Advertisment

Coronavirus Situation Live Updates: রাত পোহালে জনতা কার্ফু

রাত পোহালে দেশে জনতা কার্ফু। বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া।

author-image
IE Bangla Web Desk
New Update
coronavirus

শুনশান দিল্লির রাজপথ

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৫। শুক্রবারই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটা বেড়ে গিয়েছে।  এদিকে, বাংলায় আরও এক করোনা আক্রান্তের হদিশ মিলল। সল্টলেক আমরি হাসপাতালে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত এক প্রৌঢ়। এ নিয়ে রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৪। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে।

Advertisment

এদিকে করোনার থাবা বাংলাতেও। রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ মিলল। এই নিয়ে বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন। জানা গিয়েছে রাজ্যের তৃতীয় করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা এক ছাত্রী। দিন কয়েক আগেই স্কটল্যান্ড থেকে তিনি রাজ্যে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবারই তাঁর নমুনা পরীক্ষা হয়। নাইসেড থেকে রাতেই আসে রিপোর্ট। যাতে ধরা পড়ে হাবড়ার বাসিন্দার শরীরে রয়েছে করোনার জীবাণু। এর আগে, টালিগঞ্জ ও বালিগঞ্জের দুই তরণের দেহে করোনার জীবাণু মিলেছে। তারা দু'জনেই লন্ডন ফেরৎ। করোনা ভয়ে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

ভারতে করোনাভাইরাস পরীক্ষার মানদণ্ড সঠিক নয়। কড়া সমালোচনার মুখে পড়ে কোভিড-১৯ পরীক্ষার মানদণ্ড বদল করল কেন্দ্র। এবার থেকে নিউমোনিয়া হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল মোদী সরকার। হাসপাতালগুলোকে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, 'করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এলে কোনও রোগীকেই ফেরানো চলবে না। এক্ষেত্রে রোগীর পরিচয় ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা ইন্টারগ্রেটেড ডিজিজ সারভিলেন্স প্রোগ্রামকে অবিলম্বে জানাতে হবে। একইসঙ্গে নিউমোনিয়া আক্রান্তদেরও করোনা পরীক্ষা বাধ্যতামূলক। এক্ষেত্রেও রোগীর পরিচয় উক্ত দুই সংস্থাকে জানাতে হবে।'

Read full in English

Live Blog

Coronavirus Situation in India-West Bengal Live Updates. করোনাভাইরাস সম্পর্কিত সব খবর জানতে চোখ রাখুন এখানে...














21:33 (IST)21 Mar 20





















বসুন্ধরা-দুষ্ম্য়ন্ত করোনায় আক্রান্ত নন

স্বস্তি পেলেন বসুন্ধরা রাজে ও তাঁর পুত্র দুষ্ম্য়ন্ত সিং। মা ও ছেলের শরীরে করোনাভাইরাস মেলেনি। স্বাস্থ্য় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। উল্লেখ্য়, বলিউড গায়িকা কনিকা কাপুরের শরীরে মিলেছে কোভিড ১৯ ভাইরাস। সম্প্রতি একটি পার্টিতে কনিকার সঙ্গে উপস্থিত ছিলেন তাঁরা। এরপরই স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নেন রাজস্থানের প্রাক্তন মুখ্য়মন্ত্রী ও তাঁর সাংসদ পুত্র।

21:24 (IST)21 Mar 20





















ওড়িশার ৫ জেলায় সপ্তাহব্য়াপী লকডাউন ঘোষণা করা হল

করোনার হানায় বাংলার পড়শি রাজ্য় ওড়িশার ৫ জেলায় সপ্তাহব্য়াপী লকডাউন ঘোষণা করা হল। ৫ জেলার সঙ্গে ৮ শহরে লকডাউন ঘোষণা করলেন ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক। ওড়িশায় দেশের মধ্য়ে প্রথম রাজ্য় যেখানে প্রায় ৪০ শতাংশ এলাকা স্তব্ধ করে দেওয়া হচ্ছে।

লকডাউন প্রসঙ্গে ওড়িশার মুখ্য়মন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন, ''বাস, ট্রেন, বিমান পরিষেবা চালু থাকবে। মুদির দোকান, সবজি বাজার, মাংস, পোলট্রি, ওষুধের দোকান খোলা থাকবে। হাসপাতাল, ব্য়াঙ্ক এটিএম, পুর পরিষেবা, পুলিশ, দমকল, ওড়িশা বিপর্যয় বাহিনী, পেট্রোল পাম্প, জল, বিদ্য়ুত পরিষেবা চালু থাকবে। প্রশাসনিক দফতরও খোলা থাকবে''। বিস্তারিত পড়ুন

19:57 (IST)21 Mar 20





















বাংলায় করোনা আক্রান্ত বেড়ে ৪

রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া। বাংলায় মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৪। সল্টলেকের একটি হাসপাতালে এক প্রৌঢ়ের শরীরে প্রাণঘাতী ভাইরাস মিলেছে বলে জানা যাচ্ছে। ওই ব্য়ক্তি কলকাতার দমদমের বাসিন্দা বলে খবর। নাইসেড ও এসএসকেএমে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে কোভিড ১৯ ভাইরাস মিলেছে। বিস্তারিত পড়ুন

18:12 (IST)21 Mar 20





















করোনা আবহে রেলের বিশেষ বার্তা

ট্রেনে সফর করলে করোনাভাইরাসের শিকার হতে পারেন। তাই আপাতত ট্রেন সফর এড়িয়ে চলুন। করোনা পরিস্থিতিতে ট্রেনে যাত্রা এড়াতে শনিবার এমন বার্তাই দিল রেলমন্ত্রক। কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছে, ট্রেনের যাত্রীদের মধ্য়ে কেউ কেউ করোনায় আক্রান্ত হয়েছেন। তাই এই পরিস্থিতিতে ট্রেন সফর বিপজ্জনক বলে বর্ণনা করেছে রেল মন্ত্রক। বিস্তারিত পড়ুন- ‘ট্রেন যাত্রা এড়ান, করোনায় রেল সফর বিপজ্জনক’, বার্তা রেলমন্ত্রকের

16:08 (IST)21 Mar 20





















ট্রেন বাতিল হলে পুরো টাকা ফেরত পাবেন যাত্রীরা

করোনা আবহে রেলযাত্রীদের জন্য় খানিকটা স্বস্তির খবর শোনাল ভারতীয় রেল। কোনও ট্রেন বাতিল করা হলে, টিকিটের পুরো টাকা ফেরতের জন্য় ৪৫ দিনের মধ্যে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ট্রেনের যাত্রীরা। শনিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় রেল। উল্লেখ্য, এর আগে ট্রেন বাতিল হলে তিনদিনের মধ্যে পুরো টাকা ফেরতের জন্য় আবেদন করতে পারতেন যাত্রীরা। বিস্তারিত পড়ুন

nnpublive-imagennpublive-imagennpublive-imagennছবি: শশী ঘোষ" id="lbcontentbody">
16:05 (IST)21 Mar 20





















শুনশান নিউ মার্কেট চত্ত্বর

শহরজুড়ে করোনাভীতি। গত কয়েকদিন ধরেই ফাঁকা কলকাতার রাজপথ। সাধারণত শনি ও রবিবার ছুটির দিনে নিউ মার্কেটে ভিড় জমে। কিন্তু, করোনা পরিস্থিতিতে ছুটির দিনেও কার্যত বনধের চেহারা নিউ মার্কেট ও সংলগ্ন এলাকার। হগ মার্কেটের বাইরেও শুনশান। বন্ধ দোকানপাট। দেখা নেই ক্রেতার।

publive-image

publive-image

publive-image

publive-image

ছবি: শশী ঘোষ

15:57 (IST)21 Mar 20





















হ্য়ান্ড স্যানিটাইজার-মাস্কের দাম বেঁধে দিল কেন্দ্র

করোনা আতঙ্কে কাঁপছে দেশ। মারণ ভাইরাস মোকাবিলায় সতর্কতাই একমাত্র পথ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ফলে, গত কয়েক সপ্তাহে ভারতজুড়ে হ্য়ান্ড স্যানিটাইজারের চাহিদা তুঙ্গে। মাঝেমধ্যেই তা মজুত নেই বলে জানা যাচ্ছে। পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা হ্যান্ড স্যানিটাইজারের দাম কয়েকগুণ বাড়িয়ে বিক্রি করছেন। এতে রাশ টানতেই হস্তক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বেঁধে দেওয়া হল হ্য়ান্ড স্যানিটাইজারের দাম। ২০০মিলিলিটার হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

অতি প্রয়োজনীয় পণ্য আইনের আওতায় স্যানিটাইজারের দামের সর্বোচ্চ সীমা বেঁধে দিল কেন্দ্র। পভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান জানিয়েছেন যে, প্রতিটি দু-তিন ভাঁজের মাস্ক ৮ থেকে ১০ টাকা দামেই বিক্রি করতে হবে। বিস্তারিত পড়ুন

14:14 (IST)21 Mar 20





















আজ থেকেই বন্ধ শহরের নাইট ক্লাব, রেস্তোরাঁ

করোনা রোধে শহরের নাইট ক্লাব, রেস্তোরাঁ, পার্লার সবই আজই থেকে বন্ধ থাকবে। নবান্নের তরফে এইঈ মর্মেই নির্দেশিকা জারি করা হয়েছে। শনিবারই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিন। ফলে আতঙ্ক কয়েকগুণ বেড়ে গিয়েছে।

14:01 (IST)21 Mar 20





















করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ সাংসদের

যাদবপুরের তারকা সাংসদ মিমি চক্রবর্তী। প্রথম থেকেই তিনি নিজের সংসদীয় এলাকার কাজে সক্রিয় তিনি। বিপদে-আপদে এলাকার মানুষদের পাশে পাওয়া গিয়েছে তাঁকে। লন্ডন থেকে ফিরে করোনা সতর্কতায় নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছেন মিমি চক্রবর্তী। কিন্তু তাতে লোকসভা কেন্দ্রের কাজে ভাটা পড়েনি।

করোনার প্রার্দুভাব থেকে মানুষকে সচেতন করার কাজ শুরু করেছে তাঁর টিম। এলাকার মানুষকে সতর্ক করা ছাড়াও, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন তিনি। নিজে বাড়িতে বন্দি হলেও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নিচ্ছেন মিমি। বিস্তারিত পড়ুন

13:57 (IST)21 Mar 20





















পিছিয়ে গেল উচ্চ মাধ্যমিক

করোনা আতঙ্কের জের। ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা। ১৫ এপ্রিলের পর বাকি পরীক্ষার সূচি নির্ধারিত হবে। আগামী ২৩, ২৫ ও ২৭ মার্চ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বাকি ছিল। সেই দিনের পরীক্ষাগুলো কবে হবে, তা পরে জানানো হবে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। পূর্বনির্ধানিত সূচি অনুসারে যা ২৭ মার্চ পর্যন্ত চলার কথা ছিল । বিস্তারিত পড়ুন

12:55 (IST)21 Mar 20





















আর্থিক প্যাকেজের দাবি খারিজ কেন্দ্রের

করোনাভাইরাস মোকাবিলায় বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধীদের অভিযোগ তারপর থেকেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী। সমস্যায় বহু মানুষ। ফলে, আর্থিক প্যাকেজের দাবি তোলেন বিরোধী সাংসদরা। তবে, পত্রপাঠ তা খারিজ করে দিয়েছে মোদী সরকার। কেন্দ্রের যুক্তি, সমাজে ব্যাপকহারে এখনও করোনাভাইরাস আঘাত আনতে পারেনি। তাই আর্থিক প্যাকেজের কোনও প্রয়োজন নেই। সরকারপক্ষের তরফে বিরোধীদের কটাক্ষ করে বলা হয়েছে, ‘এইভাবে আতঙ্ক বাড়িয়ে তোলা কখনই ভাল কাজ নয়।’

লোকসভার কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘করোনার জেরে ট্যাক্সি, অটো, কুলি, ক্ষেতের মজুর, গৃহ পরিচারক-পরিচারিকা, গার্ড, রাস্তার খাবার ব্যবসী সহ বহু মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে। এদের সুবিধার্থে ক্ষতিপূরণ দেওয়া হোক।’

জবাবে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, ‘প্রথম দিন থেকে করোনা মোকাবিলায় মোদী সরকার তৎপর। একাধিক পদক্ষেপ করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য নেই বলে আতঙ্ক ছড়ানোর কোনও মানে হয় না। এটা শুধু ভারতের নয়, আন্তর্জাতিক সমস্যা।’ বিস্তারিত পড়ুন

12:08 (IST)21 Mar 20





















বেলেঘাটা আইডি'র আইসোলেশনে বাড়ছে শয্যা সংখ্যা

নবান্নের নির্দেশে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংখ্যা বাড়ানো হচ্ছে। জানা গিয়েছে আরও ১০০ শয্যা প্রস্তুত করা হচ্ছে। এদিন সকালেই বাড়তি শয্যার জন্য স্থান নির্ধারন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিকেলর পর শুরু হবে শয্যা প্রস্তুতের কাজ।

11:47 (IST)21 Mar 20





















জনতা কার্ফুর জের, রবিবার বাতিল একাধিক ট্রেন

করোনা পরিস্থিতিতে রবিবার জনতা কার্ফুর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনতা কার্ফুর জেরে রবিবার একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হল। রবিবার দূরপাল্লার ১৩০০টি ট্রেন ও ২৪০০ প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে, জনতা কার্ফু চলাকালীন কোনও যাত্রী স্টেশনে থাকতে চাইলে তাঁর জন্য থাকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে আইআরসিটিসি। উল্লেখ্য়যরবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফু পালনের কথা বলেছেন মোদী।

অন্যদিকে, করোনা মোকাবিলায় রেল স্টেশনে অনির্দিষ্টকালের জন্য় বন্ধ করে দেওয়া হচ্ছে ফুড প্লাজা, রিফ্রেশমেন্ট রুম, কিচেন। রবিবার থেকে ক্য়াটারিং পরিষেবাও বন্ধ রাখা হচ্ছে। শুধুমাত্র স্ন্য়াকস, চা, কফি পরিবেশন করা হবে বলে জানা যাচ্ছে।

10:50 (IST)21 Mar 20





















নিউমোনিয়া হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক

ভারতে করোনাভাইরাস পরীক্ষার মানদণ্ড সঠিক নয়। কড়া সমালোচনার মুখে পড়ে কোভিড-১৯ পরীক্ষার মানদণ্ড বদল করল কেন্দ্র। এবার থেকে নিউমোনিয়া হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল মোদী সরকার।

হাসপাতালগুলোকে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা পাঠানো হয়েছে তাতে বলা হয়েছে, ‘করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এলে কোনও রোগীকেই ফেরানো চলবে না। এক্ষেত্রে রোগীর পরিচয় ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা ইন্টারগ্রেটেড ডিজিজ সারভিলেন্স পিজিএম-কে অবিলম্বে জানাতে হবে। একইসঙ্গে নিউমোনিয়া আক্রান্তদেরও করোনা পরীক্ষা বাধ্যতামূলক। এক্ষেত্রেও রোগীর পরিচয় উক্ত দুই সংস্থাকে জানাতে হবে।’ বিস্তারিত পড়ুন

10:25 (IST)21 Mar 20





















আইসোলেশন গুজব ওড়ালেন লন্ডন ফেরত অভিষেক

জিতের ছবির ‘বাজি’-র শুটিংয়ে ব্রিটেন গিয়েছিলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। কিন্তু দেশ জুড়ে করোনা হানায় শুটিং শেষ না করেই ফিরে আসতে হয়েছে তাদের। কলকাতা বিমানবন্দরে যাবতীয় পরীক্ষা করার পর ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার কথা জানিয়েছিলেন ছবির প্রযোজক ও অভিনেত্রী জিৎ- মিমি। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে অভিষেক চট্টোপাধ্যায়কে নিয়ে। প্রশ্ন উঠেছে কোনওরকম বিধিনিষেধের তোয়াক্কা না করেই বাড়িতে সবার সঙ্গে সময় কাটাচ্ছেন এবং বাইরেও যাচ্ছেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ”পুরোপুরি বাজে কথা। একেবারে বাড়িতে রয়েছি। শুক্রবার কেবল একঘন্টার জন্য বেরিয়ে হাওড়া স্টেশনে গিয়েছিলাম। ফুটপাতবাসীদের স্যানিটাইজার ও মাস্ক দিয়ে ফিরে এসেছি। তাছাড়া আমি বাড়িতে পরিবারের সঙ্গেই রয়েছি।” বিস্তারিত পড়ুন

10:22 (IST)21 Mar 20





















বাংলার প্রথম করোনা আক্রান্তের ডাক্তার পিতার সদস্য পদ খারিজের প্রস্তাব

পশ্চিমবঙ্গের প্রথম করোনা আক্রান্তের চিকিৎসক পিতার সদস্য পদ খারিজ করার প্রস্তাব উঠল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এ। একইসঙ্গে, মেডিক্যাল কাউন্সিলের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রয়োজনে তাঁর রেজিস্ট্রেশনও বাতিল করা হোক। করোনা আক্রান্ত ছেলের সঙ্গে রবিবার দমদম বিমানবন্দরে দেখা করতে গিয়েছিলেন চিকিৎসক পিতা। এরপর সোম এবং মঙ্গলবার কৃষ্ণনগরে বেশ কিছু রোগী দেখেন তিনি। ডাক্তারবাবুর ছেলের রিপোর্ট পজেটিভ আসার পর বুধবার আতঙ্ক দেখা দেয় কৃষ্ণনগরে। একজন ডাক্তার হয়ে কী করে এমন কাজ করতে পারলেন, উঠেছে প্রশ্ন। বিস্তারিত পড়ুন

10:20 (IST)21 Mar 20





















করোনায় ২ টাকার চাল এবার বিনামূল্যে

করোনা পরিস্থিতিতে বঙ্গবাসীর জন্য বড় সিদ্ধান্ত নিল মমতা সরকার। ২ টাকা করে যাঁরা চাল পেতেন, তাঁদের এবার থেকে বিনামূল্যে দেওয়া হবে। শুক্রবার নবান্নে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জরুরি পরিষেবায় যুক্ত যে সকল কর্মী নিরন্তর কাজ করছেন এই পরিস্থিতিতে, তাঁদের পুজোর পর বিশেষ ছুটি দেওয়া হবে বলে জানালেন মমতা। একইসঙ্গে বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার পরামর্শ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়ুন

10:00 (IST)21 Mar 20





















‘স্বেচ্ছা কোয়ারেন্টাইনে না গেলে জোর করে গৃহবন্দি'

বাংলায় যে দুই করোনা আক্রান্ত তরুণ করোনার আবহে জারি করা কিছু মৌলিক স্বাস্থ্যের নিয়ম উপেক্ষা করেছেন। অভিযোগ এমনটাই। শহরের বেশ কিছু জায়গায় ‘হোম কোয়ারেন্টাইন’-এর নির্দেশ অমান্য করে ঘুরে বেড়িয়েছেন দুই আক্রান্ত। যার ফলে এই দুজন যে ঠিক কতজনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছেন, তা জানার উপায় আপাতত নেই।

এর জেরেই আজ নবান্ন থেকে জারি হয়েছে কড়া বার্তা – বিদেশ থেকে আগত কোনও শহরবাসী যদি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে না যান, তবে তাঁকে জোর করেই গৃহবন্দী করে রাখা হবে। এই মর্মে সতর্কবার্তা নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছে কলকাতা পুলিশ। বিস্তারিত পড়ুন

09:56 (IST)21 Mar 20





















বাংলায় তৃতীয় করোনা আক্রান্তের হদিশ

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল তিন। জানা গিয়েছে রাজ্যের তৃতীয় করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা এক ছাত্রী। দিন কয়েক আগেই স্কটল্যান্ড থেকে তিনি রাজ্যে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। শুক্রবারই তাঁর নমুনা পরীক্ষা হয়। নাইসেড থেকে রাতেই আসে রিপোর্ট। যাতে ধরা পড়ে হাবড়ার বাসিন্দার শরীরে রয়েছে করোনার জীবাণু।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে যে, করোনার উপসর্গ থাকায় স্থানীয় হাসপাতাল থেকে ওই ছাত্রীকে বেলেঘাটা আইডি-তে রেফার করা হয়েছিল। শুক্রবার দুপুরে ওই রোগী আইডি-তে ভর্তি হন। রাতেই তাঁর শরীরে কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। বিস্তারিত পড়ুন

করোনা সতর্কতা হিসাবে রবিবারই জনতা কার্ফু পালনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। জনতা কার্ফুর জেরে রবিবার একাধিক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হল। রবিবার দূরপাল্লার ১৩০০টি ট্রেন ও ২৪০০ প্য়াসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। অন্য়দিকে, জনতা কার্ফু চলাকালীন কোনও যাত্রী স্টেশনে থাকতে চাইলে তাঁর জন্য় থাকার ব্য়বস্থা করা হবে বলে জানিয়েছে আইআরসিটিসি। উল্লেখ্য়, রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কার্ফু পালনের কথা বলেছেন মোদী।

আগেই বিমান ওঠা-নামার ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে সব স্পোটিং ইভেন্ট। ভিড় বা জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। মারণ ভাইরাস মোকাবিলায় আগামী ২ সপ্তাহ খুবই সতর্কতা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

India West Bengal coronavirus
Advertisment