/indian-express-bangla/media/media_files/2025/08/16/naru-gopal-2025-08-16-18-30-54.jpeg)
নাড়ু গোপাল...
নতুন মেগা
বাংলা ধারাবাহিকের আনাগোনা তো লেগেই আছে। কখনও স্লট পরিবর্তন হচ্ছে তো কখনও আবার কয়েকমাস সম্প্রচারের পরই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। এইরকম পরিস্থিতিতেও দর্শকের ড্রইংরুমে পৌঁছে যাচ্ছে নতুন মেগা।
তুলসী ধামের নাড়ু গোপাল
জি বাংলার পর্দায় ১৬ অগাস্ট জন্মাষ্টমীর দিন থেকে শুরু হল আরও এক নতুন ধারাবাহিক তুলসীধাম এর নাড়ু গোপাল। আধ্যাত্মিকতা, ভক্তি আর নৈতিক দ্বন্দ্বকে এক সুতোয় বুনে তৈরি হয়েছে এক অনন্য ধারাবাহিক তুলসীধামের নাড়ু গোপাল। প্রতিদিন দুপুর সাড়ে তিনটেয় সম্প্রচারিত হচ্ছে এই মেগা।
আরও পড়ুন নাচের প্র্যাকটিসই বোধয় 'বেদিনি' চরিত্রে সুযোগ পেতে বিরাট ভূমিকা পালন করল: ইন্দ্রাণী
গল্পের প্রেক্ষাপট
পবিত্র তুলসীধাম শহরকে কেন্দ্র করে তৈরি হয়েছে তুলসীধামের নাড়ু গোপাল। কাহিনির কেন্দ্রবিন্দু তুলসী নামের একটি মেয়ে। নিষ্ঠাভক্ত এমন এক মেয়ে যার বিরল ক্ষমতা আছে নাড়ু গোপাল অর্থাৎ শ্রীকৃষ্ণের বাল্যরূপকে দেখা এবং তাঁর সঙ্গে কথা বলার। তুলসী ছাড়া আর কেউই তাঁর উপস্থিতি অনুভব করতে পারে না। নাড়ু গোপালই হয়ে ওঠে তাঁর অদৃশ্য রক্ষক এবং নৈতিক দিশারি।
আরও পড়ুন বাংলার প্রথম মহিলা ব্যাঙ্কারের গল্প! সৌরভ-শুভস্মিতার যুগলবন্দিতে আসছে 'লক্ষ্মী ঝাঁপি', জানুন দিনক্ষণ
তুলসী-নাড়ু গোপালের সম্পর্ক
ব্যক্তিগত সংগ্রাম আর সামাজিক সব বাধা-বিপত্তি থেকে তুলসীর জীবনকে রক্ষা করে নাড়ু গোপাল। তুলসীর বিরোধী ত্রিগুণ সোলাঙ্কি, যে তুলসীর অটল বিশ্বাসকে নষ্ট করতে চায়। কিন্তু প্রতিটি পরীক্ষার মুহূর্তে নাড়ু গোপাল অদৃশ্য থেকেও তাঁর পাশে বিরাজমান। সত্য ও ন্যায়ের পথে সঠিক দিক পরিদর্শকের ভূমিকা পালন করেন।
আরও পড়ুন পুজো-পাঠ একেবারে নিষিদ্ধ, ঠাকুরের নাম নেওয়াও পাপ! শ্বশুরবাড়িতে জীবন ছারখার বাঙালি অভিনেত্রীর
প্রথম পর্বের সম্প্রচার
১৬ অগাস্ট প্রথম পর্বের সম্প্রচার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ছোট্ট নাড়ু গোপালের গল্প দর্শকের মনে দাগ কাটতে পারে কিনা সেটা তো সময় বলবে।