Kolkata Weather: গতকালের পর আজও সকাল থেকে জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের খবর সামনে আসতে শুরু করেছে। আজও দিনভর ভয়ঙ্কর দুর্ভোগে নাকাল হবেন সাধারণ মানুষ? কী জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস? চলুন দেখে নেওয়া যাক আজকের লেটেস্ট ওয়েদার আপডেট।
নিম্নচাপের জেরে নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার ভোররাত থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তেড়েফুঁড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। আজ বুধের সকালেও দুর্ভোগ নাগাড়ে চলা বৃষ্টিপাত। একটানা কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ?
আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরের উপর সৃষ্ট নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কলকাতা। বুধবার শহরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আগামী কয়েক দিনে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি এবং সেই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
IMD জানিয়েছে, নিম্নচাপটি এখন ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে কলকাতায় টানা বৃষ্টিপাতের আশঙ্কা আপাতত নেই। তবে সপ্তাহজুড়ে শহরের আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং কয়েকটি জেলায় দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে আবহাওয়া খানিক মনোরম ছিল। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃষ্টির প্রবণতা কমে গেলে এবং মৌসুমি বায়ু দুর্বল হলে পারদ ফের চড়তে শুরু করবে। আগামী কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে।
১৫-১৬ জুলাই (বুধবার ও বৃহস্পতিবার): দফায় দফায় রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
১৭-১৯ জুলাই: হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের কোনও সতর্কতা নেই।
২০-২১ জুলাই: ফের বৃষ্টি বা বজ্রপাত হতে পারে।
কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের মুখ্য আবহাওয়াবিদ এইচআর বিশ্বাস জানিয়েছেন, "বুধবারও হালকা বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার থেকে আবহাওয়ার খানিক উন্নতি হতে পারে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।"কলকাতায় এখনই ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও, হালকা বৃষ্টি ও মেঘলা আকাশের মধ্যেই বাড়বে গরম-অস্বস্তি।