Today Top 5 Entertainment News: প্রশাসনকে কটাক্ষ রুদ্রর, মাকে নিয়ে হাসপাতালে শিল্পা! জানুন আজকের বিনোদনের সেরা ৫ খবর..

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মাকে দেখতে ছুটে গেলেন অভিনেত্রী শিল্পা শেট্টি.. ১৪ বছর বয়সে বাবা-মাকে হারানোর বেদনাদায়ক স্মৃতি শেয়ার করলেন অভিনেতা আরশাদ ওয়ারসি, পড়ুন সেরা ৫ খবর।

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে মাকে দেখতে ছুটে গেলেন অভিনেত্রী শিল্পা শেট্টি.. ১৪ বছর বয়সে বাবা-মাকে হারানোর বেদনাদায়ক স্মৃতি শেয়ার করলেন অভিনেতা আরশাদ ওয়ারসি, পড়ুন সেরা ৫ খবর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shilpa Shetty

দেখে নিন আজকের সেরা ৫...

Rudranil Ghosh: 'প্রশাসন হাত গুটিয়ে ভ্যাবলাকান্ত', উৎসব আবহে আক্রমণ দেখেই স্পষ্ট কথা রুদ্রর

Advertisment

Rudranil Ghosh-Jagadhatri Puja: রুদ্রনীল ঘোষ, নিজের সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। তিনি কেন্দ্রীয় শাসকদলের বেশ পরিচিত মুখ। বিশেষ করে রাজ্য সরকারকে নিয়ে নানা ধরণের আলোচনা করতে দেখা যায় তাঁকে, এবারও ব্যতিক্রম না। আজ জগদ্ধাত্রী পুজো। তাঁর আগেই দক্ষিণ ২৪ পরগণার মন্দির বাজারে, যা ঘটে গিয়েছিল, তা দেখেই চমকে উঠেছিলেন রুদ্রনীল। এই ভারতে সব- ধর্মের উৎসব উদযাপিত হয়। সেখানে মায়ের মূর্তি ভাঙার ঘটনা আবারও ভাবিয়েছে তাঁকে।

লিংক - Rudranil Ghosh: 'প্রশাসন হাত গুটিয়ে ভ্যাবলাকান্ত', উৎসব আবহে আক্রমণ দেখেই স্পষ্ট কথা রুদ্রর 

Advertisment

Shah Rukh Khan Top 5 Films Re-release: ৬০-এ পা শাহরুখের, কিং খানের জন্মদিনে কোন টপ ৫ ছবি রি-রিলিজ করছে?

ফিল্ম ফেস্টিভ্যালটি শুরু হবে, ৩১ অক্টোবর থেকে এবং চলবে পুরো দুই সপ্তাহ ধরে। বিশ্বজুড়ে ৩০টিরও বেশি শহর ও ৭৫টিরও বেশি সিনেমা হলে প্রদর্শিত হবে এই ছবিগুলি। ভারত ছাড়াও মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দর্শকরাও উপভোগ করতে পারবেন উৎসবের সিনেমাগুলি। ভারতের প্রদর্শনী PVR-INOX–এর সহযোগিতায় করা হচ্ছে, আর আন্তর্জাতিক স্ক্রিনিংয়ের দেখভাল করছে YRF।

লিংক -  Shah Rukh Khan Top 5 Films Re-release: ৬০-এ পা শাহরুখের, কিং খানের জন্মদিনে কোন টপ ৫ ছবি রি-রিলিজ করছে? 

Arshad Warsi Mother Death: ছেলের কাছে কাতর আর্জি করলেও মেলেনি একফোঁটা জল, মৃত্যুর কোলে ঢলে পড়েন আরশাদের তৃষ্ণার্ত মা

Arshad Warsi: প্রতিটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাবা-মা। তাঁদের হাত ধরেই জীবনের প্রথম পথচলাটা শুরু হয়। ছোট ছোট স্বপ্নপূরণের নেপথ্যে থাকেন বাবা-মা। পরম যত্নে অনেক যন্ত্রণা সহ্য করে লালন-পালন করে সন্তানমকে বুকে আগলে মানুষ করেন। বড় পর্দার সার্কিট ওরফে আরসাদ ওয়ারসি খুব অল্প বয়সেই বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত হন। কারণ মাত্র ১৪ বছর বয়সে অনাথ হয়ে যান আজকের এই জনপ্রিয় বলি অভিনেতা। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি শৈশবে বাবা-মাকে হারানোর কষ্টের কথা জানান আরসাদ। কীভাবে তিনি সকলের মাঝে বাবা-মাকে হারানোর কষ্ট লুকিয়ে হাসিখুশি থাকতেন সেই বিষয়ও খোলামেলা কথা করেন। 

লিংক -  Arshad Warsi Mother Death: ছেলের কাছে কাতর আর্জি করলেও মেলেনি একফোঁটা জল, মৃত্যুর কোলে ঢলে পড়েন আরশাদের তৃষ্ণার্ত মা 

Shilpa Shetty Hospital: কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ-বাতিল বিদেশ যাত্রা, আচমকা হাসপাতালে ছুটলেন শিল্পা

Shilpa Shetty Mother Hospitalized: বৃহস্পতিবার মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে সেলেব পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন বলি ডিভা শিল্পা শেট্টি। তাঁর মা সুনন্দা শেট্টি হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রবেশের মুহূর্তে অভিনেত্রীকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল। সেলেব প্যাপ ভিরাল ভায়ানি তাঁর ইনস্টা হ্যান্ডেলে সেই মুহূর্তটি শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, 'মুম্বইয়ে লীলাবতী হাসপাতালে ছুটে এলেন শিল্পা শেট্টি। যেখানে তাঁর মা ভর্তি আছেন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।' সোশ্যাল মিডিয়ায় এক লহমায় ভাইরাল সেই ভিডিও। যা দেখে অভিনেত্রীর মায়ের সুস্থতা কামনা করেছেন শিল্পার অনুরাগীরা। 

লিংক - Shilpa Shetty Hospital: কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ-বাতিল বিদেশ যাত্রা, আচমকা হাসপাতালে ছুটলেন শিল্পা 

Prosenjit Chatterjee-Pallavi: ভাইফোঁটায় দাদার প্রসঙ্গ শুনেই 'হেঁয়ালি', আদরের ছোট বোনকে জন্মদিনের শুভেচ্ছা প্রসেনজিৎ-এর

৩০ অক্টোবর অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায়ের জন্মদিন। তারকা পরিবারের সন্তান পল্লবী। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, দাদা প্রসেনজিৎ প্রসেনিজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির মেগাস্টার। বৃহস্পতিবার 'লক্ষ্মী' বোন পল্লবীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আদুরে শুভেচ্ছা জানালেন বড় পর্দার ভবানী পাঠক।

লিংক - Prosenjit Chatterjee-Pallavi: ভাইফোঁটায় দাদার প্রসঙ্গ শুনেই 'হেঁয়ালি', আদরের ছোট বোনকে জন্মদিনের শুভেচ্ছা প্রসেনজিৎ-এর 

bollywood Entertainment News Today