Advertisment

Tigress Zeenat: আলিপুরের পশু হাসপাতালে জিনাত, শেষমেশ কোথায় ঠাঁই হবে বাঘিনীর?

Tigress Zeenat will be sent back to Odisha: এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজ্যের বনকর্মীদের কার্যত নাকানিচোবানি খাইয়েছে বাঘিনী জিনাত। শেষমেশ গতকাল তাকে বাঁকুড়ার রানিবাঁধের জঙ্গল থেকে কাবু করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Tigress Zeenat,Royal Bengal Tiger,Odisha,west bengal news,বাঘিনী জিনাত,পশ্চিমবঙ্গের খবর

Tigress Zeenat: বনকর্মীদের ফাঁদে বাঘিনী জিনাত।

Tigress Zeenat will be sent back to Odisha: একটানা ৯ দিন ধরে রাজ্যের বনকর্মীদের কার্যত ল্যাজে খেলিয়ে গিয়েছে ওড়িশার সিমলিপালের বাঘিনী জিনাত (Tigress Zeenat)। বনকর্মীদের নাকানিচোবানি খাইয়ে রবিবার বিকেলে ওড়িশার বাঘিনীকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করেছেন বনকর্মীরা। এরপর বাঁকুড়া থেকে কলকাতার আলিপুরের পশু হাসপাতালে নিয়ে আসা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারটিকে (Royal Bengal Tiger)।

Advertisment

জানা গিয়েছে, আলিপুর পশু হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর জিনাতকে আবার পাঠানো হবে ওড়িশায় (Odisha)। পুরনো জায়গাতেই ফিরে যাবে জিনাত। উল্লেখ্য, ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে পালিয়ে যায় বাঘিনীটি। পড়শি রাজ্য ঝাড়খণ্ডের জঙ্গল হয়ে সে এ রাজ্যের জঙ্গলমহলে ঢুকে পড়ে। ঝাড়গ্রামের জঙ্গলে কয়েক দিন কাটিয়ে সেখান থেকে সে ঢুকে পড়েছিল পুরুলিয়ায় (Purulia)। পুরুলিয়ার বান্দোয়ানের রাইকার জঙ্গলে কয়েকদিন ঘাপটি মেরেছিল সে।

বনকর্মীরা তাকে ধরতে বারবার ফাঁদ পাতলেও ধরা দেয়নি বাঘিনীটি। এদিকে, জিনাতকে কাবু করতে সুন্দরবন (Sundarbans) থেকে ব্যাঘ্র বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছিল। পুরুলিয়ার রাইকার জঙ্গলে বাঘ ধরতে জাল পাতা হয়। সেই জলের নিচ থেকে পালিয়ে গিয়ে জিনাত ঢুকে পড়ে বাঁকুড়ায়। তার গলায় রেডিও কলার পরানো থাকার কারণে প্রতিনিয়ত তার গতিবিধির ওপর নজর রাখতে পারছিলেন বনকর্মীরা।

আরও পড়ুন- Mamata Banerjee: 'কেউ ডাকলেই চলে যাবেন না', 'সন্দেশখালি'তে দাঁড়িয়ে সাবধানবাণী মমতার

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: 'যতদিন বাঁচবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন মা-বোনেরা', সন্দেশখালিতে বললেন মুখ্যমন্ত্রী

বাঁকুড়ার মুকুটমণিপুর (Mukutmanipur) পর্যটন কেন্দ্রের কাছে রানিবাঁধ ব্লকের গোঁসাইডিহির জঙ্গলে সে ঘাপটি মেরে বসেছিল। সেখানেই জিনাতকে কাবু করতে পরপর ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। শেষমেষ গতকাল বিকেলের দিকে জিনাতকে গোঁসাইডিহির জঙ্গল থেকেই ধরা হয়। বিশেষ খাঁচায় তাকে বন্দি করে বনদপ্তর।

আরও পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে বাম্পার সার্ভিস! ৩১ ডিসেম্বর ফাটাফাটি পরিষেবা কলকাতা মেট্রোর

এদিকে, জিনাতকে উদ্ধারের পর তার একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এরপর বাঁকুড়া থেকে জিনাতকে নিয়ে আসা হয় আলিপুরের পশু চিড়িয়াখানায়। জানা গিয়েছে, আপাতত দিন কয়েক এই পশু হাসপাতালেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবে ওড়িশার বাঘিনী। রাজ্যের বনদপ্তরের তরফে ওড়িশার বনদপ্তরের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে। জিনাত একটু সুস্থ হলেই তাকে ফের ওড়িশায় পাঠিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- Mahishadal Rajbari: বর্ষবরণে মহিষাদল রাজবাড়িতে রাজকীয় আয়োজন, অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী থাকতে চান?

Bangla News news of west bengal news in west bengal Bengali News Today Royal Bengal Tiger
Advertisment