুরু করার আগে বৈধ টিকিট কেনার অনুরোধ সহ AFC-PC গেট দিয়ে বের করা হচ্ছে। গড়ে, এই বিশেষ দল নিয়মিত প্রায় ৪০ জন যাত্রীকে ধরছেন যাঁরা এমন অসদাচরণের সাথে জড়িত যা আর্থিক ক্ষতির কারণও হচ্ছে।

আরও পড়ুন- Eastern Rail: আপনি ভুললেও ভোলে না রেল, যাত্রী স্বার্থে এমন অভাবনীয় নজিরবিহীন তৎপরতার অভূতপূর্ব প্রশংসা!

আরও পড়ুন- Dubrajpur Incident: উপস্থিত বুদ্ধিতেই বিরাট 'সর্বনাশ' থেকে রক্ষা! তরুণীর অসীম সাহসের এগল্প চমকে দেবে!

আরও পড়ুন- Balagarh Incident: আচমকা পরপর মৃত্যু গ্রামে, বাড়ি-বাড়ি অসুস্থতা! ঘুম উড়েছে প্রশাসনেরও! সন্দেহ কীসে জানেন?

হাওড়া ময়দান এবং গ্রিন লাইন-২-এর এসপ্ল্যানেড স্টেশনেও যাত্রীদের এই ধরনের অভ্যাস থেকে বিরত থাকার জন্য বিশেষ ঘোষণা করা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ সকলকে বৈধ টিকিট নিয়ে ভ্রমণ করার জন্য আবেদন করেছে, অন্যথায় তারা মেট্রো বগি থেকে জোর করে বের করে দেওয়ার বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এই অভিযানকে তীব্র করার পাশাপাশি, মেট্রো কর্তৃপক্ষ আগামী দিনেও ব্লু লাইনে এই ধরনের ড্রাইভ পরিচালনা করার কথা ভাবছে।

আরও পড়ুন- Digha: ফাটাফাটি ব্যবস্থা! পর্যটকদের দুরন্ত মনোরঞ্জনে জমাটি উদ্যোগ, এবার ফাঁক পেলেই দিঘা ছুটবেন!

Metro kolkata metro kolkata
Advertisment