দেশে করোনা আক্রান্ত বেড়ে হল১,৬৩৭। মৃত ৩৮। এক দিনে সংক্রমণের কোপে ২৪০ জন।দিল্লি সরকারি হাসপাতালের তিন ডাক্তার কোভিড-১৯ পজেটিভ। ডাক্তার দম্পতির শারীরিক পরীক্ষায় কোরনার জীবাণু ধরা পড়েছে। এছাড়াও করোনা আক্রান্ত দিল্লি স্টেট ক্যানসার ইন্সটিটিউটে কর্মরক এক সিনিয়ার রেসিডেন্ট চিকিৎসকও।
বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ৩ জনের। বাকি একজনের নিউমোনিয়া ও আরেক জনের কিডনির সমস্য়ায় মৃত্য়ু হয়েছে বলে বুধবার নবান্নে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, ”আজ বিকেল ৪টে পর্যন্ত রাজ্য়ে ৩ জনের মৃত্য়ু হয়েছে। ৩৭ জনের মধ্য়ে ৩ জন সুস্থ। এখন ৩১ জন পজিটিভ। ওঁদের মধ্য়ে ১৭ জন ৪টি পরিবারের। একজনের মৃত্য়ু হয়েছে নিউমোনিয়ায়, আরেক জনের মৃত্য়ু হয়েছে কিডনির সমস্য়ায়। সরকারি তথ্য়ের উপর চোখ রাখুন”।
ভারতজুড়েও করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। করোনাভাইরাসের আবহে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েতে গিয়ে আক্রান্ত বহু অংশগ্রহণকারী। তবলিঘি জামাতের ধর্মযাজক মৌলনা সাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। জমায়েতকারীদের খোঁজ চলছে প্রশাসন। ইতিমধ্যেই ২৩৬১ জনকে অন্যত্র সরানোর হয়েছে। ৬১১৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
Live Blog
Corona Lockdown Situation in India West Bengal Kolkata Live Updates. করোনা লকডাউনের সব খবরের আপডেটস জানতে চোখ রাখুন এখানে...
করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ এড়াতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি রয়েছে। বন্ধ গণপরিবহণ ও আন্তর্দেশীয়-আন্তর্জাতিক উড়ান পরিষেবা। কার্যত গৃহবন্দি গোটা ভারত। প্রয়োজনীয় কারণ ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বেরোতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
যুক্তিপূর্ণ কারণ ছাড়া লকডাউন অগ্রাহ্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মহামারি আইনে জারি হয়েছে নির্দেশিকা। এক্ষেত্রে দোষী ব্যক্তির ৬ মাসের হাজতবাস বা হাজার টাকা জরিমানা গুণতে হবে। কলকাতা পুলিশও জারি করেছে কড়া বার্তা।
দিল্লি আইআইটি সূত্রে খবর, আরও পিছিয়ে যেতে পারে জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড)। কারণ, এখনও ‘মেইন’ পরীক্ষা কবে হবে তার দিন পাকাপাাকি ভাবে নির্ধারিত হয়নি। তাই, মনে করা হচ্ছে ‘মেইন’ পরীক্ষা পিছিয়ে গেলে যথারীতি পিছতে হবে জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষার দিন।
জয়েন্ট এন্ট্রান্স (অ্যাডভান্সড) পরীক্ষার জন্য ১৭ মে নির্ধারিত করা হয়েছিল। এদিকে করোনা ভাইরাসের জেরে স্থগিত করা হয়েছে জয়েন্ট এন্ট্রান্স মেইন। কবে পরীক্ষা হবে তার তারিখ এখনও জানা যায়নি। বিস্তারিত পড়ুন
করোনার থাবায় একের পর খেলার মেগা ইভেন্ট বাতিল হচ্ছে। এবার বাতিল হয়ে গেল উইম্বলডন ২০২০। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবার বাতিল হল এই মেগা ইভেন্ট। করোনা পরিস্থিতিতে আগামী বছর বসবে উইম্বলডনের আসর। জানা যাচ্ছে, ২০২১ সালের ২৮ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে উইম্বলডন ২০২০। উল্লেখ্য়, করোনার জেরে কার্যত নজিরবিহীনভাবে একবছরের জন্য় পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক্সও। বিস্তারিত পড়ুন
লক ডাউন এর কারণে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) সিদ্ধান্ত নিয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত পড়ুয়াকে পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হবে। নবম ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কুলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের উপর নির্ভর করে পাস করানো হবে।
টুইটারে মানবসম্পদ উন্নয়ন বিভাগের মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেছেন, “কোভিড ১৯-এর কারণে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি সিবিএসই-কে প্রথম-অষ্টম শ্রেণীর সমস্ত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণী / গ্রেডে উত্তীর্ণ করার পরামর্শ দিয়েছি।” বিস্তারিত পড়ুন
বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্য়ু হয়েছে ৩ জনের। বাকি একজনের নিউমোনিয়া ও আরেক জনের কিডনির সমস্য়ায় মৃত্য়ু হয়েছে বলে বুধবার নবান্নে জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান, ”আজ বিকেল ৪টে পর্যন্ত রাজ্য়ে ৩ জনের মৃত্য়ু হয়েছে। ৩৭ জনের মধ্য়ে ৩ জন সুস্থ। এখন ৩১ জন পজিটিভ। ওঁদের মধ্য়ে ১৭ জন ৪টি পরিবারের। একজনের মৃত্য়ু হয়েছে নিউমোনিয়ায়, আরেক জনের মৃত্য়ু হয়েছে কিডনির সমস্য়ায়। সরকারি তথ্য়ের উপর চোখ রাখুন”। বিস্তারিত পড়ুন
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য় মন্ত্রক। দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ১৬৩৭। মৃতের সংখ্য়া ৩৮।
নোভেল করোনাভাইরাস রোধে এইডস-এর প্রতিষেধককে ভারতে আর আগ্রাধিকারের তালিকায় রাখা হচ্ছে না। বদলে, হাইড্রক্সিক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিনের সমাহারকেই করোনারোধী চিকিৎসার প্রতিষেধক বলে সুপারিশ করা হয়েছে। এর আগে, ভারতে করোনা আক্রান্ত অতি সঙ্কটজনক রোগীদের এইচআইভি-র প্রতিষেধক রিটোনাভির-লোপিনাভির সংমিশ্রণ প্রয়োগের কথা বলা হয়েছিল। যা বর্তমানে বাতিল করা হয়েছে। বিস্তারিত পড়ুন
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হোয়াটসঅ্যাপ সহ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে ভুয়ো খবর। তবে এবার এই ভুয়ো খবর ছড়ানো ঠেকাতে নড়ে চড়ে বসেছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, ভুয়ো খবর ছড়ালে হোয়াটসঅ্যাপের গ্রুপ- অ্যাডমিনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই নিয়ম প্রযোজ্য ফেসবুক সহ অন্য়ান্য সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিস্তারিত পড়ুন
দেশে করোনা আক্রান্ত বেড়ে হল১,৬৩৭। মৃত ৩৮। এক দিনে সংক্রমণের কোপে ২৪০ জন। করোনাভাইরাসের আবহে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েতে গিয়ে আক্রান্ত বহু অংশগ্রহণকারী। জমায়েতকারী ২৩৬১ জনকে ইতিমধ্যেই অন্যত্র সরানোর হয়েছে। ৬১১৭ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বিগত এক বছর ধরেই ধুকছে দেশের অর্থনীতি। এই অবস্থায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে করোনা আবহে। টালমাটাল হওয়া অর্থনীতিকে সামাল দিতে দেশের আমজনতার কপালের ভাঁজ বাড়িয়ে স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার বিপুল কমাল কেন্দ্র। সেভিংস অ্যাকাউন্ট ছাড়া সব প্রকল্পেই এপ্রিল-জুন ত্রৈমাসিকে সুদের হার ৭০ থেকে ১৪০ বেসিস পয়েন্ট পর্যন্ত কমল। বিস্তারিত পড়ুন
দিল্লি সরকারি হাসপাতালের তিন ডাক্তার কোভিড-১৯ পজেটিভ। ডাক্তার দম্পতির শারীরিক পরীক্ষায় কোরনার জীবাণু ধরা পড়েছে। জানা গিয়েছে, সর্দার বল্লভভাই প্যাটেল হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ৩২ বছর বয়সী ডাক্তার করোনা আক্রান্ত। তাঁর স্ত্রী সফদরজঙ্গ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগে কর্মরত চিকিৎসক। সেও কোভিড়া-১৯ পডেটিভ। এছাড়াও করোনা আক্রান্ত দিল্লি স্টেট ক্যানসার ইন্সটিটিউটে কর্মরক এক সিনিয়ার রেসিডেন্ট চিকিৎসক।
বেলঘরিয়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্ত প্রৌঢ়ের বুধবার মৃত্যু হয়েছে। ফলে, এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হল ৬ জনের। বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, গত ২৬ মার্চ শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ওই প্রৌঢ় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোয়াপ পরীক্ষায় ধরা পড়ে কোভিড-১৯ পজেটিভ। ক্রমেই তাঁর শারীরিক আবস্থার অবণতি হচ্ছিল। আইসোলেশন ওয়ার্ডে ভেন্টিলেশনে রাখা হয়েছিল রোগীকে। প্রৌঢ়ের অঙ্গ ক্রমশ বিকল হয়ে পড়ছিল। এদিন সকালে করোনা আখ্রান্তের মৃত্যু হয়।
এখনও পর্যন্ত গোটা পৃথিবীতে করোনা আক্রান্তের সংখ্যা ৭,৬৮,৩৬৩ জন। মৃত ৩৬,৯১২ জন। সুস্থ হয়ে উঠেছেন ১,৬০,১৫৭ জন। কোভিড-১৯য়ের জেরে আমেরিকাতেই প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হোয়াইট হাউস। আগামী দু’সপ্তাহ আমেরিকানদের কাছে সবথেকে যন্ত্রণার হতে পারে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার রাজ্যে করোনার প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেল। স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুশারে, সোমবার রাত পর্যন্ত বাংলায় কোভি--১৯ পজেটিভ ছিলেন ২২ জন। মঙ্গলবার দুপুরে পর্যন্ত তা বেড়ে হয় ২৭। এই দিনই সন্ধ্যার পর তা একধাক্কায় অনেকটা বেড়ে যায়। মঙ্গলবার রাতে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩৭। মৃত্যু হয়েছে ৫ জনের। হোম কোয়ান্টাইনে পাঠানো হয়েছে প্রায় দেড় লক্ষ মানুষকে। বিস্তারিত পড়ুন
বছরের তিরিশেক যুবকের দেহে করোনা পজেটিভ রিপোর্ট আসতেই তোলপাড় জেলাজুড়ে। আক্রান্ত যুবককে মঙ্গলবার দুপুরে পাঠানো হল বেলেঘাটা আইডিতে। যুবকের বাবাকে মেদিনীপুর মেডিকেলে আইসোলেশনে রাখা হয়েছে। আর পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার নিজামপুর গ্রামের সমস্ত অধিবাসীই এখন হোম কোয়ারেন্টাইনে। বিস্তারিত পড়ুন
একা করোনায় রক্ষা নেই এরওপর আবার গরম কাল। ফলে রাজ্য জুড়ে রক্তের সংকটের আশঙ্কা। এমতাবস্থায় বাংলায় রক্তের যোগান স্বাভাবিক রাখতে সোমবারই বিশেষ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ব্লাডব্যাঙ্কগুলিতে যাতে রক্ত সংকট না দেখা দেয়, সে জন্য পুলিশদেরই রক্ত দানের নির্দেশ দেন পুলিশমন্ত্রী মমতা। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, বারাসাতের দোলতলা পুলিশ লাইনের মতো কয়েক জায়গায় আয়োজিত হল রক্তদান শিবির। বিস্তারিত পড়ুন
তবলিঘি জামাতের ধর্মযাজক মৌলনা সাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ। ওই সংগঠনের অন্য়ান্য় সদস্য়দের বিরুদ্ধেও মহামারী আইনের ৩নং ধারায় পুলিশ এফআইআর দায়ের করেছে বলে জানা যাচ্ছে। করোনাভাইরাসের আবহে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েতের আয়োজন করা হয়েছিল। এই জমায়েতে অংশ নেওয়া অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।
দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার জানিয়েছেন, গত ৩ দিনে মরকজ তবলিঘি জামাত থেকে ১৫৪৮ জনকে সরানো হয়েছে। যাঁদের মধ্য়ে করোনা সন্দেহে ৪৪১ জনকে পরীক্ষার জন্য় হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বিস্তারিত পড়ুন
করোনা মোকাবিলায় প্রথম থেকেই বিশেষ ভূমিকায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার এই পরিস্থিতিতে নিজের ‘সীমিত ক্ষমতার’ মধ্যে থেকেই আর্থিক সাহায্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার অর্থদান করলেন মমতা। পাশাপাশি, পশ্চিমবঙ্গের স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ডেও ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন মুখ্যমন্ত্রী। এ খবর মঙ্গলবার নিজেই টুইট করে জানিয়েছেন মমতা। বিস্তারিত পড়ুন