New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/08/6qEUGFwg3fnjImHKyVgy.jpg)
S&P; 500-BSE: মার্কিন স্টক মার্কেট ও ভারতীয় স্টক মার্কেট।
Stock market crash: মাত্র ১৫ মিনিটেই শেয়ার বাজারে বড়সড় ধস! সেনসেক্স পড়ল ৭৮৬ পয়েন্ট, নিফটি নামল ২০০-র বেশি। বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লক্ষ কোটি টাকা!
S&P; 500-BSE: মার্কিন স্টক মার্কেট ও ভারতীয় স্টক মার্কেট।
Stock market crash: শেয়ার বাজারে ধস নামল। মাত্র ১৫ মিনিটে ৫ লক্ষ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা। তার মধ্যে তেলের শেয়ারের দাম সবচেয়ে বেশি পড়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স ৫০০ পয়েন্টেরও বেশি পড়েছে। নিফটি পড়েছে ৫০ থেকে ১৫০ পয়েন্ট।
আরও পড়ুন- 'জেনারেশন জেড'-এর জন্য ফিরছে শক্তিমান, মোবাইল ফোনই ১ম ভিলেন! জানালেন মুকেশ খান্না
বৃহস্পতিবার বাজারের শুরুতেই পতন ঘটে সূচকের। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শুল্ক আরোপের কথা ঘোষণার পরই ভারতীয় শেয়ার বাজারের এমন ক্ষতি হল। বিএসই তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট বাজার মূলধন ৫.৫ লক্ষ কোটি টাকা কমে ৪৫৩.৩ লক্ষ কোটি টাকাতে এসে দাঁড়িয়েছে।
আরও পড়ুন- সাপ সম্পর্কে ৮টি অবাক করা তথ্য! যা জানলে চমকে যাবেন আপনিও!
বৃহস্পতিবার উদ্বোধনী লেনদেনেই সেনসেক্স ৭৮৬.৩৬ পয়েন্ট কমে ৮০,৬৯৫.৫০-এ এসে দাঁড়ায়। নিফটি ২১২.৮ পয়েন্ট কমে এসে দাঁড়ায় ২৪,৬৪২.২৫-এ। পরিসংখ্যান বলছে, বুধবার বিদেশি বিনিয়োগকারীরা ৮৫০.০৪ কোটি টাকা মূল্যের মূলধন বাজার থেকে তুলে নিয়েছে। সূচকের এই পতন তারই প্রত্যক্ষ ফল। তেল এবং গ্যাস সংস্থাগুলোর মধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, বিপিসিএল, মহানগর গ্যাস, ওএনজিসি এবং গুজরাট গ্যাসের দাম ব্যাপক পড়েছে।
আরও পড়ুন- মাত্র ১৫ মিনিটে বানিয়ে ফেলুন পুদিনার চাটনি, একবার খেলে বারবার চাইবেন!
তবে সেনসেক্সে নথিভুক্ত সংস্থাগুলোর মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, ভারতী এয়ারটেল, টাইটান এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সূচক সবচেয়ে বেশি পড়েছে। তারই মধ্যে হিন্দুস্তান ইউনিলিভার, ইটারনাল এবং পাওয়ারগ্রিডের শেয়ারের দাম বেড়েছে।
আরও পড়ুন- ইউনেস্কোর সর্বাধিক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে কোন ১০ দেশে? ভারত আছে কত নম্বরে?
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এশিয়ার শেয়ার বাজারে দক্ষিণ কোরিয়ার কোস্পি, সাংহাইয়ের এসএসই কম্পোজিট সূচক এবং হংকংয়ের হ্যাং সেং-ও পড়েছে। তারই মধ্যে সুখের খবর যে জাপানের নিক্কেই ২২৫ পয়েন্ট বেড়েছে।
আরও পড়ুন- মাত্র ২০ মিনিটে তৈরি করুন সুস্বাদু কুইনোয়া পোলাও, পেট ভরবে, বাড়বে স্বাস্থ্যও
আরও একটা খুশির খবর হল যে, বৃহস্পতিবার ভারতীয় মুদ্রা টাকার দাম মার্কিন ডলারের তুলনায় কিছু পয়সা বেড়েছে। অবশ্য, বেড়েছে বলাটা পুরোপুরি ঠিক হল না। দিনের শুরুতে প্রথমে ১ মার্কিন ডলারের মূল্য ছিল ৮৭.৬৬ টাকা। তার পতন ঘটে হয় ৮৭.৭৪ টাকা। সেটাই ফের কমে হয় ৮৭.৬৬ টাকা।