Advertisment

Coronavirus highlights: করোনা মোকাবিলায় রাজ্যে জারি পূর্ব নিষেধাজ্ঞা

একই দিনে একই পরিবারের পাঁচ আক্রান্তের খবরে এবার ভীত গোটা বাংলা। এই আবহে রাজ্যে জারি রইল পুরোনো নির্দেশিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজ্যে জারি লকডাউন! ঘরবন্দী রাজ্যবাসী। কিন্তু আটকানো গেল না করোনার গ্রাস। একই দিনে একই পরিবারের পাঁচ আক্রান্তের খবরে এবার ভীত গোটা বাংলা। এই আবহে রাজ্যে জারি রইল পুরোনো নির্দেশিকা। নিত্যপ্রয়োজনীয় জিনিষ এবং ওষুধপত্রের ক্ষেত্রে নিয়ম শিথিল জারি রাখল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গে আরও পাঁচজন করোনা আক্রান্ত হলেন শুক্রবার। একদিনে এটিই সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা এ রাজ্যে। এদিন আক্রান্ত হওয়া পাঁচজনের মধ্যে একজন এগারো বছরের বালক, বাকি চারজনই মহিলা। এদের মধ্যে একটি ন'মাসের শিশুকন্যার দেহেও মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ।

Advertisment

এদিকে ভারতের পাশাপাশি লকডাউনে শামিল ব্রিটেনও। শুক্রবারই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সে দেশের ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী।এদিকে নভেল করোনা ভাইরাসের আক্রমণের আবহে আন্তর্দেশীয় উড়ানের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল করেছে ভারত। এর আগে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এই মুহুর্তে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২৪। এদের মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে উঠেছেন। কোভিড-১৯ সংক্রমণে দেশে প্রাণহানির ঘটনা ঘটেই চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুসারে, মৃতের সংখ্যা ১৭। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। তবে, ভারত এখনও সংক্রমণের দ্বিতীয় ধাপেই রয়েছে।

Read the full story in English

Live Blog

coronavirus lockdown situation in India, West Bengal, Kolkata Live Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...














22:37 (IST)27 Mar 20





















করোনার জেরে পিছিয়ে গেল নিট, জয়েন্ট

“ন্যাশেনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ২০২০” পরীক্ষা স্থগিত। পরীক্ষার দিন ছিল ৩ মে। নির্দিষ্টভাবে কোন তারিখ ঘোষণা এই মুহূর্তে না করলেও মানবসম্পদ উন্নয়ন বিভাগের তরফে জানানো হয়েছে, মে মাসের শেষ সপ্তাহে নিট পরীক্ষা হবে। একইসঙ্গে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শেষ সপ্তাহে। যা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হওয়ার কথা ছিল। বিস্তারিত পড়ুন

22:27 (IST)27 Mar 20





















এক নজরে করোনা আক্রান্ত বাংলার খবর

রাজ্যে এক ধাক্কায় বাড়ল আক্রান্তের সংখ্যা। এবার করোনার সংক্রমণ মিলল ৯ মাসের শিশু-সহ মোট ৫ জনের শরীরে। জানা যাচ্ছে, সম্প্রতি বিদেশ ফেরৎ একজনের সংস্পর্শে আসে ওই ৫ জন। আক্রান্ত ৫ জন একই পরিবারের সদস্য। আক্রান্তদের মধ্যে ৯ মাসের শিশু কন্যা-সহ একজন ৬ বছরের শিশু ও ১১ বছরের কিশোরও রয়েছে। নদিয়ার তেহট্টের বাসিন্দা এই পরিবার। গত ১৬ মার্চ দিল্লিতে একটি নিমন্ত্রণে যায় ওই পরিবার। ইংল্যান্ড ফেরত এক আত্মীয়ও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। বিস্তারিত পড়ুন- লকডাউন বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫, চিকিৎসার জন্য শহরে আসছে আরও ২০

" id="lbcontentbody">
22:09 (IST)27 Mar 20





















খোলা হল চাইল্ড হেল্পলাইন নম্বর

publive-image

21:08 (IST)27 Mar 20





















বাংলায় লাফিয়ে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা

পশ্চিমবঙ্গে আরও পাঁচজন করোনা আক্রান্ত হলেন শুক্রবার। একদিনে একটিই সর্বোচ্চ করোনা আক্রান্তের সংখ্যা এ রাজ্যে। এদিন আক্রান্ত হওয়া পাঁচজনের মধ্যে একজন এগারো বছরের বালক, বাকি চারজনই মহিলা। এদের মধ্যে একটি ন'মাসের শিশুকন্যার দেহেও মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ।

19:36 (IST)27 Mar 20





















ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর দেহে করোনার থাবা

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক নিজেই টুইটে করোনা আক্রান্তের খবর দেন।

nছবি- অরিন্দম বোস" id="lbcontentbody">
19:09 (IST)27 Mar 20





















করোনা সঙ্কট কাটিয়ে উঠতে সাহায্যের হাত বাড়াল হাওড়া

লকডাউনের দিন যতই অতিক্রান্ত হচ্ছে, ততই প্রকট হচ্ছে দিন আনা দিন খাওয়া মানুষের কষ্ট। শিল্প আর রেলের শহর হাওড়ায় এরকম মানুষের সংখ্যা অনেক। লকডাউন পর্বে এই মানুষদের পাশে দাঁড়াতে এলাকার বিভিন্ন ক্লাব, সমবায়কে যতটা সম্ভব আর্থিক সাহায্যের জন্য আবেদন জানালেন হাওড়ার বিধায়ক তথা রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। করোনা সঙ্কট কাটিয়ে উঠতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইমারজেন্সি রিলিফ ফান্ড বা জরুরী ত্রাণ তহবিল গড়েছেন। সেখানে টাকা জমা দেওয়ার অ্যাকাউন্ট নম্বর এবং প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। সরাসরি ওই অ্যাকাউন্টে আর্থিক সাহায্য করতে ক্লাব এবং সমবায় সংস্থা ও সমবায় ব্যাঙ্কগুলিকে আহ্বান জানিয়েছেন অরূপবাবু। তিনি বলেন, ইতিমধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে বেশ কিছু সংস্থা ওই অ্যাকাউন্টে টাকা জমা করেছে। এদিন অরূপবাবু নিজেও তাঁর এবং তাঁর স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট থেকে ওই ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দিয়েছেন বলে জানা গিয়েছে। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এদিন তাঁর বিধানসভা এলাকায় এরকম কিছু মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বণ্টন করেন।

publive-image

ছবি- অরিন্দম বোস

19:05 (IST)27 Mar 20





















স্বেচ্ছায় আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন টুইটারে। একটি ভিডিও বার্তায় ৫৫ বছর বয়সী জনসন বলেছেন, তিনি আপাতত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে স্বেচ্ছা আইসোলেশনে থাকবেন, তবে করোনা মোকাবিলায় সরকারের বিভিন্ন কার্যকলাপেরও নেতৃত্ব দেবেন। বিস্তারিত পড়ুন: করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী, অজ্ঞাতবাসে সঙ্গিনী

18:23 (IST)27 Mar 20





















বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

করোনা থাবা থেকে বাংলাকে বাঁচাতে প্রথম দিন থেকেই সপারিষদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা চোখে পড়ছে। করোনা ভাইরাসে এ রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০। এই পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষাকেন্দ্র শুরু করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে লকডাউনের কারণে বন্ধ রেল, বাস এবং উড়ানের মতো পরিষেবা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের মানুষ করোনায় আক্রান্ত হলে যেন স্বাস্থ্য পরিষেবা পায়, সেই দিকটি নিশ্চিত করতেই বৃহস্পতিবার নবান্ন থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সবিস্তারে পড়ুন- উত্তরবঙ্গে করোনা পরীক্ষাকেন্দ্র চালু, ঘোষণা মমতার

nছবি- অনির্বাণ কর্মকার" id="lbcontentbody">
17:49 (IST)27 Mar 20





















আটকে পড়া শ্রমিকদের ফেরানোর উদ্যোগ

দুর্গাপুরের আটকে পড়া মুর্শিদাবাদের প্রায় ১২০ জন শ্রমিককে ফেরৎ পাঠানো হল। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে দক্ষিনবঙ্গ পরিবহনের দুটি বাসের ব্যাবস্থা হয় । বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী উদ্যোগ নিয়ে সমস্ত শ্রমিকদের এক জায়গায় করেন । দক্ষিনবঙ্গ পরিবহনের গ্যারেজ ও স্টেশন থেকে প্রায় ১২০ জন শ্রমিককে এদিন মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে পাঠানো হয় । রাজ্য সরকারের এই উদ্যোগে খুশী আটকে পড়া শ্রমিকরাও । 

publive-image

ছবি- অনির্বাণ কর্মকার

17:12 (IST)27 Mar 20





















করোনায় আক্রান্ত হওয়ার কথা জানালেন প্রধানমন্ত্রী নিজেই

করোনা আক্রমণের খবর নিজেই টুইটে জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

16:41 (IST)27 Mar 20





















উড়ানের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল মোদী সরকার

আন্তর্দেশীয় উড়ানের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল করা হল। এর আগে ৩১ মার্চ পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। করোনা পরিস্থিতিতে সেই নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার।

16:24 (IST)27 Mar 20





















বিভিন্ন রাজ্যে আটকে বাংলার শ্রমিক-পর্যটকদের ভরসা মমতাই

বেড়াতে গিয়ে আটকে পড়ে বিপাকে পড়েছেন রাজ্যের বহু পর্যটক। টাকা শেষ হয়ে যাওয়ায় তাঁদের খাবারও জুটছে না। শোচনীয় অবস্থা বাংলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদেরও। প্রায় না খেয়েই দিন কাটছে তাঁদের। বাড়ি ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর মুখ চেয়ে এঁরা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আটকে পড়া বাঙালীদের সাহায্য় করার জন্য আবেদন করেছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভিন রাজ্যে আটকে পড়া বাঙালীদের জন্য টোল ফ্রি নাম্বার চালু করার দাবি জানিয়েছেন।  বিস্তারিত পড়ুন

16:06 (IST)27 Mar 20





















লকডাউনে অত্যাচারী পুলিশ কর্মীদের ক্লোজ করা হয়েছে: মুখ্যমন্ত্রী

করোনায় বাংলার পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনে পুলিশের বিরুদ্ধে শাসনের নামে অত্য়াচারের অভিযোগ উঠেছিল। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অভিযুক্ত ৭-৮ জন পুলিশ কর্মীদের ক্লোজ করা হয়েছে। এছাড়া ৩১ মার্চে ফের করোনা পর্যালোচনা বৈঠক হবে। রাজ্যের আরোপিত লকডাউন জারি থাকবে কিনা সেদিনই দেকা হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ মেডিক্যালেও করোনা পরীক্ষা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

15:24 (IST)27 Mar 20





















করোনায় নেই কোনও গোষ্ঠী সংক্রমণ: কেন্দ্র

মারণ ভাইরাস করোনার সংক্রমণে শুক্রবার অবধি ভারতে আক্রান্ত বেড়ে ৭২৪, মৃত ১৭। যদিও এহেন পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়, প্রাথমিকভাবে কয়েকটি করোনার ঘটনায় সংক্রমণ ধরতে পারা না গেলেও, এটা ঠিক যে বর্তমানে এই ভাইরাসের কোনও কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণ নেই। তবে কোভিড-১৯ সংক্রমণে দেশে প্রাণহানির ঘটনা ঘটলেও ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৬৬ জন। স্বাস্থ্যমন্ত্রকের মতে করোনার জেরে সংক্রমণের রেট কমে আসা শুরু হয়েছে। বিস্তারিত পড়ুন

14:59 (IST)27 Mar 20





















ঘাটালকে ১ কোটি অর্থ সাহায্য দেবের

মারণ ভাইরাস সংক্রমণের গতি বৃদ্ধি অব্যাহত। করোনাভাইরাসে বাংলায় আক্রান্ত আরও বাংলায় একজন। এই নিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০। রাজ্যে মৃত্যু হয়েছে এক জনের। এদিকে করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। গৃহবন্দি গোটা দেশ। এই পরিস্তিতিতে বাজারে খাদ্য-সামগ্রীর দর হুহু করে উর্ধ্বমুখী। জরুরি পরিষেবা অব্যাহত রাখতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

এমতবস্থায় ঘাটালবাসী পাশে পেলেন তাদের সাংসদ দেবকে। করোনা মোকাবিলায় ঘাটালের প্রয়োজনীয় সামগ্রী থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড খোলার সমস্ত বন্দোবস্ত করছেন। স্বাস্থ্যকর্মীদের জন্য স্যানিটাইজার, গ্লাভস -নিত্যপ্রয়োজনীয় সবকিছু যাতে ঠিকমতো সরবরাহ করা হয় সে কারণেই নিজের সাংসদ তহবিল থেকে অর্থসাহায্য করলেন দেব। বিস্তারিত পড়ুন

13:23 (IST)27 Mar 20





















আরবিআইয়ের প্রশংসায় প্রধানমন্ত্রী

করোনা সংকট যুঝতে রেপো রেট কমিয়ে দিল শীর্ষ ব্যাঙ্ক। ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপোরেট করা হয়েছে ৪.৪ শতাংশ। ৯০ বেসিস পয়েন্ট কমিয়ে রিভার্স রেপো রেট করা হয়েছে ৪ শতাংশ। আরবিআইয়ের এই পদক্ষেপের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে জানিয়েছেন, 'ভারতীয় অর্থনীতিকে করোনার প্রভাবমুক্ত করতে আজ আরবিআইয়ের সুবৃহৎ পক্ষেপ করেছে। এর ফলে আর্থিক সচলতা, তহবিলের ব্যয় হ্রাস, মাঝারি ও ব্যবাসায়ীদের সুবিধা হবে।'

12:56 (IST)27 Mar 20





















মুম্বই থেকে কলকাতা আসার ছাড়পত্র বাঙালি তরুণকে

করোনা মোকাবিলায় দেশজুডে় লকডাউন। বাড়ির বাইরে পা রাখলেই শাস্তির খাঁড়া। তার মধ্যেই মুম্বইবাসী কলকাতার তরুণের কাছে বৃহস্পতিবার ভোর হয়ে রইল অভিশপ্ত। ঘুম ভাঙল বাবার মৃত্যুর খবরে। কিন্তু, বিধিনিষেধ পেরিয়ে কয়েক হাজার কিলোমিটার পৌঁছবেন কীভাবে? তাহলে কী বাবাকে শেষবারের জন্য দেখা যাবে না? চোখে জল নিয়েই মুম্বইবাসী অনিন্দ্য রায়ের মাথায় তখন হাজারো চিন্তা। কী করবেন বুঝে উঠতে পারছেন না। শেষ পর্যন্ত সোশাল মিডিয়ায় তাঁর দুঃখের কথা তুলে ধরেন ওই তরুণ। তাতেই উপায় বেরোয়। বাবার নিথর দেহ দেখার জন্য গাড়িতে মুম্বই থেকে ২,৩০০ কিলোমিটার পথ উজিয়ে যাওয়ার ছাড়পত্র মিলেছে। মহারাষ্ট্র পরিবহণ কমিশনার বিশেষ পরিস্থিতিতে লকডাউনের মধ্যেও মুম্বই থেকে কলকাতা যাওয়ার অনুমতি দিয়েছেন বছর ২৮-য়ের অনিন্দ্যকে। বিস্তারিত পড়ুন

12:36 (IST)27 Mar 20





















লকডাউন! টিভি'তে ফিরছে রামায়ণ

রমানন্দ সাগরের রামায়ণ মনে আছে। বহুবার ভারতীয় টেলিভিশনে রামায়ণের বিভিন্ন শো সম্প্রচারিত হয়েছে, কিন্তু পুরনো সেই রামায়ণ-এর কোনও তুলনা নেই। এখন মানুষের মনে স্মৃতি পরিস্কার। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভেদকর টুইট করে জানান, দর্শকের অনুরোধেই শনিবার থেকে দূরদর্শনের পর্দায় ফিরছে রমানন্দ সাগরের ‘রামায়ণ’। বিস্তারিত পড়ুন

11:49 (IST)27 Mar 20





















বিয়েবাড়িতে গিয়েই কী করোনা সংক্রমণ?

এগরায় বিয়েবাড়িতে গিয়েই কী মারণ ভাইরাসে সংক্রমিত কলকাতায় দত্তাবাদের বৃদ্ধ? আপাতত রাজ্যের দশম করোনা আক্রান্তের ঘটনায় উঠে আসছে এই প্রশ্নই। জানা গিয়েছে, এগরাতে এক বিয়ে বাড়ি থেকে ফিরেই জ্বরও শ্বাসকষ্টে আক্রান্ত হন বৃদ্ধ।

৬৬ বছর বয়সী নয়াবাদের বাসিন্দা বৃদ্ধ করোনা আক্রান্ত। মঙ্গলবার ২৩ মার্চ তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর তাঁর লালারস পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ। জানা গিয়েছে, এই ব্যক্তি সম্প্রতি বিদেশ ভ্রমণ করেননি। কোভিড-১৯ আক্রান্তের পরিবারের কেউও বিদেশে বা করোনা আক্রান্ত দেশগুলিতে সাম্প্রতিক সময়ে যাননি বলে খবর। বর্তমানে ওই বৃদ্ধের পরিবারের অন্যান্য সদস্যরা ভর্তি কোয়ারান্টাইনে। তাঁর বাড়ির সামনে মোতায়েন রয়েছে পুলিশ। বিস্তারিত পড়ুন

10:50 (IST)27 Mar 20





















করোনার জের, কমল রেপো-রিভার্স রেপো রেট

নোভেল করোনা ভাইরাসের আক্রমণ থেকে ভারতীয় আর্থনীতিকে বাঁচাতে রেপো ও রিভার্স রেপো রেট কমালো আরবিআই। শুক্রবার রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে হল ৪.৪ শতাংশ। ৯০ বেসিস পয়েন্ট কমেছে রিভার্স রেপো রেট। বর্তমানে রিভার্স রেপো রেট দাঁড়াল ৪ শতাংশে। শুক্রবার এই ঘোষণা করেছেন আরবিআই-এর গভর্নর শশীকান্ত দাস। বিস্তারিত পড়ুন

10:19 (IST)27 Mar 20





















ভারতে বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত বেড়ে ১৭

শুক্রবার সকালে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২৪। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে গিয়েছেন। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজস্থানে মৃতের সংখ্যা বর্তমানে দুই। স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি জারি করে এই তথ্য প্রকাশ করেছে।

গোটা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২৪, ০৫৭ জনের। আক্রান্তের সংখ্য়া পাঁচ লক্ষেরও বেশি। আমেরিকায় করোনা আক্রান্ত ৮৫, ৬৫৩ জন। যা এই মূহুর্তে ইটালি, চিনের থেকেও বেশি।

09:25 (IST)27 Mar 20





















দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতি আপাত স্থিতিশীল: স্বাস্থ্য মন্ত্রক

করোনার সঙ্গে যুদ্ধ চালাচ্ছে দেশ। জারি হয়েছে ২১ দিনের লকডাউন। দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হয়েছে ৬৯৪। তবে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই স্থিতিশীল বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক। যদিও এটা প্রাথমিক পর্যবেক্ষণে এমনটা মনে করা হচ্ছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন

09:21 (IST)27 Mar 20





















কনট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে কীভাবে রোগের প্রকোপ আটকানো সম্ভব?

ভারতে করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। বিভিন্ন রাজ্যের প্রশাসন এবার কনট্যাক্ট ট্রেসিংয়ের পদ্ধতি অবলম্বন করতে শুরু করেছে। এর মাধ্যমে সংক্রমণ শৃঙ্খল ভেঙে দেওয়া সম্ভব।

কনট্যাক্ট ট্রেসিং কী?

এটা নতুন কিছু নয়। ইবোলা সংক্রমণের সময়ে আফ্রিকায় এ পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। এর ফলে কোনও প্রকোপের সময়ে সংক্রমিত মানুষের সংখ্যা নির্ধারণ করা যায়।

২০১৪ সালে, যখন সিয়েরা লিওনের কাম্ব্রিয়া জেলায় প্রথম ইবোলা দেখা দিয়েছিল, তখন এই পদ্ধতি অবলম্বন করা হয় যার মাধ্যমে প্রতিদিন ইবোলা সংক্রমিতদের সংস্রবে আসা মানুদের উপর নজর রাখা হত। সিডিসি-র দেওয়া হিলেবে এর ফলে ওই  জেলায় ১৩ জনের ইবোলা সংক্রমণ ধরা পড়েছিল, এই পদ্ধতি না নেওয়া হলে যা নজরে আসত না। হু বলছে, কনট্যাক্ট ট্রেসিং তিন ধাপে করা সম্ভব। বিস্তারিত পড়ুন

09:16 (IST)27 Mar 20





















আজ মসজিদে জমায়েত বন্ধ

করোনা পরিস্থিতির জেরে বাংলায় মসজিদ বন্ধ করা হচ্ছে। আপাতত মসজিদে না আসার জন্য আর্জি জানানো হয়েছে মুসলিম সংগঠনগুলির তরফে। রাজ্যের সমস্ত মসজিদ বন্ধ করতে ইমামদের নির্দেশ দিয়েছে বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন।

বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ”অতিমারী কোভিড ১৯-এর জেরে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সমস্ত ইমামদের অনুরোধ করা হচ্ছে, জনসাধারণের জন্য় মসজিদ বন্ধ রাখুন। ইমামরা আজান দেবেন ও নমাজ পাঠ করবেন। তবে মসজিদে অন্য কাাউকে ঢুকতে দেবেন না। সকলকে বলুন বাড়িতে নমাজ পাঠ করতে। বর্তমান পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য় এই পদক্ষেপ করা হয়েছে। ৯ এপ্রিল সবেবরাত পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে”। বিস্তারিত পড়ুন

09:12 (IST)27 Mar 20





















রাজ্যে কোভিড-১৯ আক্রান্ত ১০

বাংলায় করোনার থাবা অব্যাহত। মারণ ভাইরাসে আক্রান্ত আরও একজনের হদিশ মিলল রাজ্যে। নয়াবাদের এক বৃদ্ধের শরীরে মিলেছে কোভিড ১৯ ভাইরাস। কলকাতার একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে বলে খবর। বৃদ্ধের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর। কোয়ারিন্টাইনে তাঁর পরিবারের সদস্যরা। এই নিয়ে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১০। বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা  এখনও পর্যন্ত ১। বিস্তারিত পড়ুন

09:09 (IST)27 Mar 20





















'কথা শোন, দোকান খোলা রাখ'

“দোকান খোলা না থাকলে মানুষ খাবে কী? আমি যা বলছি, শোনো। পোস্তা খোলা রাখ। আমি যখন বলছি খোলা রাখ, তখন কথা শোন। পোস্তাবাজার খোলা না রাখলে লোকে কি করে (দরকারি জিনিস) পাবে?” বৃহস্পতিবার বিকালে পোস্তা বাজারে দাঁড়িয়ে ব্যবসায়ীদের উদ্দেশে স্বকীয় ভঙ্গিতে এই নির্দেশ যিনি দিলেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

লকডাউন ঘোষণার পর থেকেই বাজারে খাদ্য-সামগ্রীর দর হুহু করতে বাড়তে থেকেছে। পুলিশের ভয়ে দোকান খোলা রাখতে ভয় পাচ্ছেন অনেক ব্যবসায়ী, জরুরি প্রয়োজনেও রাস্তায় নামছেন না অনেকেই। আর এরপরই বুধবার নবান্ন থেকে জরুরি পরিষেবা অব্যাহত রাখতে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। এরপর বৃহস্পতিবারই নিজে পথে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত পড়ুন

09:07 (IST)27 Mar 20





















আমেরিকায় সর্বাধিক করোনা সংক্রমণ

নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুশারে, ৮১, ৩২১ জন মার্কিন নাগরিক করোনা আক্রান্ত। যা বর্তমানে চিন, ইটালির বা বিশ্বের যেকোনও দেশের তুলনায় সর্বাধিক।

করোনাভাইরাসের সংক্রমণে পৃথিবীতে ২২ হাজারেও বেশি মানুষ মারা গিয়েছেন।

করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ এড়াতে গত মঙ্গলবার থেকে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি রয়েছে। বন্ধ গণপরিবহণ ও আন্তর্দেশীয়-আন্তর্জাতিক উড়ান পরিষেবা। কার্যত গৃহবন্দি গোটা ভারত। প্রয়োজনীয় কারণ ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বেরোতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তিপূর্ণ কারণ ছাড়া লকডাউন অগ্রাহ্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মহামারি আইনে জারি হয়েছে নির্দেশিকা। এক্ষেত্রে দোষী ব্যক্তির ৬ মাসের হাজতবাস বা হাজার টাকা জরিমানা গুণতে হবে। কলকাতা পুলিশও জারি করেছে কড়া বার্তা।

kolkata India West Bengal coronavirus corona
Advertisment