NSDL IPO subscription: দ্বিতীয় দিনেও NSDL IPO-তে জোরালো সাবস্ক্রিপশন, ৩ গুণ বুকিং, GMP ছুঁল ১৭%

NSDL IPO subscription: দ্বিতীয় দিনেও NSDL IPO নিয়ে ব্যাপক আগ্রহ! ৩ গুণেরও বেশি সাবস্ক্রিপশন, GMP পৌঁছল ১৩৫ টাকায়। জেনে নিন কোন সেগমেন্টে সবচেয়ে বেশি চাহিদা এবং লিস্টিং কবে।

NSDL IPO subscription: দ্বিতীয় দিনেও NSDL IPO নিয়ে ব্যাপক আগ্রহ! ৩ গুণেরও বেশি সাবস্ক্রিপশন, GMP পৌঁছল ১৩৫ টাকায়। জেনে নিন কোন সেগমেন্টে সবচেয়ে বেশি চাহিদা এবং লিস্টিং কবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NSDL IPO subscription

NSDL IPO subscription: এনএসডিএল আইপিও।

SDL IPO subscription: ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL)-এর আইপিও নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ তুঙ্গে। দ্বিতীয় দিনেই এই প্রাথমিক শেয়ার বিক্রি ৩ গুণেরও বেশি সাবস্ক্রাইব হয়েছে। শুধুমাত্র প্রথম দিনেই বিডিং শেষ হয়েছিল ১.৭৮ গুণ সাবস্ক্রিপশনে।

Advertisment

৪,০১১ কোটি টাকার আইপিও

এই আইপিও-র পরিমাণ মোট ৪,০১১ কোটি টাকা। তবে এটা পুরোপুরি একটি অফার ফর সেল (OFS)-ভিত্তিক ইস্যু, অর্থাৎ কোম্পানির মালিকানা বিক্রির মাধ্যমে অর্থ তোলা হচ্ছে—নতুন শেয়ার ইস্যু করা হয়নি। NSE, SBI, HDFC Bank, IDBI Bank, Union Bank ও SUUTI এই ইস্যুর শেয়ার বিক্রেতা।

Advertisment

আরও পড়ুন- শেয়ার বাজারে ধস! মাত্র ১৫ মিনিটে বাজার থেকে ৫ লক্ষ কোটি টাকা উধাও, তেল সংস্থার শেয়ারে বড় পতন

সাবস্ক্রিপশনের হার কেমন?

বুধবার সকাল ১১:২০ পর্যন্ত NSE-র তথ্যে দেখা গেছে, মোট ৩.৫১ কোটি শেয়ারের জন্য ৮.৬৪ কোটি শেয়ারের দরপত্র জমা পড়েছে। অর্থাৎ, শেয়ারের তুলনায় সাবস্ক্রিপশন ২.৪৬ গুণ বেশি। এরমধ্যে NII (Non-Institutional Investors) ৪.৩১ গুণ, RII (Retail Investors) ২.৫৮ গুণ, QIB (Qualified Institutional Buyers) সাবস্ক্রিপশন ৮৫% বেশি। এটা স্পষ্ট যে খুচরার পাশাপাশি এই সাবস্ক্রিপশনের জন্য ধনী বিনিয়োগকারীদের দিক থেকেও বিপুল আগ্রহ লক্ষ্য করা গেছে।

আরও পড়ুন- সাপ সম্পর্কে ৮টি অবাক করা তথ্য! যা জানলে চমকে যাবেন আপনিও!

GMP বেড়ে দাঁড়াল ১৩৫ টাকা

ধূসর বাজার বা Grey Market Premium (GMP)-এর দামে চমক লক্ষ্য করা গেছে। বিভিন্ন ট্র্যাকিং ওয়েবসাইট যেমন Investorgain অনুযায়ী, NSDL শেয়ারের GMP এখন ১৩৫ টাকা। যা ইস্যু মূল্যের তুলনায় ১৭% বেশি। সর্বোচ্চ মূল্যবিন্যাস অনুযায়ী যদি শেয়ার ইস্যু হয় ৮০০ টাকায়, তাহলে তালিকাভুক্তির সময় শেয়ারটি ৯৩৫ টাকা পর্যন্ত যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- মাত্র ১৫ মিনিটে বানিয়ে ফেলুন পুদিনার চাটনি, একবার খেলে বারবার চাইবেন!

অ্যাঙ্কর ইনভেস্টমেন্ট ও সময়সীমা

IPO খোলার আগেই এই সংস্থা অ্যাঙ্কর বিনিয়োগকারীদের থেকে ১,২০১ কোটি টাকা তুলেছে। IPO বন্ধ হবে ১ আগস্ট, Allotment হবে ৪ আগস্ট, Listing হবে ৬ আগস্ট (BSE)। প্রতিটি শেয়ারের দাম ৭৬০ - ৮০০ টাকা, লট সাইজে রয়েছে ১৮ শেয়ার, ন্যূনতম বিনিয়োগ হবে ১৪,৪০০ টাকা (৮০০ টাকা দরে)।

আরও পড়ুন- মাত্র ২০ মিনিটে তৈরি করুন সুস্বাদু কুইনোয়া পোলাও, পেট ভরবে, বাড়বে স্বাস্থ্যও

বিনিয়োগের সুযোগ এবং ঝুঁকি

বিশেষজ্ঞরা মনে করছেন NSDL-এর মত বাজারের নেতৃস্থানীয় ডিপোজিটরি প্রতিষ্ঠানে বিনিয়োগ মানে ভারতের পুঁজিবাজারে পরোক্ষভাবে অংশ নেওয়া। তবে যেহেতু পুরো ইস্যু OFS, তাই কোম্পানির ভবিষ্যৎ বৃদ্ধির জন্য তহবিল তোলা হচ্ছে না—এ বিষয়টি বিবেচনায় রাখা দরকার।

আরও পড়ুন- ইউনেস্কোর সর্বাধিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে কোন ১০ দেশে? ভারত আছে কত নম্বরে?

NSDL-এর IPO এখনই বিনিয়োগকারীদের নজরে এক অন্যতম চমক। দ্বিতীয় দিনেই ৩ গুণ সাবস্ক্রিপশন, সঙ্গে ১৭% GMP—সব মিলিয়ে এটা হতে চলেছে জুলাই-আগস্ট মাসের অন্যতম সফল প্রাথমিক ইস্যু। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিনিয়োগকারীদের রেড হেরিং প্রসপেক্টাস ও কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্ট ভালোভাবে খতিয়ে দেখা উচিত।

IPO NSDL subscription