Digha: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর কিছুদিনেই, তার আগে বেনজির তৎপরতা রাজ্যের

Jagannath Temple-Digha: দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে সুবিশাল জগন্নাথ দেবের মন্দির। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এই মন্দিরের উদ্বোধন হবে।

Jagannath Temple-Digha: দিঘায় রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে সুবিশাল জগন্নাথ দেবের মন্দির। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এই মন্দিরের উদ্বোধন হবে।

author-image
Debanjana Maity
New Update
Digha,Jagannath Temple,Purba Medinipur,west bengal news,latest bengali news,দিঘা,জগন্নাথ মন্দির

Digha-Jagannath Temple: আর কিছুদিনের মধ্যেই দিঘায় জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। তার আগে একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে।

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে ততই উৎসাহ-উদ্দীপনাও বাড়ছে। জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কোনও খামতি রাখতে চায় না প্রশাসন। দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ মাঝেমধ্যেই গিয়ে দেখে আসছেন রাজ্য প্রশসানের শীর্ষকর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় সৈকতনগরীতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন। 

Advertisment

প্রায় ২০০ কোটি ব্যয়ে ২১৩ ফুট উচ্চতার এই জগন্নাথ ধাম ও সংস্কৃতি কেন্দ্রের দিকে বর্তমানে গোটা রাজ্যের মানুষ তাকিয়ে আছে। অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও আরও একাধিক বিশিষ্টজন উপস্থিত থাকবেন।

তাদের যাতায়াতের কথা ভেবে ইতিমধ্যে অতিরিক্ত হেলিপ্যাড তৈরির কাজে নেমে পড়েছে প্রশাসন। বর্তমানে দিঘায় একটি স্থায়ী হেলিপ্যাড রয়েছে। সেটি ছাড়াও তার আশেপাশে আরও একাধিক হেলিপ্যাড তৈরি করা হবে উদ্বোধনের জন্য। ইতিমধ্যে সেই কাজে নেমে পড়েছে পূর্ত দফতর। 

আরও পড়ুন- West Bengal News Live:'আরজি করের ঘটনা গণধর্ষণ নাকি তথ্য-প্রমাণ লোপাট?' CBI-কে প্রশ্ন হাইকোর্টের

Advertisment

স্থায়ী হেলীপ্যাডের পাশেই জেলা পুলিশের কর্তারা বেশ কয়েকটি মাঠ দেখেছে। সেখানেই অস্থায়ীভাবে তৈরি করা হবে বেশ কয়েকটি হেলিপ্যাড। প্রাথমিকভাবে নতুন তিনটি হেলিপ্যাড গড়ার কাজে নেমে পড়েছে পূর্ত দফতর। এছাড়াও জগন্নাথ মন্দির থেকে দুই কিলোমিটার দূর থেকে একাধিক পার্কিং পয়েন্ট করা হচ্ছে।

আরও পড়ুন- Dilip Ghosh: চনমনে দিলীপ! জমিয়ে দেখছেন IPL, ইডেনে সৌরভ-জয় শাহের সঙ্গে ছবি তুলে পোস্ট

এছাড়াও জেলা পরিষদের অতিথিশালায় গড়া হয়েছে পুলিশ ক্যাম্প। সেখানে দু'জন ASI ও ১১ জন কনস্টেবল নিযুক্ত করা হয়েছে। জগন্নাথ মন্দিরের সামনে নবনির্মিত স্নানের ঘাটও দ্রুত নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। 

আরও পড়ুন- Fan Touches Virat’s Feet:ইডেনে বিরাটের পা ছুঁয়ে প্রণাম, বাড়িতে কী বলে কলকাতায় রওনা দিয়েছিলেন যুবক?

পূর্ত দফতরের এক ইঞ্জিনিয়ার জানিয়েছেন, হেলিপ্যাডের জন্য জেলা পুলিশের তরফ থেকে বেশ কয়েকটি মাঠ দেখা হয়েছে। সেগুলিতেই উদ্বোধনের দিনের জন্য অস্থায়ী হেলিপ্যাড গড়ার কথা রয়েছে। দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক অপূর্ব বিশ্বাস বলেন, “হেলিপ্যাড তৈরির দায়িত্বে রয়েছে পূর্ত দফতর।

এছাড়াও উদ্বোধনের সময় পাবলিক হোল্ডিং পয়েন্টগুলিতেও পর্যাপ্ত জল, শৌচাগারের ব্যবস্থা রাখছি। ওই দিন যদি ক্যাপাসিটির বাইরে গাড়ি এলে আমরা দিঘা গেটের বাইরে গাড়ি গুলিকে রাখার ব্যবস্থাও করেছি। এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ২৪ ঘন্টা সাফাই অভিযান চলবে।”

NEWS Purba Medinipur Jagannath Temple news of west bengal news in west bengal Bengali News Today Digha