টাটা নামটাই একটা ব্র্যান্ড। শুধু ভারতই না। বিশ্ববাজারেও টাটা একটা বড় ব্র্যান্ড। নানা ক্ষেত্রে টাটাদের ব্যবসা। তা সে ইস্পাতই হোক বা এয়ারলাইন্স। বিশ্বে ভোগ্যপণ্যের বাজারে রমরমা শুরু হতেই টাটারা সেদিকেও ঝুঁকেছে। বর্তমানে তাদের ভোগ্যপণ্য সংস্থা টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের ব্যবসার পরিমাণ পৌঁছে গিয়েছে ১০,৩০০ কোটি মার্কিন ডলারে। কিন্তু, এতেও সন্তুষ্ট থাকতে নারাজ টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড। তারা খাদ্য থেকে পানীয়, সবক্ষেত্রেই ব্যবসা বাড়াতে চায়। এজন্য, বিভিন্ন ভোগ্যপণ্য সংস্থার ব্র্যান্ড টাটারা কিনতে চাইছে। আপাতত পাঁচটি সংস্থার সঙ্গে এনিয়ে টাটাদের আলোচনা চলছে।
টাটাদের এই ভোগ্যপণ্যের সংস্থার সদর কার্যালয় দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বই। সংস্থার প্রধান কার্যনির্বাহী আধিকারিক সুনীল ডি'সুজা জানিয়েছেন, তাঁরা টেটলি চা এবং আট ও'ক্লক কফি বিক্রির ওপর বিশেষভাবে জোর দিতে চান। ডি'সুজা এর আগে পেপসিকো ইনকর্পোরেটেড এবং ইউনিলিভার পিএলসি-র দায়িত্বে ছিলেন। দুই বছর আগে তিনি টাটার দায়িত্ব নেন। সেই অভিজ্ঞতা থেকে ডি’সুজা বলেন, 'আমাদের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ কতটা রয়েছে, তা আমরা নানাভাবে বোঝার চেষ্টা করছি। পাশাপাশি, কোন ধরনের ভোগ্যপণ্যের প্রতি মানুষের আগ্রহ বেশি, তা আমরা জানতে চাই।' ব্যবসা বাড়াতে টাটাদের এই উদ্যোগের প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্সে টাটা কনজিউমার প্রোডাক্টের শেয়ারের দাম ৩.২ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন- Google নিয়ে এসেছে অ্যান্ড্রয়েড ১৩ আপডেট, জানুন কীভাবে করবেন ডাউনলোড!
২০২০ সালে টাটারা তাদের ১৫৩ বছরের পুরনো শিল্পসাম্রাজ্যের চলার ইতিহাস ক্রেতাদের সামনে তুলে ধরেছে। তারপর থেকে ডজনখানেক ক্ষেত্রে ব্যবসা বাড়ানোয় জোর দিয়েছে টাটারা। ইতিমধ্যে বোতলবন্দি পানীয় জল NourishCo Beverages Ltd.-এর মতো কোম্পানিগুলোর অংশীদারিত্ব কিনে টাটারা তাদের ভোগ্যপণ্যের ব্যবসা আরও বাড়িয়েছে। কিনেছে Soulfull-এর মতো ব্র্যান্ডও। তবে, চলার পথটা কিন্তু একেবারে মসৃণ নয়। কারণ, ইতিমধ্যেই আন্তর্জাতিক সংস্থা ইউনিলিভার, ভারতীয় টাইকুন মুকেশ অম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মতো সংস্থাগুলো বাজারে প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে আগামী ছয় মাসে ব্যবসা আরও বাড়াতে চায় টাটারা। এজন্য ৬০টি মুদি এবং গৃহস্থালি ভোগ্যপণ্যের ব্র্যান্ড তারা কিনে নিতে চাইছে। যাতে, দ্রুত ব্যবসা বাড়ানো সম্ভব হয়।
Read full story in English