Advertisment

Suvendu Adhikari: জঙ্গি হামলার আশঙ্কা শুভেন্দুর উপর, সুরক্ষার ভার কাদের উপর ছাড়লেন বিরোধী দলনেতা?

Suvendu Adhikari: সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর উপর বাংলাদেশি জঙ্গিরা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal news,suvendu adhikari,bangladesh news,শুভেন্দু অধিকারী,পশ্চিমবঙ্গের খবর,শুভেন্দুর উপর জঙ্গি হামলার আশঙ্কা

Suvendu Adhikari: শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: "তাদের কাজ তারা করবে, আমার কাজ আমি করব।" তাঁর ওপর জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদেরও এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সাম্প্রতিক সময়ে সে দেশের মৌলবাদীদের সম্পর্কে নানা মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। সেই কারণেই শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলার আশঙ্কা বেড়েছে বলে জেনেছে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বাহিনী।

Advertisment

জঙ্গি হামলার আশঙ্কা প্রসঙ্গে কী বললেন শুভেন্দু?

"তাদের কাজ তারা করবে, আমার কাজ আমি করব। আগে তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ সুরক্ষা দিয়েছে, এখনও জনগণই সুরক্ষা দেবে।"

উল্লেখ্য, ওপার বাংলায় হিন্দু সম্প্রদায়ের উপর কট্টরবাদীদের উপর্যুপরি হামলা নিয়ে প্রথম থেকেই সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক সময়ের বিভিন্ন জনসভায় বাংলাদেশ বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। এমনকী সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসকে নিয়েও নানা কটাক্ষ শোনা গিয়েছে বিজেপি নেতার গলায়।

Advertisment

আরও পড়ুন- Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলার আশঙ্কা, রাজ্যের পুলিশকে সতর্ক করলো কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী

আরও পড়ুন- West Bengal News Live: মন্দারমণিতে তৃণমূল নেতার রহস্যমৃত্যু, মুখ্যমন্ত্রীকে চিঠি মৃতের স্ত্রীর

আরও পড়ুন- Merry Christmas 2024: বড়দিনে উৎসবমুখর বাংলার এই তল্লাট, পর্তুগিজ পাড়া গড়ে ওঠার নেপথ্য কাহিনী ভয়ঙ্কর!

এই পরিস্থিতিতে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর জঙ্গি হামলার আশঙ্কা করে রাজ্যের পুলিশকে সতর্ক করেছে কেন্দ্রের গোয়েন্দা বাহিনী। শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বাংলাদেশের দুই জঙ্গি সংগঠন শুভেন্দু অধিকারীর উপর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- India-Bangladesh Relation: পায়ের তলায় ভারতের জাতীয় পতাকা, এবার বাংলাদেশ বয়কটের ডাক দিল দিল্লি

Suvendu Adhikari Bangladesh Crisis Bangladesh Bangla News news of west bengal news in west bengal Bengali News Today
Advertisment