Advertisment

West Bengal Weather Update:ব্রেক কষল শীত! বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, ঠান্ডার 'গ্রেট কামব্যাক' কবে?

Bengal Weather Forecast, 29 November 2024: শীতের আমেজে খানিকটা ধাক্কা লাগল। এক ধাক্কায় কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ২১ ডিগ্রির ঘরে। বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update: পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

West Bengal Weather Update: প্রতীকী ছবি।

West Bengal Weather Update:পূর্বাভাস মতোই বাড়ল রাতের তাপমাত্রা। ঘূর্ণিঝড় 'ফেনজল' (Cyclone Fengal) ইতিমধ্যেই তৈরি হয়েছে। সেই ঘূর্ণিঝড় আগামীকাল তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে। তারই প্রভাবে রাজ্যের আবহাওয়ায় এই বদল। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

Advertisment

শীতের আমেজে বেশ ধাক্কা। নভেম্বরের শেষ দিনগুলোয় নতুন করে ঠান্ডার কামব্যাকের সম্ভাবনা নেই বললেই চলে। ঘূর্ণিঝড় ফেনজলের জেরে নভেম্বরের শেষ বেলায় বাংলার আবহাওয়ায় এই হঠাৎ বদল!

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের শহর থেকে জেলা, সর্বত্র শীতের আমেজ বাড়ছিল। তবে আজ থেকেই উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও। হালকা বৃষ্টির এই পর্ব চলবে আগামী রবিবার পর্যন্ত।

আরও পড়ুন- West Bengal News Live:'চট্টগ্রামে আইনজীবী খুনে জঙ্গিদের যোগ', বিস্ফোরক দাবি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার

আরও পড়ুন- West Bengal News Live: বাংলাদেশে বিপন্ন হিন্দুরা, কলকাতায় পথে-প্রতিবাদে সনাতনী সমাজ, মিছিল ঘিরে ধুন্ধুমার

কলকাতার ওয়েদার আপডেট 

ঠান্ডা ব্রেক কষলো শহর কলকাতাতেও। তিলোত্তমা মহানগরী তাপমাত্রা খানিকটা বেড়ে পৌঁছে গিয়েছে ২১ ডিগ্রির ঘরে। আগামী দিন কয়েক শহর কলকাতার তাপমাত্রাতেও বিশেষ বদল আসবে না। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- Bishnu Mal Murder Case: ধর থেকে মুন্ডু কেটে নৃশংস খুন যুবককে! একসঙ্গে ৭ জনকে ফাঁসির সাজা চুঁচুড়া আদালতের

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া রয়েছে। ঠান্ডার রেশ বাড়ছে দার্জিলিং, কালিম্পং সহ বাকি জেলাগুলিতে। উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিঙে সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। কুয়াশার চাদর দেখা যাবে জলপাইগুড়ি, মালদা এবং উত্তর দিনাজপুর জেলায়। সকালের দিকে কুয়াশা অস্বস্তি বাড়ালেও বেলা বাড়লেই তার দাপট কমে যাবে।

আরও পড়ুন- Priest Chinmoy Krishna Das arrested in Bangladesh: বাংলাদেশে মন্দির, হিন্দু মহল্লায় লাগাতার আক্রমণ, ISKCON প্রধানের সঙ্গে কথা মমতার

ঠান্ডার কামব্যাক কবে?

ঘূর্ণিঝড় 'ফেনজল'-এর জেরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হঠাৎ করে তাপমাত্রার এই বৃদ্ধি। তবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের শেষের দিক থেকেই ফের নামতে শুরু করবে পারদ। শীতের অনুভূতিও বাড়বে।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather
Advertisment