/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/bjp-and-TMC.jpg)
West Bengal news today live updates:
বিগত বেশকিছু দিন ধরে শিরোনামে কাটমানি। রাজ্যের বিভিন্ন জেলায় চলছে কাটমানি বিক্ষোভ। বুধবারেও সেই উত্তাপ জারি রইল। বীরভূম-পূর্ব বর্ধমান-দার্জিলিং এ দিনভর চলল কাটমানি বিক্ষোভ।
বৃষ্টি দিয়ে সকাল শুরু কলকাতার। ভোর থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঝিরঝিরে বৃষ্টি। মাঝেমধ্যে হালকা রোদের দেখা মিললেও, কালো মেঘেই ঢেকে রয়েছে আকাশ। আজ দিনভর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ খানিকটা নেমেছে। যার জেরে হাঁসফাঁস গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন শহরবাসী। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ, ন্যূনতম ৭৬ শতাংশ। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ০০৭.৬ মিমি।
এদিকে, বর্ষা মানেই ভোজনরসিক বাঙালির পাতে অবধারিত ভাবে জায়গা করে নেয় ইলিশ। সেই রুপোলি শস্যকে নিয়ে এবার সুখবর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদ্মার ইলিশের জন্য আক্ষেপ করে সময় নষ্ট নয়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিধানসভায় আশ্বস্ত করলেন, ইলিশ উৎপাদনে রাজ্য শুধু সাবলম্বী হবে না, বিশ্বের অন্যত্র ইলিশ সরবরাহও করবে অচিরেই। মমতা বলেছেন, “ভবিষ্যতে বাংলাদেশ থেকে পদ্মার ইলিশ আমদানি করার প্রয়োজন পড়বে না। এবার ইলিশ উৎপাদনে রাজ্য নিজেই স্বাবলম্বী হবে। শুধু তাই না, বিদেশেও উৎপাদিত ইলিশ সরবরাহ করা হবে”। মঙ্গলবার বিধানসভায় দেগঙ্গার বিধায়ক রহিমা বিবির প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “তিস্তার জল দিতে না পারায় বাংলাদেশ পদ্মার ইলিশ সরবরাহ করা বন্ধ করে দিয়েছে। মমতার আক্ষেপ, জল দেওয়ার ক্ষমতা নেই। কোথা থেকে জল দেব’’। এরপরই তিনি ইলিশ ও মাছের উৎপাদন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অন্যদিকে, জাতীয় স্তরে আবার সেরার স্বীকৃতি পেল বাংলা। তফশিলি জাতির উন্নয়নের জন্য জাতীয় স্তর থেকে স্বীকৃত হয়েছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এ খবর জানিয়েছেন। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই পারফরম্যান্সে সেরার শিরোপা বাংলার মাথায়। ২০১৭-১৮ অর্থবর্ষে কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।
Live Blog
West Bengal news today live updates: বাংলার কোথায় কী হচ্ছে, সব খবরের আপডেট রইল এখানে, Follow the Live Updates here:
ভোর থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ঝিরঝিরে বৃষ্টি। মাঝেমধ্যে হালকা রোদের দেখা মিললেও, কালো মেঘেই ঢেকে রয়েছে আকাশ। আজ দিনভর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ খানিকটা নেমেছে। যার জেরে হাঁসফাঁস গরম থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন শহরবাসী। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ, ন্যূনতম ৭৬ শতাংশ। সকাল সাড়ে ৮টা পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ০০৭.৬ মিমি।
কাটমানি ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ‘মুখ্যমন্ত্রীও কাটমানি নিয়েছেন’, মঙ্গলবার সংসদে এ কথাই বলেছেন হুগলির সাংসদ। এদিন লকেট বলেন, ‘‘মুখ্যমন্ত্রী বলছেন, ২৫ শতাংশ টাকা ওখানে দাও, ৭৫ শতাংশ আমাকে দাও। তার মানে, মুখ্যমন্ত্রীর কাছে ৭৫ শতাংশ আছে’’। এরপরই লকেটের দাবি, ‘‘কালীঘাটে ১৩ খানা ফ্ল্যাট, পুরী-গোয়াতে কাটমানির পয়সায় হোটেল, থাইল্যান্ড থেকে সোনা আসছে। কাটমানির পয়সা কোথায়, তৃণমূল সুপ্রিমোকে এর উত্তর দিতে হবে’’। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে ‘কালীঘাটে ১৩টি ফ্ল্যাট, পুরী-গোয়াতে হোটেল, তৃণমূল সুপ্রিমোকে উত্তর দিতে হবে’
বুধবার কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স শহরের এজেসি বোস রোড থেকে ৬ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে। গ্রেফতার করা হয়েছে ২৯ বছরের নাসিরুদ্দীন শেখ ওরফে ভোটু, শাহিদ শেখ (২৮) এবং ২৩ বছরের সুমন সরকারকে।
নবতিপর শিল্পপতি বি কে বিড়লার জীবনাবসান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া সূত্রে খবর। বি কে বিড়লা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-সহ বেশি কিছু শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন তিনি। ১৯২১ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন বি কে বিড়লা। শিল্পপতি ঘনশ্যাম দাস বিড়লার ছোটো ছেলে বিড়লা।
বুধবার বিকেলে শহরের চাঁদনিচকের হিন্দুস্থান বিল্ডিঙে আগুন লাগে। দমকলের তিনটি ইঞ্জিনের প্রচেষ্টায় বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে আগুন। এসি মেশিন থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।
নিত্যযাত্রীদের জন্য সুখবর! এবার মেট্রো কর্মীদের শৌচাগার ব্যবহার করতে পারবেন কলকাতা মেট্রোর যাত্রীরা, জানালেন কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের বিভিন্ন জেলায় ত্ণমূল নেতাদের কাটমানি নেওয়া নিয়ে বিক্ষোভ অব্যাহত। মঙ্গলবার বীরভূমের নানুর এবং ইলামবাজারে বুধবার দিনভর বিক্ষোভ চলল কাটমানি ঘিরে। দার্জিলিং জেলার শিলিগুড়িতে ত্ণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে ঘোগোমালি এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে দুর্গাপুরের ঘাসফুল নেতা মহাবীর সিং-এর বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগে বিক্ষোভ করে স্থানীয়রা।
পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব এখনও গৃহীত হয়নি, বুধবার জানিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘বাংলা’ নাম অনুমোদন করার প্রস্তাব গৃহীত হয়েছে কিনা, এদিন তা জানতে চান দলহীন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশ্নোত্তর পর্বে রাজ্যসভায় এই প্রশ্ন তোলেন সিপিএম থেকে বহিষ্কৃত এই সাংসদ। ঋতব্রতের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ‘‘এখনও নাম বদলের প্রস্তাব অনুমোদিত হয়নি’’। এরপর লিখিত উত্তরে তিনি আরও জানান, কোনও রাজ্যের নাম বদলের জন্য সংবিধান সংশোধনী প্রয়োজন এবং সব পক্ষের সঙ্গে আলোচনাও করতে হয়।
চলে গেলেন প্রখ্যাত চিত্রশিল্পী রবীন মণ্ডল। মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। প্রয়াণকালে বয়স হয়েছিল ৯০। শিল্পী গোষ্ঠী ‘ক্যালকাটা পেন্টার্স’, প্রয়াত শিল্পীরই হাতে গড়া। ১৯৬৪ সালে আট বন্ধু মিলে দিল্লির আইফ্যাক্স গ্যালারিতে ছবির প্রদর্শনী করলেন ১৯৬৪ সালের জানুয়ারি মাসে। প্রদর্শনীর সাফল্যে উৎসাহিত হয়ে তৈরি হল ‘ক্যালকাটা পেন্টার্স’। ১৯৬৪-র নভেম্বরে কলকাতার আর্টিস্ট্রি হাউসে প্রথম প্রদর্শনী হল ক্যালকাটা পেন্টার্সের। ১৯৭৯ থেকে ১৯৮২ পর্যন্ত ললিত কলা অ্যাকাডেমির সদস্য ছিলেন রবীন মণ্ডল। শিল্প জগতে তাঁর অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন অবনীন্দ্রনাথ পুরস্কারে।
এক বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বেলঘরিয়ার বাদামতলায়। ওই বিজেপি নেতার স্ত্রীকে অ্যাসিড বাল্ব মারা হয়েছে বলেও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেইসঙ্গে বিজেপি নেতার ছেলেকে অপহরণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। বিস্তারিত এই প্রতিবেদনে বেলঘরিয়ায় ‘আক্রান্ত’ বিজেপি নেতা, স্ত্রীকে লক্ষ্য করে ‘অ্যাসিড বাল্ব’
আবারও অঙ্গ প্রতিস্থাপনের সাক্ষী হতে চলেছে শহর কলকাতা। জোকার মহিলা অঞ্জনা ভৌমিকের হাত ধরে অঙ্গপ্রতিস্থাপন হচ্ছে কলকাতায়। আন্দুলের হাসপাতালে ব্রেন ডেথ হয় অঞ্জনা ভৌমিকের। তারপরই অঞ্জনার পরিবারের তরফে অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়। অঞ্জনার হৃদযন্ত্র, ত্বক, কিডনি, লিভারে বাঁচবেন অন্যরা। অঞ্জনা ভৌমিকের হৃদযন্ত্র পাচ্ছেন নদিয়ার তেহট্টের বাসিন্দা মৃন্ময় দাস। গত ১ বছর ধরে হৃদরোগে ভুগছেন মৃন্ময়। এসএসকেএমে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে। এদিন সকালে মাত্র ১২ মিনিটে আন্দুল থেকে এসএসকেএমে গ্রিন করিডর করে অঙ্গ আনা হয় এসএসকেএমে। অফিস টাইমে ব্যস্ত সময়েও কামাল করল গ্রিন করিডর। অন্যদিকে, অঞ্জনা ভৌমিকের চক্ষুদান করা হবে শঙ্কর নেত্রালয়ে। সবিস্তারে এই প্রতিবেদনে কলকাতায় ফের অঙ্গ প্রতিস্থাপন
পশ্চিমবঙ্গ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়াদের জন্য আসন সংরক্ষণের সিদ্ধান্ত নিল মমতা সরকার। ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রীসভা। তপশিল জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর জাতির জন্য যে সংরক্ষণ ইতিমধ্যে জারি রয়েছে, তা ছাড়াও অর্থনৈতিকভাবে অনগ্রসরদের জন্য এই নয়া দশ শতাংশ সংরক্ষণ চালু হতে চলেছে। এই সংরক্ষণ রাজ্যের শিক্ষা ও চাকরি ক্ষেত্রে প্রযোজ্য হবে। এ রাজ্যের ইতিহাসে এমন সংরক্ষণের কোনো নজির নেই। বিস্তারিত এই প্রতিবেদনে দশ শতাংশ নয়া সংরক্ষণের সিদ্ধান্ত মমতা সরকারের
এবার থেকে পরীক্ষার্থীদের খাতা দেখাবে রাজ্যের উচ্চমাধ্যমিক সংসদ। ফলপ্রকাশের পর অনলাইনে করা যাবে আবেদন। সেই আবেদনের ভিত্তিতেই সুযোগ মিলবে উত্তরপত্র দেখার। তবে সংসদে এসে দেখতে হবে উত্তরপত্র। মূল্যায়ণে সন্তুষ্ট না হলে জানানো যাবে অভিযোগ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, এবছর ৫ জুলাই থেকে উত্তরপত্র দেখার আবেদন করা যাবে। যে কোনো পরীক্ষার্থী তার প্রতিটি বিষয়ের খাতাই দেখতে পারবে। আবেদন করার পর পরীক্ষার্থীকে জানিয়ে দেওয়া হবে সংসদে এসে খাতা দেখার নির্দিষ্ট দিন। স্ক্রুটিনি বা রিভিউয়ের ব্যবস্থা তো ছিলই, এবার সংযোজন হল এই নতুন পদ্ধতির। এবার থেকে পরীক্ষার্থীরা প্রতিটি উত্তরের জন্য কত নম্বর পেয়েছে তা নিজেরাই পরখ করে নিতে পারবে। প্রয়োজনে খাতার প্রতিলিপি বাড়িও নিয়ে যেতে পারবে পরীক্ষার্থীরা। বিস্তারিত এই প্রতিবেদনে এবার ফল প্রকাশের পর উচ্চমাধ্যমিকের উত্তরপত্র দেখতে পারবে পরীক্ষার্থীরা
কিছুদিন ধরেই হেডলাইনে টালিগঞ্জ। ইস্যু বকেয়া পেমেন্ট কিংবা ফেডারেশন দখল। এরই মধ্যে টলিপাড়ায় খাতা খুলেছে বিজেপির দুই সংগঠন। ঠিক মতো পসারও জমেনি, কিন্তু জট পাকতে শুরু করেছে দুই সংগঠনের মধ্যে।’ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস এবং কালচারাল কনফেডারেশন’ এবং ‘বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ-এর দড়ি টানাটানিতে স্পষ্ট বিজেপি বিভাজন। প্রসঙ্গত, গত ২৯ জুন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস এবং কালচারাল কনফেডারেশন প্রথম বৈঠক করে। এই সংগঠনের মাথায় আছেন অগ্নিমিত্রা পল, সংঘমিত্রা চৌধুরীরা।অন্যদিকে শঙ্কুদেব পাণ্ডার নেতৃত্বে ‘বঙ্গীয় চলচ্চিত্র পরিষদ’। সোমবার দ্বিতীয়বার সাংবাদিক সম্মেলন করলেন তাঁরা। সবিস্তারে এই প্রতিবেদনে টলিউড দখলের লক্ষ্যে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব