West Bengal Weather Update: পূর্বাভাস মতোই বদলে গেল আবহাওয়া। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। ঘূর্ণিঝড় 'ফেনজল' (Fengal) শনিবার দুপুরে আছড়ে পড়তে পারে তামিলনাড়ুর উপকূলে। তারই পরোক্ষ প্রভাবে রাজ্যের আবহাওয়ায় এই বদল। বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। জোর ধাক্কা শীতের গতিতে! বাধা কাটিয়ে কবে ঠান্ডার গ্রেট কামব্যাক? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
বৃষ্টির পূর্বাভাস
শীতের শুরুতেই জোর ধাক্কা। ঘূর্ণিঝড়ের (Cyclone) পরোক্ষ প্রভাব পড়েছে বাংলায়। উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ উপকূলের জেলাগুলিতে বৃষ্টি (Rain) হবে। শনি এবং রবিবার পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ দুই ২৪ পরগনা বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের সব জেলাতেই হঠাৎ করে তাপমাত্রা বেড়েছে। আজ শনিবার দক্ষিণবঙ্গের তিনটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনার পাশাপাশি পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কেটে যাওয়ার পর ডিসেম্বর মাসের শুরু থেকেই তাপমাত্রার পতন হতে পারে দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার দাপট দেখা যাবে।
কলকাতার আবহাওয়ার খবর
শহর কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার কলকাতা শহরের দুই একটি জায়গায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়েছে শহর কলকাতাতেও। ডিসেম্বর মাসের শুরুতে কলকাতাতেও পারদ পতনের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- EXCLUSIVE: বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ, আক্রান্ত হিন্দুরা, 'শেষ' দেখতে এবার কোন পথে ISKCON?
আরও পড়ুন- Sandakphu: এবার আর চাইলেই সান্দাকফু যেতে পারবেন না, বদলেছে নিয়ম, ছাড়পত্র কীভাবে? জানুন বিস্তারিত
উত্তরবঙ্গের ওয়েদার আপডেট
মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই মনোরম আবহাওয়া রয়েছে। তবে কুয়াশা অস্বস্তি বাড়াচ্ছে উত্তরবঙ্গের জেলায়-জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদায় সকালের দিকে কুয়াশা দাপট থাকবে। যদিও বেলা বাড়লে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
আরও পড়ুন- Humayun Kabir: দলের শোকজের জবাব দিলেন হুমায়ুন কবীর, কী লিখলেন চিঠিতে?