/indian-express-bangla/media/media_files/2025/08/13/police-2025-08-13-10-30-53.jpg)
protest: সাংবাদিক বৈঠকে পুলিশকর্মীদের পরিবার।
অনুব্রত মণ্ডলের প্রশ্নে কুপোকাত পুলিশ গিন্নিরা। একেবারে নাজেহাল অবস্থা। নবান্ন অভিযানের দিন কলকাতার পুলিশ কমিশনারকে সরাসরি ....বাচ্চা বলে গালি দিয়ে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রতিবাদে পুলিশ সহধর্মিনীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করেন। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তাঁদের অনুব্রত র পুলিশকে অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার প্রসঙ্গ ওঠে। তখন কেটে যায় সাংবাদিক বৈঠকের সুর।
বোলপুর থানার আইসিকে ফোন করে বাড়ির মা, বোন তুলে অকথ্য গালিগালাজের অডিও রেকর্ড ভাইরাল হয়েছিল। সারা বাংলা তাতে তোলপাড় হয়ে যায়। অনুব্রত মন্ডলকে নামকেওয়াস্তে পুলিশ তলবও করে। কিন্তু তদন্তের জন্য তাঁর ফোন পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়নি। কল রেকর্ডিং করার জন্য সংশ্লিষ্ট পুলিশ আধিকারিককে শাস্তির কোপে পড়তে হয়।
তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়। প্রথমে এই গটনায় অনুব্রত ক্ষমা চাইলেও পরে পুরো বিষয়টি এআইয়ের ঘাড়ে চাপানো হয়। প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠকে অনুব্রতর পুলিশকে গালি প্রসঙ্গে পুলিশজায়ারা কোনও জবাব দিতে পারেননি। চরম অস্বস্তিতে পড়েন। কেউ আবার আমতা আমতা করে বলার চেষ্টা করেন তখন সাংবাদিক বৈঠকও নাকি হয়েছিল, প্রতিবাদ হয়েছিল। যদি এই কথার স্বপক্ষে তাঁরা কোনওরকম প্রমান দিতে পারেননি।
সাংবাদিক বৈঠক করতে নানা প্রশ্নের সামনে পড়ে রীতিমতো হইহট্টগোল শুরু হয়ে যায়। এমনকী আরজিকর কান্ডে সিভিক ভলান্টিয়ার যুক্ত থাকা বা আরজি কর হাসপাতালে প্রতিবাদ বিক্ষোভে হামলার পর পুলিশজায়াদের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তারও কোনও সদুত্তর মেলেন তাঁদের কাছ থেক।
আরও পড়ুন-fake Aadhaar:সূত্রের খবরে অতর্কিতে হানা! জাল আধার কার্ড চক্রের বড়সড় দুই পাণ্ডা গ্রেফতার
এদিন মূলত শুভেন্দু অধিকারীর পুলিশ কমিশনারকে গালি দেওয়া, বিজেপি নেতাদের পুলিশকে জুতো দেখানোর প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ মিছিল করেন পুলিশ বাড়ির গিন্নিরা। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকও করেন। তখনই অনুব্রত মন্ডল ও আরজি কর ইস্যু নিয়ে প্রশ্নে জর্জরিত হয়ে পড়েন পুলিশগিন্নিরা। প্রশ্নের জবাব না দিয়ে চিৎকার জুড়ে দেন সাংবাদিক বৈঠকে।