ITC Share Price: নতুন GST Rate কাটবে দাম, ITC-র শেয়ার পেতে পারে বাড়তি গতি!

ITC Share Price: নতুন GST রেট কাটা ফেস্টিভ সিজনে বিক্রি বাড়াবে বলে মনে করছে Jefferies। M&M এবং ITC সবচেয়ে বেশি উপকৃত হবে। কমবে রাজস্ব ঘাটতি। পড়ুন বিস্তারিত।

ITC Share Price: নতুন GST রেট কাটা ফেস্টিভ সিজনে বিক্রি বাড়াবে বলে মনে করছে Jefferies। M&M এবং ITC সবচেয়ে বেশি উপকৃত হবে। কমবে রাজস্ব ঘাটতি। পড়ুন বিস্তারিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Bajaj Housing Finance IPO

Share Price: শেয়ারের মূল্য।

ITC Share Price: ভারতে কর কাঠামোয় আবারও বড় পরিবর্তন আনল কেন্দ্র। এবার লক্ষ্য উৎসবের আগে গ্রাহকের পকেট হালকা করা এবং বাজারে চাহিদা বাড়ানো। আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা Jefferies জানিয়েছে, নতুন GST হার অর্থনীতির জন্য যেমন ইতিবাচক, তেমনই শেয়ার বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।

জিএসটি স্ল্যাব

Advertisment

কেন্দ্রীয় সরকার এবার থেকে দুই ধরণের GST স্ল্যাব – 5% ও 18% চালু করেছে। অর্থাৎ যেসব পণ্য আগে 12% বা 28% ট্যাক্সের আওতায় ছিল, সেগুলো সরাসরি কম ট্যাক্সের স্ল্যাবে চলে এসেছে। এর ফলে সাধারণ গ্রাহক সরাসরি কম দামে জিনিস কিনতে পারবেন।

আরও পড়ুন- বানিয়ে ফেলুন কাতলার রাজকীয় পদ, ভাত-পোলাওয়ের সঙ্গে জমে যাবে!

প্রথম দিকে উদ্বেগ দেখা দিয়েছিল – ট্যাক্স কমালে কি সরকারের রাজস্ব কমে যাবে? সরকারি হিসাব বলছে, FY24 খরচের ধারা ধরে রাখলে প্রায় ৪৮,০০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হতে পারে। তবে Jefferies-এর বিশ্লেষণ অনুযায়ী, চাহিদা বাড়ায় FY26-এর মধ্যে এই ঘাটতি অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। তাদের মতে, মোট প্রভাব থাকবে প্রায় ২২,০০০ থেকে ২৪,০০০ কোটি টাকা। FY27 থেকে পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে।

Advertisment

আরও পড়ুন- শেষ 'সতী'! রূপ কানওয়ারকে দাহর আগে পরানো হয়েছিল ১৬ রকম অলংকার?

Jefferies জানাচ্ছে, নতুন GST রেট থেকে সবচেয়ে বেশি লাভ হবে FMCG ও অটো সেক্টরে। স্ট্যাপলস ও FMCG পণ্যে GST হ্রাস ITC-র জন্য ইতিবাচক। সিগারেট ব্যবসা বাদ দিলেও বাকি সেগমেন্টে লাভ হবে। গাড়ির দাম কমলে চাহিদা বাড়বে। ইতিমধ্যেই অটো সেক্টরে শেয়ার বাড়লেও উৎসবের সিজনে আরও গতি পেতে পারে। গত কয়েক মাসে বিশেষ পরিবর্তন না হলেও এবার চাহিদা বাড়তে পারে, ফলে সিমেন্ট কোম্পানির শেয়ারেও গতি আসবে। যাত্রীবাহী ও বাণিজ্যিক গাড়ির বাজারে ইতিবাচক সাড়া আসতে পারে।

আরও পড়ুন- আমেরিকায় গ্রিন কার্ড হোল্ডাররা বেকায়দায়, নাগরিকত্ব নিয়ে শুরু টানাপোড়েন

GST হ্রাসের ফলে দাম কিছুটা কমবে। Jefferies-এর অনুমান, CPI ইনফ্লেশন প্রায় ২৫ বেসিস পয়েন্ট কমতে পারে। এর ফলে RBI-র মুদ্রানীতি বৈঠকে ২৫ bps রেট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। তারা আবারও উল্লেখ করেছে যে, 'এক্সটার্নাল শক' না থাকলে ৫০ bps রেট কাটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

আরও পড়ুন- মানুষের মত এই প্রাণীরাও কথা বলতে পারে, জানেন তারা কারা?

সরকার মনে করছে, ভারতীয় শিল্প এখন এতটাই প্রতিযোগিতামূলক যে তারা ট্যাক্স হ্রাসের সুফল গ্রাহকের কাছে পৌঁছে দেবে। তাই এবার অ্যান্টি-প্রফিটিয়ারিং ক্লজ রাখা হয়নি। সরকারের এই আস্থাকে Jefferies 'ইন্ডাস্ট্রির প্রতি আস্থা বৃদ্ধির প্রতীক' বলে উল্লেখ করেছে। ভারতে উৎসব মানেই শপিং, গাড়ি কেনা, FMCG পণ্যের বিক্রি – সব কিছু বাড়ে। নতুন GST রেট সেই চাহিদাকে আরও ত্বরান্বিত করবে। এর ফলে একদিকে গ্রাহক লাভবান হবেন, অন্যদিকে কোম্পানির বিক্রি বাড়বে। 

আরও পড়ুন- কলকাতা স্টাইলে বানান চিকেন চপ, স্পেশাল রেসিপি তৈরি করুন বাড়িতেই

Jefferies-এর মতে, GST রেট সংস্কার দীর্ঘমেয়াদে অর্থনীতি, গ্রাহক এবং কোম্পানির জন্য সমানভাবে লাভজনক। উৎসবের সময়ে চাহিদা বৃদ্ধির ফলে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে M&M, ITC এবং Cement সেক্টর-এ বিনিয়োগকারীরা বাড়তি রিটার্ন পেতে পারেন।

Share Price ITC