/indian-express-bangla/media/media_files/2025/06/17/vHsmFpsFgfgXTdHFrizI.jpg)
প্রয়াত অভিনেতা
Entertainment Latest Live News Updates:
শনিবার, মাত্র ৩৩ বছর বয়সে, নিজের জন্মস্থান সিনসিনাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, কেলি দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গ্লিওমা নামক একটি দুরারোগ্য রোগের সঙ্গে লড়াই করছিলেন। কিন্তু, শেষরক্ষা হল না। বরং, সবকিছু ফিকে করে দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। তাঁর এই অকাল প্রয়াণে শোকে আচ্ছন্ন পরিবার এবং বন্ধুরা। অভিনেত্রীর বোন সমাজ মাধ্যমে শোকবার্তা জ্ঞাপনের মাধ্যমে বলছেন...
-
Aug 06, 2025 18:53 IST
National Award for Actor: জাতীয় পুরস্কার হাতছাড়া হতেই অজ্ঞান! অভিনেতার গ্রামজুড়ে শুধুই নিস্তব্ধতা, ভয়ঙ্কর আঘাতে..
জাতীয় পুরস্কার নিয়ে এবার যা বিতর্ক শুরু হয়েছে, নানা আলোচনা সারা দেশ জুড়ে। এমন কিছু সিনেমা বা শিল্পীদের মধ্যে অনেকেই এবারের জাতীয় পুরস্কারে ভাগ বসিয়েছেন, তারা যে এবারে জাতীয় পুরস্কার পেতে পারেন এবং সেইসব ছবির জন্য অনেকে বিশ্বাস করতে পারেন না। দ্যা কেরালা স্টোরি পেয়েছে জাতীয় পুরস্কার। এখানেই শেষ না। আরও অনেকেই আছেন এবারের বিজেতা লিস্টে। জাতীয় পুরস্কার যেমন কিছু তারকার মনে আনন্দ এনে দেয়। ঠিক তেমনই, কেউ কেউ আছেন পুরস্কার না পেয়ে হতাশায় ভুগতে শুরু করে।
-
Aug 06, 2025 17:43 IST
Dhumketu vs War 2: বাংলায় ব্রাত্য বাংলা ছবি? 'ওয়ার-২' এর কোপে কি 'ধুমকেতু'র ওপর বজ্রপাত? চিঠি গেল মুখ্যমন্ত্রীর কাছে..
গ্রাম বাংলার বুকে বাংলা ছবিই হিন্দি ছবির কারণে হল পায় না। এমনকি, খেয়াল করলে দেখা যাবে বহু বাংলা ছবিকেই হিন্দি ছবির চাপে কোণঠাসা হতে হয়। এরকম ঘটনা আগেও হয়েছে। এমনকি, অনেকসময় বাংলা ছবির শো কমিয়ে হিন্দি ছবিকে প্রাধান্য দেওয়া হয়। এবং এবার যাতে সেই সমস্যায় পড়তে না হয়, তাই আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির চেনামুখরা।
-
Aug 06, 2025 16:49 IST
Vivek Agnihotri-The Bengal Files: বহু FIR, 'আমাকে কেউ থামাতে পারবে না', 'দ্যা বেঙ্গল ফাইলস' নিয়ে শাসকদলকে হুঁশিয়ারি বিবেকের
দ্যা কাশ্মীর ফাইলসের পর, এবার আবারও এক নতুন ফাইল নিয়ে আসছেন বিবেক অগ্নিহোত্রী। এবার বাংলার এক অধ্যায়ের ফাইলস নিয়ে আসছেন তিনি। যেকারণে শাসকদলের তরফে তাঁর বিরুদ্ধে নানা এফআইআর করা হয়েছে। কিন্তু, পরিচালক তাঁর সিদ্ধান্তে অনড়। এবং, তিনি চ্যালেঞ্জ নিয়ে ফেলেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, এই ছবিও মানুষ দেখবেন এবং বিচার করবেন।
-
Aug 06, 2025 15:44 IST
Actress Passed Away: দুরারোগ্য ব্যাধি কেড়ে নিল প্রাণ, ৩৩-এ পরপারে অভিনেত্রী
শেষ হল পথচলা! আচমকাই যেন থেমে গেল সবকিছু। অভিনেত্রী যে এভাবে চলে যাবেন, কেউ কল্পনা করতে পারেন না। কিন্তু, এমনই এক বিপদে আকস্মিক চলে গেলেন অভিনেত্রী। বয়স হয়েছিল মাত্র ৩৩। অভিনেত্রী কেলি ম্যাকের প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া। ‘দ্য ওয়াকিং ডেড’, ‘শিকাগো মেড’সহ একাধিক জনপ্রিয় প্রজেক্টে তার দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি দর্শকদের মনে অমলিন ছাপ রেখেছেন।
-
Aug 06, 2025 14:47 IST
Actor Tragic Love Life: বিদ্যুৎ বিভ্রাটে থেমে গেল প্রেমের স্বীকারোক্তি! কু-সংস্কারই কাল হয়ে দাঁড়াল সুপারস্টারের জীবনে?
'চালবাজ'- ছবির নাম আসলেই চোখের সামনে ভেসে ওঠে প্রয়াত কিংবদন্তি শ্রীদেবীর সেই দ্বৈত চরিত্রের অনবদ্য অভিনয়। যেখানে তিনি দুটি চরিত্রে অনায়াসে দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। তবু অনেকেই মনে রেখেছেন তাঁর সঙ্গে রজনীকান্তের অনস্ক্রিন রসায়নকে। ছবিটি মুক্তির সময় নানা আলোচনা হয়েছিল। তখন, একসঙ্গে এক ডজনেরও বেশি সিনেমায় তাঁরা কাজ করে ফেলেছেন। ফলে, তাঁরা হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় এবং কালজয়ী জুটি। তবে এই ঝলমলে সিনেম্যাটিক মুহূর্তগুলোর পেছনে একটি নীরব, অপূর্ণ প্রেমের গল্পও আছে। যেটা আজও অনেকের অজানা।
Actor Tragic Love Life: বিদ্যুৎ বিভ্রাটে থেমে গেল প্রেমের স্বীকারোক্তি!…
-
Aug 06, 2025 13:56 IST
Actress Tragic life: অসুস্থ অভিনেত্রীর উপর মানসিক ও আর্থিক নির্যাতন! বিস্ফোরক অভিযোগ, 'হোটেলে আটকে রাখা হয় আমাকে..'
চীনা অভিনেত্রী ঝাও লুসি, যিনি 'হিডেন লাভ' এবং 'দ্য রোম্যান্স অব টাইগার অ্যান্ড রোজ'-এর মতো হিট সিরিজের জন্য জনপ্রিয়, তাঁর ম্যানেজমেন্ট সংস্থা গ্যালাক্সি কেইউ মিডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। ওয়েইবো-তে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তাঁর অনুমতি ছাড়াই আর্থিক লেনদেন করা হয়েছে এবং অসুস্থ অবস্থায় তাঁকে চিকিৎসার পরিবর্তে একটি হোটেল কক্ষে আটকে রাখা হয়।
Actress Tragic life: অসুস্থ অভিনেত্রীর উপর মানসিক ও আর্থিক নির্যাতন! ব…
-
Aug 06, 2025 13:20 IST
Mrunal Thakur Relationship Gossip: 'নজর লেগে যায়', ধনুশের সঙ্গে সম্পর্ক নিয়ে রহস্য জিইয়ে রাখলেন নায়িকা!
Mrunal Thakur-Bollywood: অভিনেত্রী ম্রুনাল ঠাকুর, বর্তমানে তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'সন অফ সর্দার ২'-এর সাফল্য উদযাপনে ব্যাস্ত। সেই ছবিতে তিনি অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন। সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের পেশাগত লক্ষ্য এবং ব্যক্তিগত বিশ্বাস নিয়ে অকপটে কথা বলেন।
Mrunal Thakur Relationship Gossip: 'নজর লেগে যায়', ধনুশের সঙ্গে সম্প…
-
Aug 06, 2025 12:20 IST
Jeetu Kamal: দিতিপ্রিয়ার সঙ্গে কী এমন কথা বলেন? স্ক্রিনশট ফাঁস করেই জিতুর পাল্টা জবাব, 'ভিকটিম কার্ড খেলাটা...
জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়, দুজনের মধ্যে যে কী নিয়ে আসলে গন্ডগোল চলছে, সেটা ধরতে পারা সম্ভব না। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাবে অভিনেত্রী নাকি জিতুর ওপর বেজায় চটেছেন। এবং তিনি নাকি জিতুর কিছু আচরণ একেবারেই মেনে নিতে পারেননি। সেকারণেই, তাঁকে গতকাল রাতে ভয়ঙ্কর সব মন্তব্য করতে দেখা যায় জিতুর বিরুদ্ধে। অভিনেত্রী জিতুর থেকে অনেকটাই ছোট। এবং, সেকারণেই সহ অভিনেতা যে তাঁকে স্নেহ করেন, শ্রদ্ধা করেন, এমনটাই জানান। কিন্তু গতকাল রাতে যে অভিযোগ করেছিলেন পর্দার রাসমণি, তাতে জিতুর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে প্রশ্ন উঠেছিল।
Jeetu Kamal: দিতিপ্রিয়ার সঙ্গে কী এমন কথা বলেন? স্ক্রিনশট ফাঁস করেই জি…
-
Aug 06, 2025 11:51 IST
Entertainment News: অভিযোগের কেন্দ্রে প্রিয়াঙ্কা! অক্ষয়ের বাড়ি ছেড়ে চলে যান টুইঙ্কল? মুখ খুললেন নির্মাতা
একটি পুরনো সাক্ষাৎকারে (ফ্রাইডে টকিজ)-এ সুনীল দাবি করেছিলেন, প্রিয়াঙ্কা ও অক্ষয়ের সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে পড়ার পর টুইঙ্কল খান্না বাড়ি ছেড়ে গিয়েছিলেন। সুনীল বলেন, "একজন অভিনেতা হিসেবে আপনাকে দায় নিতে হবে। টুইঙ্কল নিজেও একজন অভিনেত্রী, ইন্ডাস্ট্রির অভিজ্ঞ মানুষ, তিনি সব বুঝতেন। আমি প্রিয়াঙ্কাকে দোষ দিচ্ছি না। তিনি যা করছিলেন, নিজের স্বার্থে করছিলেন।"
Entertainment News: অভিযোগের কেন্দ্রে প্রিয়াঙ্কা! অক্ষয়ের বাড়ি ছেড়ে চলে…