WBJEE Result 2025: WBJEE 2025-এর ফলাফল, কীভাবে ডাউনলোড করবেন স্কোরকার্ড? রইল ডাইরেক্ট লিঙ্ক

WBJEE Result 2025: How to Check: শীঘ্রই প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ২০২৫ (WBJEE) ফলাফল। পরীক্ষার্থীরা তাদের ফলাফল সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট https://wbjeeb.nic.in-এ দেখতে পাবেন।

WBJEE Result 2025: How to Check: শীঘ্রই প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ২০২৫ (WBJEE) ফলাফল। পরীক্ষার্থীরা তাদের ফলাফল সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট https://wbjeeb.nic.in-এ দেখতে পাবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
WBJEE Result 2025 Likely to Release Soon, WBJEE 2025 ফলাফল কবে  WBJEE Result 2025 লিংক  WBJEE স্কোরকার্ড ডাউনলোড  পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা  wbjeeb.nic.in রেজাল্ট  WBJEE অফিসিয়াল রেজাল্ট আপডেট

WBJEE 2025-এর ফলাফল, কীভাবে ডাউনলোড করবেন স্কোরকার্ড? রইল ডাইরেক্ট লিঙ্ক

WBJEE Result 2025 Likely to Release Soon: শীঘ্রই প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ২০২৫ (WBJEE) ফলাফল। পরীক্ষার্থীরা তাদের ফলাফল সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট  https://wbjeeb.nic.in-এ দেখতে পাবেন। অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করে ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে। ফলাফল প্রকাশের আগেই প্রকাশ পেয়েছে উত্তরপত্র এবং রেসপন্স শিট।

Advertisment

 চিন-পাকিস্তানের ঘুম উড়িয়ে দিল ভারতের হাতে Astra MkII! শত্রুকে ১৬০ কিমির দূর থেকে ধ্বংস করবে IAF

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE) ফলাফল ২০২৫ শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে ঘোষণা করা হবে। WBJEE ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট, wbjeeb.nic.in অথবা wbresults.nic.in-এ দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ফলাফল ঘোষণার পর WBJEE কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে। WBJEE 2025 পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কাউন্সেলিং এর জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। 

পহেলগাঁও হামলার নিন্দায় ঝোড়ো বিবৃতি,সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে একজোট কোয়াড

Advertisment

WBJEE 2025 কাউন্সেলিং এর অংশ হিসেবে, প্রার্থীদের রেজিস্ট্রেশন, নথি যাচাই, পছন্দের কলেজ, বিষয় এবং আসন বরাদ্দের মতো ধাপগুলি সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়া চলাকালীন, প্রার্থীদের তাদের র‍্যাঙ্ক এবং আগ্রহের উপর ভিত্তি করে তাদের পছন্দের প্রতিষ্ঠান এবং কোর্স নির্বাচন করতে হবে। 

WBJEE পরীক্ষা ২০২৫

WBJEE 2025 পরীক্ষাটি ২৭ এপ্রিল, ২০২৫ তারিখে দুটি পৃথক শিফটে অনুষ্ঠিত হয়েছিল। সকালের শিফটটি সকাল ১১:০০ টা থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত এবং বিকেলের শিফটটি দুপুর ২:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। 

কতটা জোরে শব্দ হতে পারে মৃত্যুর কারণ? ভয়ঙ্কর এই তথ্য জানেন না ৯৯% মানুষই

ফলাফল দেখার পদ্ধতি (Steps to check WBJEE 2025 Result)

  • প্রথমে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট: wbjeeb.nic.in
  • হোমপেজে WBJEE 2025 ট্যাবে ক্লিক করুন
  • ‘Result’ বা ‘Scorecard Download’ লিংকে ক্লিক করুন
  • আপনার Application Number ও Date of Birth দিয়ে লগইন করুন
  • ফলাফল দেখুন ও ডাউনলোড করে রাখুন
  • পরীক্ষার সময়সূচী (WBJEE 2025 Exam Timings):
  • প্রথম শিফট: সকাল ১১টা থেকে দুপুর ১টা
  • দ্বিতীয় শিফট: দুপুর ২টো থেকে বিকেল ৪টা

উত্তরপত্র ও চ্যালেঞ্জিং প্রসেস

WBJEE বোর্ড ইতিমধ্যেই পরীক্ষার্থীদের রেসপন্স শিট এবং উত্তরপত্র (Answer Keys) প্রকাশ করেছে। পরীক্ষার্থীরা ১১ মে পর্যন্ত উত্তরপত্র নিয়ে আপত্তি জানানোর সুযোগ পেয়েছিলেন।
প্রতি প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য ৫০০টাকা (নন-রিফান্ডেবল) ফি ধার্য করা হয়েছিল। 

রেজাল্ট প্রকাশ সংক্রান্ত আপডেট

পরীক্ষার আয়োজন করেছিল WBJEE বোর্ড, ২৭ এপ্রিল ২০২৫ তারিখে।

রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই Cut-off Marks, Merit Rank, এবং BTech Admission সংক্রান্ত তথ্যও প্রকাশিত হবে।

এলোপাথাড়ি দুর্ঘটনা, ভয়াবহ মৃত্যু...রাতের অন্ধকারের হাহাকার

WBJEE