Corona Lockdown Situation Updates: ৫৩ হাজার ছুঁইছুঁই আক্রান্তের সংখ্যা, মৃত্যু বেড়ে ১৭৮৩
সোমবার থেকেই দেশে কার্যকর হয়েছে তৃতীয় দফার লকডাউন। কিন্তু যে হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেখানে ১৭ মে-এর পর কীভাবে পরিস্থিতি সামাল দেবে কেন্দ্র-রাজ্য?
সোমবার থেকেই দেশে কার্যকর হয়েছে তৃতীয় দফার লকডাউন। কিন্তু যে হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেখানে ১৭ মে-এর পর কীভাবে পরিস্থিতি সামাল দেবে কেন্দ্র-রাজ্য?
এখনও দেশে অব্যাহত নভেল করোনাভাইরাসের দাপট। বুধবারই নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫০০ জন। বৃহস্পতিবারই পঞ্চাশ হাজার পেরিয়ে সেই সংখ্যা দাঁড়াল ৫২,৯৫২। সোমবার থেকেই দেশে কার্যকর হয়েছে তৃতীয় দফার লকডাউন। কিন্তু যে হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা সেখানে ১৭ মে-এর পর কীভাবে পরিস্থিতি সামাল দেবে কেন্দ্র-রাজ্য?
Advertisment
আজই পর্যায়ক্রমে দেশে ফেরানো হচ্ছে প্রবাসে আটকে থাকা ভারতীয়দের। এদিকে এই ভয়াবহ কোভিডযুদ্ধে যারা লড়াই করে চলেছেন অবিরাম তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভারতে বা প্রবাসে যারা সমস্যায় রয়েছেন এই কঠিন সময়ে ভারত সর্বশক্তি নিয়ে ও নিঃস্বার্থভাবে তাঁদের পাশে দাঁড়াচ্ছে। ভারতের এই পদক্ষেপ বিশ্বকেও সাহায্য করবে।"
বাংলায় করোনার দাপট ক্রমশ বাড়ছে। করোনায় বাংলায় গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে ভাইরাসে মৃত বেড়ে হল ৭২। রাজ্যে করোনায় নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনায় মোট আক্রান্ত ১ হাজার ৪৫৬। এই মুহূর্তে বাংলায় করোনায় চিকিৎসাধীন ১০৪৭ জন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন
Live Blog
Coronavirus Lockdown Situation In India-West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...
Highlights
21:28 (IST)07 May 20
মাস্ক না পরে বেরোলে ৫০০ টাকা জরিমানা অসমে
করোনা পরিস্থিতিতে জনসমক্ষে মাস্ক না পরলে জরিমানা হিসেবে ৫০০ টাকা ধার্য করা হবে আসামে। শুক্রবার থেকে প্রয়োজনে জরিমানা আদায় করতে পারে অসম পুলিশ। এ প্রসঙ্গে সে রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ''যদি কারও রেডিমেড মাস্ক না থাকে, সেক্ষেত্রে তাঁরা গামছা, রুমাল দিয়ে মুখ ঢাকতে পারেন''।
17:20 (IST)07 May 20
বিজেপি নেতাকে ফের আক্রমণ নুসরতের
করোনা আবহে তৃণমূল সাংসদ-অভনেত্রী নুসরত জাহানের নিশানায় ফের বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়। এদিন মালব্য়কে 'মিস্টার ট্রোল ইন চিফ' বলে টুইটারে কটাক্ষ করেছেন বসিরহাটের সাংসদ।
Mr. Troll in Chief @amitmalviya gets disowned by his own party! So basically all his posts about the #COVID_19 situation in WB were musings of a twisted mind, desperate to rise up the ladder by making wild claims. You’ve been labelled a fringe element by your own party! Pity you! pic.twitter.com/9SrmSTBdvs
করোনায় লকডাউন পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে প্রথম বিমান উড়ল। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে কোচি থেকে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান।সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান টেক অফ করে। অধিকাংশ কেরালাবাসীকে আবু ধাবি থেকে ফেরাতে এই বিমান রওনা দিয়েছে। দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ আবু ধাবিতে পৌঁছোনোর কথা বিমানের। বিস্তারিত পড়ুন, লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে উড়ল প্রথম বিমান
" id="lbcontentbody">
15:54 (IST)07 May 20
হেল্পলাইন নম্বর খুলল প্রশাসন
যে সব ভিনরাজ্যের বাসিন্দারা বাংলায় আটকে আছেন, কিংবা বাংলার যেসকল বাসিন্দারা বাইরে আটকে আছেন, তাঁদের জন্য হেল্পলাইন নম্বর খুলল রাজ্য প্রশাসন। দেওয়া হয়েছে বিস্তারিত তথ্যাবলীও।
" id="lbcontentbody">
13:47 (IST)07 May 20
পৃথিবীর সব দেশের থেকে এগিয়ে গিয়েছে ভারত। ঠিক কী হতে চলেছে
করোনা আবহে জন্মের হার বৃদ্ধি পেতে চলেছে ভারতে। মার্চ থেকে ডিসেম্বর, এই আগামী ন’মাসে সবচেয়ে বেশি সদ্যজাতের সংখ্যা বাড়বে এই দেশে এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘ। তবে করোনা ভাইরাসের যে ভয়াবহতা রয়েছে সেই প্রেক্ষাপটে গর্ভবতী মহিলা এবং সদ্যজাতদের জন্য সর্তকবার্তাও দিয়েছে দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ)। পড়ুন, ভারতেই সবচেয়ে বেশি মানুষ জন্মাবে করোনা আবহে: ইউনিসেফ
পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে গেলে রাজ্যের নির্মাণ ও উৎপাদন শিল্প ব্যহত হবে। রাজ্যের অর্থনীতির ক্ষতি হতে পারে। এই ভিত্তিতে কর্ণাটক সরকার সেরাজ্যে আটক পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পায়ে হেঁটে বেঙ্গালুরু ছেড়ে বেরোতে শুরু করেন দলে দলে শ্রমিক। ব্যাতারায়ানপুরার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণ বাইরগৌড়া সোশ্যাল মিডিয়ায় বুধবার একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা যায়, অন্তত ৩০০ মানুষ বেঙ্গালুরুর হেব্বল ফ্লাইওভার এবং দেবনহাল্লির মধ্যবর্তী রাস্তায় হাঁটছেন। পড়ুন, কর্ণাটকে ট্রেন বাতিল: উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড মুখো হাঁটা দিচ্ছেন মরিয়া শ্রমিকরা
12:03 (IST)07 May 20
লকডাউনে শ্রমিকদের চিন্তা বাড়াল সরকারের সিদ্ধান্ত
লকডাউনের মাঝেই নিজভূমে ফিরে যেতে উদ্যোগী হয়েছে পরিযায়ী শ্রমিকেরা। এই পরিস্থিতিতে যেসব কারখানা এই শ্রমিক সংকটের মুখোমুখি হয়েছে সেখানে আগামী ৩০ জুন অবধি ১২ ঘন্টার শিফটের অনুমতি দিল মহারাষ্ট্র সরকার। যদিও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কারখানার শ্রমিক ইউনিয়নেরা। তাঁদের দাবি এর ফলে আগামীতে বহু শ্রমিক কাজ হারাতে চলেছেন। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, শ্রমিক সংকট! কারখানায় ১২ ঘন্টা শিফটের অনুমোদন সরকারের
" id="lbcontentbody">
11:53 (IST)07 May 20
ভারতে করোনা পরিস্থিতি এক নজরে
11:47 (IST)07 May 20
কোন জায়গা সংক্রমণের আঁতুড়ঘর?
বিশ্বব্যাপী ত্রাসের এখন একটাই নাম করোনাভাইরাস। কীভাবে এই ভাইরাসকে কাবু করা যায়? কীভাবে আটকানো সম্ভব মৃত্যুমিছিল? সেই গবেষণায় এবার উঠে এল নয়া তথ্য। যা চিন্তা বাড়াচ্ছে বিশ্বে। দেখা গেছে ঘেরা জায়গা যেমন কর্মক্ষেত্র কিংবা রেস্তোরাঁগুলি করোনার বিপুল সংক্রমণের ক্ষেত্রে আদর্শস্থান হয়ে উঠেছে। যদিও বিদ্যালয়গুলিকে এই জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে।এখনও পর্যন্ত এ সংক্রান্ত ১৪টি সমীক্ষা প্রকাশ করা হয়েছে ৯টি দেশের পক্ষ থেকে। এবার দেখার বিষয় সেই মোতাবেক আগামীতে ১৭ মে লকডাউন উঠলে কী পরিকল্পনা নেবে ভারত সরকার তাও দেখা হবে। বিস্তারিত পড়ুন, ঘেরা জায়গাই করোনা সংক্রমণের আদর্শ স্থান, চিন্তা বাড়াচ্ছে বিশ্বের সমীক্ষা
" id="lbcontentbody">
11:42 (IST)07 May 20
মৃত্যু মিছিলে শীর্ষে মহারাষ্ট্র
11:41 (IST)07 May 20
করোনার দাপট অব্যাহত দেশে
বুধবার ভারতে করোনাভাইরাসে নিশ্চিত সংক্রমিতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল। এ দিন দেশে মোট ৩৫০০ জন নতুন সংক্রমিতের হদিশ মিলেছে। দেশে মোট সংক্রমিতের মধ্যে শুধু মুম্বইয়েই সংক্রমিতের সংখ্যা ১০ হাজারের বেশি।ভারতে যেখানে প্রথম ১০ হাজার জনের সংক্রমণে সময় লেগেছিল দেড় মাস, সেখানে ৪০ হাজার থেকে ৫০ হাজারে যেতে সময় লেগেছে মাত্র চার দিন। সবিস্তারে পড়ুন, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফের চিঠি দিল কেন্দ্র। করোনা পরিস্থিতিতে রাজ্যের ভূমিকার সমালোচনা করে মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় করোনায় মৃত্যুর হার বেশি বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। নজরদারির অভাবের জেরেই এমনটা হয়েছে বলে চিঠিতে লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব। বিস্তারিত পড়ুন, ‘বাংলার মৃত্যুর হার বেশি…একটা গোষ্ঠী লকডাউন মানছে না’, রাজ্যকে ফের পত্রাঘাত কেন্দ্রের
করোনা পরিস্থিতিতে জনসমক্ষে মাস্ক না পরলে জরিমানা হিসেবে ৫০০ টাকা ধার্য করা হবে আসামে। শুক্রবার থেকে প্রয়োজনে জরিমানা আদায় করতে পারে অসম পুলিশ। এ প্রসঙ্গে সে রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ''যদি কারও রেডিমেড মাস্ক না থাকে, সেক্ষেত্রে তাঁরা গামছা, রুমাল দিয়ে মুখ ঢাকতে পারেন''।
করোনা আবহে তৃণমূল সাংসদ-অভনেত্রী নুসরত জাহানের নিশানায় ফের বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য়। এদিন মালব্য়কে 'মিস্টার ট্রোল ইন চিফ' বলে টুইটারে কটাক্ষ করেছেন বসিরহাটের সাংসদ।
করোনায় লকডাউন পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে প্রথম বিমান উড়ল। সংযুক্ত আরব আমিরশাহী থেকে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে কোচি থেকে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান।সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোচি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার বিমান টেক অফ করে। অধিকাংশ কেরালাবাসীকে আবু ধাবি থেকে ফেরাতে এই বিমান রওনা দিয়েছে। দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ আবু ধাবিতে পৌঁছোনোর কথা বিমানের। বিস্তারিত পড়ুন, লকডাউনে বিদেশে আটকে পড়া ভারতীয়দের ঘরে ফেরাতে উড়ল প্রথম বিমান
যে সব ভিনরাজ্যের বাসিন্দারা বাংলায় আটকে আছেন, কিংবা বাংলার যেসকল বাসিন্দারা বাইরে আটকে আছেন, তাঁদের জন্য হেল্পলাইন নম্বর খুলল রাজ্য প্রশাসন। দেওয়া হয়েছে বিস্তারিত তথ্যাবলীও।
করোনা আবহে জন্মের হার বৃদ্ধি পেতে চলেছে ভারতে। মার্চ থেকে ডিসেম্বর, এই আগামী ন’মাসে সবচেয়ে বেশি সদ্যজাতের সংখ্যা বাড়বে এই দেশে এমনটাই জানিয়েছে রাষ্ট্রসংঘ। তবে করোনা ভাইরাসের যে ভয়াবহতা রয়েছে সেই প্রেক্ষাপটে গর্ভবতী মহিলা এবং সদ্যজাতদের জন্য সর্তকবার্তাও দিয়েছে দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেনস ফান্ড (ইউনিসেফ)। পড়ুন, ভারতেই সবচেয়ে বেশি মানুষ জন্মাবে করোনা আবহে: ইউনিসেফ
পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরে গেলে রাজ্যের নির্মাণ ও উৎপাদন শিল্প ব্যহত হবে। রাজ্যের অর্থনীতির ক্ষতি হতে পারে। এই ভিত্তিতে কর্ণাটক সরকার সেরাজ্যে আটক পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পায়ে হেঁটে বেঙ্গালুরু ছেড়ে বেরোতে শুরু করেন দলে দলে শ্রমিক। ব্যাতারায়ানপুরার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণ বাইরগৌড়া সোশ্যাল মিডিয়ায় বুধবার একটি ভিডিও পোস্ট করেন, যাতে দেখা যায়, অন্তত ৩০০ মানুষ বেঙ্গালুরুর হেব্বল ফ্লাইওভার এবং দেবনহাল্লির মধ্যবর্তী রাস্তায় হাঁটছেন। পড়ুন, কর্ণাটকে ট্রেন বাতিল: উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড মুখো হাঁটা দিচ্ছেন মরিয়া শ্রমিকরা
লকডাউনের মাঝেই নিজভূমে ফিরে যেতে উদ্যোগী হয়েছে পরিযায়ী শ্রমিকেরা। এই পরিস্থিতিতে যেসব কারখানা এই শ্রমিক সংকটের মুখোমুখি হয়েছে সেখানে আগামী ৩০ জুন অবধি ১২ ঘন্টার শিফটের অনুমতি দিল মহারাষ্ট্র সরকার। যদিও সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কারখানার শ্রমিক ইউনিয়নেরা। তাঁদের দাবি এর ফলে আগামীতে বহু শ্রমিক কাজ হারাতে চলেছেন। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, শ্রমিক সংকট! কারখানায় ১২ ঘন্টা শিফটের অনুমোদন সরকারের