cid trying to kill him by using poision claims arjun singh: প্রাণনাশের আশঙ্কা করছেন BJP নেতা অর্জুন সিং (Arjun Singh)। রাশিয়া থেকে আনা বিষাক্ত রাসায়নিক স্প্রে করে তাঁকে খুনের ষড়যন্ত্র করা হতে পারে বলে আশঙ্কা করছেন অর্জুন। শুধু তিনিই নন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ আরও চারজনকে টার্গেট করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগে শোরগোল ফেলে দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। বৃহস্পতিবার পুরনো একটি মামলায় CID তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার ভবানী ভবনে ডেকে পাঠিয়েছিল। ভবানী ভবনে ঢোকার আদগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অর্জুন সিং। তাঁদের সামনেই এই আশঙ্কা প্রকাশ করেছেন অর্জুন।
বৃহস্পতিবার পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য অর্জুন সিংকে তলব করেছিল CID। কলকাতার ভবানী ভবনে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। অর্জুন সিং আসার খবর পেয়ে আগেভাগে সেখানে জড়ো হয়ে গিয়েছিলেন সাংবাদিকরা। অর্জুন ভবানী ভবনে ঢোকরা মুখেই সাংবাদিকদের মুখোমুখি হন। বিস্ফোরক আশঙ্কা অর্জুনের গলায়!
কী বললেন অর্জুন সিং?
"CID জেরার সময় রাসায়নিক চেয়ার-টেবিলে স্প্রে করে দেবে। তিন-চার মাসের মধ্যে যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য সিআইডি দায়ী থাকবে। অনেকদিন ধরে এমন পরিকল্পনা করছে। শুভেন্দু অধিকারী আমি ও আর চারজনকে মেরে ফেলার একটা পরিকল্পনা করা হয়েছে। এমন সব কেমিক্যাল রয়েছে যে আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে আপনি দুই তিন মাসের মধ্যে মারা যাবেন। আপনার মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়।"
আরও পড়ুন- West Bengal News Live: হঠাৎ ভবানী ভবনে অর্জুন সিং, কোন মামলায় তলব করল সিআইডি?
আরও পড়ুন- Sanjay Chakrabarty: নাবালিকা ছাত্রীর যৌন নিগ্রহের অভিযোগ, পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় গ্রেফতার
অর্জুনের আরও আশঙ্কা, "এই রাসায়নিকটা এক রকমের বিষ। আপনার শরীরে যদি ওই রাসায়নিক ছুঁয়ে যায় তাহলে তিন মাস পরে আপনার মাল্টি অরগান ফেলিওর হবে। আপনি মারা যাবেন। এরকম একটা প্ল্যান চলছে। আর যদি আপনাকে কেউ মেরে দেয় তাহলে তা খবর হয়। যদি আপনার মাল্টি অর্গান ফেলিওর হয় তাহলে তো হইচই হয় না। চার বছর কোনও হেলদোল ছিল না। চার বছর পর চার কোটি টাকার দুর্নীতির মামলায় ডাকা হয়েছে।"
আরও পড়ুন- Kolkata Municipal Corporation: সাপের হানা কলকাতা পুরসভায়, আতঙ্কে থর হরি কম্প দশা কর্মীদের!
আরও পড়ুন- Digha: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, হই হই পড়ে যাবে দিঘায়! কেন জানেন?