/indian-express-bangla/media/media_files/2025/10/22/notification-for-sir-in-bengal-likely-after-cec-meeting-on-wednesday-thursday-2025-10-22-13-09-07.jpg)
বাংলাতেও এবার SIR
Bengal SIR: বিহারে SIR শেষ হতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে রাজনৈতিক মহলে জল্পনা, বাংলাতেও কি একই পথ অনুসরণ করবে কমিশন? অর্থাৎ, SIR সম্পন্ন হওয়ার পরই কি ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির আঙিনায়। এই পরিস্থিতিতে বুধবার ভোটমুখী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন।
জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে দু’দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, এই বৈঠকে রাজ্যে চলমান ভোটার তালিকা সংশোধন ও আসন্ন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
বুধ ও বৃহস্পতিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) বৈঠক শেষ হওয়ার পরই বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত (SIR) সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে।
বিহারে ইতিমধ্যেই SIR প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যেখানে চলতি বছরই বিধানসভা নির্বাচন। কমিশন জানিয়ে দিয়েছে, আগামী বছরের নির্বাচনের নিরিখে যেসব রাজ্যে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে, সেখানেই এখন অগ্রাধিকার দেওয়া হবে SIR প্রক্রিয়াকে।
গত সপ্তাহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, ২০০২ সালের SIR অনুযায়ী যেসব ভোটারের নাম সেই সময়ের তালিকায় ছিল, তাঁদের ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে বৈধ হিসেবে গণ্য করা হবে। তবে যেসব বর্তমান ভোটারের নাম ২০০২ সালের তালিকায় নেই, তাঁদের নাগরিকত্ব প্রমাণের জন্য কমিশন নির্ধারিত নথি জমা দিতে হবে।
আরও পড়ুন- ভারতের কাছে মাথা নত করল ট্রাম্প? মোদী ম্যাজিকেই কুপোকাত মার্কিন প্রেসিডেন্ট!
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস সরকারের প্রবল আপত্তির মধ্যেই পশ্চিমবঙ্গে কার্যকর হতে চলেছে SIR। পশ্চিমবঙ্গে শেষবার SIR হয়েছিল ২০০২ সালে। সেই সময়কার ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার “ম্যাপিং ও ম্যাচিং” প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। দিল্লির বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর কমিশনের কাছে সেই আপডেট পেশ করবে বলে জানা গেছে। কমিশন সূত্রে খবর, দিল্লিতে ভোটমুখী সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের (CEO) সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনর জ্ঞানেশ কুমার। তার পরই SIR নিয়ে ঘোষণা করতে পারে কমিশন।
আরও পড়ুন- অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু! অবতরণের সময় বিরাট বিপত্তি
তৃণমূল কংগ্রেস সরকারের প্রবল আপত্তি সত্ত্বেও বাংলায় শুরুর পথে SIR। রাজ্য সরকার ইতিমধ্যেই এই প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে, যদিও কমিশন জানিয়েছে, এটি সম্পূর্ণ সাংবিধানিক এবং ভোটার তালিকার স্বচ্ছতা রক্ষার জন্য অপরিহার্য পদক্ষেপ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us