Advertisment

Corona Lockdown Situation Updates: করোনায় দেশে মৃত বেড়ে ৭৫, মোদী-ট্রাম্প ফোনে কথা

দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৩ হাজার ৭২। করোনায় এ দেশে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৭৫। করোনা মুক্ত হয়েছেন ২১২ জন।

author-image
IE Bangla Web Desk
New Update
oronavirus, করোনাভাইরাস, করোনা, কোভিড ১৯, গোষ্ঠী সংক্রমণ, coronavirus news, covid 19 latest news, covid 19 india, coronavirus india, করোনাভাইরাস, করোনাভাইরাসের খবর, coronavirus india news,coronavirus in india, coronavirus in india latest news, coronavirus latest news in india, coronavirus cases, coronavirus cases in india, coronavirus india cases state wise, coronavirus cases in india state wise

করোনায় ঘরবন্দি দেশ।

করোনা পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ''মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে খুব ভাল কথা হয়েছে। করোনা মোকাবিলায় দুই দেশ বদ্ধপরিকর''। এদিকে, দেশে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৭৫।

Advertisment

দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৩ হাজার ৭২। করোনায় এ দেশে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৭৫। করোনা মুক্ত হয়েছেন ২১২ জন।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯। নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। করোনা মোকাবিলায় রাজ্যে ৭টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। ৫টি সরকারি ছাড়া ২টি বেসরকারি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে বলে জানান মুখ্যসচিব। রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৩। শিক্ষকদের সময়ের সঙ্গে অভিভাবক ও দূরদর্শন কর্তৃপক্ষ দেওয়া সময়ের সমন্বয়ের অভাবে দূরদর্শনে ভার্চুয়াল ক্লাস স্থগিত করা হয়েছে হলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

Read full in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...



























22:35 (IST)04 Apr 20










































ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া ৩ হাজার পেরোল

দেশে করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৩ হাজার ৭২। করোনায় এ দেশে মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৭৫। করোনা মুক্ত হয়েছেন ২১২ জন।

22:33 (IST)04 Apr 20










































মোদীকে নাম না করে খোঁচা রাহুলের

মোমবাতি জ্বেলে করোনা সমস্য়ার সুরাহার হবে না। করোনা পরিস্থিতিতে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ ভাষাতেই বিঁধলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন মোদীকে কটাক্ষের সুরে রাহুল টুইটারে লিখেছেন, ”হাততালি দিয়ে, টর্চ জ্বেলে সমস্য়ার সমাধান হবে না”। উল্লেখ্য়, করোনা পরিস্থিতিতে রবিবার রাত ৯টায় ৯ মিনিট বিদ্য়ুৎ বন্ধ করে মোমবাতি, টর্চ, মোবাইলের ফ্ল্য়াশলাইট জ্বালানোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে জনতা কার্ফুর দিন ডাক্তার-স্বাস্থ্য়কর্মীদের স্য়ালুট জানাতে হাততালি দিয়ে, ঘণ্টা বাজিয়ে ধন্য়বাদজ্ঞাপনের কথা জানিয়েছিলেন মোদী। বিস্তারিত পড়ুন

22:07 (IST)04 Apr 20










































২১ দিনের লকডাউন শেষে কীভাবে এগোবে ভারত, চলছে পরিকল্পনা

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ২১ দিনের লকডাউনে গিয়েছে দেশ। সামাজিক দূরত্ব মানার পাশাপাশি বন্ধ হয়েছে দোকান, বাজার। সেই লকডাউনের অর্ধেক সময়ে এসে পৌঁছেছি আমরা। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার লকডাউন পরবর্তী পরিকল্পনা করার জন্য রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রীকে অনুরোধও জানিয়েছেন নরেন্দ্র মোদী। কীভাবে পিছিয়ে পড়া দেশ, ঝিমিয়ে পড়া অর্থনীতিকে পর্যায়ক্রমে পুনরুদ্ধার করা যায় তা নিয়ে ইতিমধ্যেই একটি বিকল্প তালিকা চেয়ে পাঠানো হয়েছে রাজ্যগুলির কাছে। বিস্তারিত পড়ুন

21:27 (IST)04 Apr 20










































লকডাউনে মদ অমিল, শেভিং লোশন খেয়ে মৃত্য়ু

করোনায় মদের দোকানে তালা পড়েছে। অগত্য়া মদের বিকল্প হিসেবে কিনা শেভিং লোশন! সফট ড্রিঙ্কের সঙ্গে মদের বিকল্প হিসেবে শেভিং লোশন পান করে তামিলনাড়ুতে মৃত্য়ু হল ২ জনের। তামিলনাড়ুর পাদুক্কোত্তাই জেলার কাছে কোত্তাইপাত্তিনাম শহরের ঘটনায় শোরগোল পড়েছে। উল্লেখ্য়, করোনাভাইরাসের জেরে লকডাউনে সে রাজ্য়ে বন্ধ রয়েছে মদ বিক্রি। বিস্তারিত পড়ুন

20:52 (IST)04 Apr 20










































তবলিঘি জামাত যোগে ভারতে প্রায় ২২ হাজার ব্য়ক্তি কোয়ারেন্টাইনে: স্বরাষ্ট্রমন্ত্রক

নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় অনুষ্ঠানের পর থেকেই ভারতে করোনা আক্রান্তের সংখ্য়া ক্রমশ বাড়ছে। প্রায় ২২ হাজার তবলিঘি জামাত সদস্য় ও তাঁদের সংস্পর্শে আসা ব্য়ক্তিরা এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছেন। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমন তথ্য়ই জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পি এস শ্রীবাস্তব জানিয়েছেন, কন্ট্রোল রুমের মাধ্য়মে গোটা পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। তবলিঘি জামাতের সদস্য় ও তাঁদের সংস্পর্শে আসা ব্য়ক্তিদের চিহ্নিত করতে রাজ্য়গুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্র। তিনি আরও জানিয়েছেন, ২০০ এনডিআরএফ কর্মী ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী গোটা বিষয়টি খতিয়ে দেখছে। বিস্তারিত পড়ুন

20:29 (IST)04 Apr 20










































মোদী-ট্রাম্প কথা

করোনা পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে এদিন প্রধানমন্ত্রী জানিয়েছেন, ''মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে খুব ভাল কথা হয়েছে। করোনা মোকাবিলায় দুই দেশ বদ্ধপরিকর''। এদিকে, দেশে করোনায় মৃতের সংখ্য়া বেড়ে হয়েছে ৭৫।

18:48 (IST)04 Apr 20










































চাঞ্চল্যকর বিবৃতি প্রকাশ স্বাস্থ্য মন্ত্রকের

দেশে আক্রান্তের সংখ্যা ছুঁতে চলেছে তিন হাজার। এর মধ্যেই একটি বিবৃতি প্রকাশ করে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়, “আক্রান্ত ২৯০২ জনের মধ্যে ১০২৩ জন পজিটিভ কোভিড আক্রান্তদের সঙ্গে যোগ রয়েছে তাবলিগি জামাতের।” এদিন দেশে রেকর্ড গড়ল পজিটিভ করোনা আক্রান্তের সংখ্যা। এক দিনে ৬০১ আক্রান্ত হল করোনায়।

16:22 (IST)04 Apr 20










































বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৯। নতুন করে ১১ জন আক্রান্ত হয়েছেন। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। করোনা মোকাবিলায় রাজ্যে ৭টি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। ৫টি সরকারি ছাড়া ২টি বেসরকারি পরীক্ষাকেন্দ্র করা হয়েছে বলে জানান মুখ্যসচিব। রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ৩। বিস্তারিত পড়ুন

15:05 (IST)04 Apr 20










































বিসিজি ভ্যাকসিনই কি করোনার প্রতিষেধক?

যাঁরা ষাটের দশকের (যেসময় স্মলপক্স ভ্যাকসিন বাজারে এল) আগে ভারতে বড় হয়েছেন, তাঁরা জানবেন, ভ্যাকসিন বলতে ছিল একমাত্র বিসিজি (BCG) – বস্তুত, ভারতের প্রথম ভ্যাকসিন এটি। টিউবারকুলোসিস (টিবি অর্থাৎ যক্ষ্মা) রোগের প্রতিষেধক হিসেবে ১৯৪৮ সালে সীমিত পরিসরে ব্যবহৃত হয় বিসিজি, এবং পরে সারা দেশেই ছড়িয়ে পড়ে এর ব্যবহার।

তা এই আদি অকৃত্রিম বিসিজি ভ্যাকসিন কি নভেল করোনাভাইরাস (SARS-CoV2) ঠেকাতেও সক্ষম? এই প্রশ্নের উত্তর গত ক’দিন ধরে খুঁজে চলেছে পৃথিবীর বিজ্ঞান মহল। আলোচনার উৎপত্তি একটি গবেষণা, যেখানে এই দাবি করা হয়েছে, যদিও এই গবেষণা এখনও ‘পিয়ার রিভিউ’ হওয়ার অপেক্ষায়। ইতিমধ্যে আরেক দল গবেষক প্রথম গবেষণার দাবিকে খন্ডন করেছেন। বিস্তারিত পড়ুন

13:45 (IST)04 Apr 20










































ঘরে তৈরি মাস্ক পরার আর্জি স্বাস্থ্য মন্ত্রকের

দেশে ইতিমধ্যেই তিন হাজার ছুঁতে চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। লকডাউন দেশে এখনও মাস্ক পরার সচেতনতা গড়ে ওঠেনি। পাশাপাশি দেশে মাস্কের যোগানও নেই পর্যাপ্ত পরিমাণে এমন অভিযোগও শোনা গিয়েছে। সেই আবহে এবার ঘরেই মাস্ক তৈরি করে পরার বিশেষ আর্জি জানাল স্বাস্থ্য মন্ত্রক।

শনিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। সেই কারণে ঘরে তৈরি মাস্ক সেই কাজ করতেও সক্ষম হবে এবং সামগ্রিকভাবে দেশে সুস্বাস্থ্য পরিস্থিতিও তৈরি করবে। স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়, “যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা এবং কোনও চিকিৎসাধীন সমস্যা নেই ঘরে তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন। মূলত যখন তাঁরা বাইরে বেরচ্ছেন। এই সচেতনাই কিন্তু করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে সহায়তা করবে।” বিস্তারিত পড়ুন

13:32 (IST)04 Apr 20










































‘আও দিয়া জ্বালায়ে’

কঠীন পস্থিতিতে আটল বিহারী বাজপেয়ী স্মরণে প্রধানমন্ত্রী মোদী। শনিবার টুইটে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বাজপেয়ীর কবিতার ভিডিও পোস্ট করলেন নরেন্দ্র মোদী।

12:20 (IST)04 Apr 20










































কঠোর ব্যয় সঙ্কোচের পথে মমতা

করোনা লকডাউনের জের। রাজ্যের তহবিলে রাজস্ব অমিল। তাই ব্যয় সঙ্কোচনে কড়া পদক্ষেপ নবান্নের। অর্থ দফতরের অমুমোদন ছাড়া কোনও প্রকল্পই চালু করা যাবে না বলে রাজ্য সরকারি অন্যান্য দফতরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নিয়োগও আপাতত স্থগিত রাখা হয়েছে। বিভিন্ন দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে যে, নতুন গাড়ি, আইটি-র যন্ত্র, আসবাব, কুলার, শীতাতপ যন্ত্র, টিভি সহ অন্যান্য সামগ্রী কেনা যাবে না। তবে, সঙ্কোচনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বেতন, পেনশন, চলতি সামাজিক উন্নয়ন প্রকল্প ও করোনাভাইরাস রোধে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে- সেগুলিকে।

নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, ‘রাজ্যের আয় নেই-কেবল ব্যয় রয়েছে। এর মধ্যেও মাসের প্রথম দিনই রাজ্য সরকারি সব কর্মীর সম্পূর্ণ বেতন দিয়ে দিয়েছে।’ তাঁর সংযোজন, ‘সামাজিক পেনশন খাতে রাজ্য ইতিমধ্যেই দু’মাসের হিসাবে ৩৫.১ লক্ষ টাকা দিয়েছে। এর আওতাধীন তফসিলি জাতি-উপজাতির মানুষদেরও টাকা দিয়ে দেওয়া হয়েছে।’ বিস্তারিত পড়ুন

11:19 (IST)04 Apr 20










































দেশে করোনা পজেটিভের সংখ্যা বাড়ল

উদ্বেগ বাড়িয়ে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২,৯০২ জন। মৃত ৬৮। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুশারে, এর মধ্যে ১৮৩ জন সুস্থ হয়ে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ পজিটিভ সংক্রমের হার সবচেয়ে বেশি। আক্রান্ত হয়েছেন  ৪৭৮ জন।

11:03 (IST)04 Apr 20










































বিদেশ থেকে ভারতীয়দের দেশে ফেরানো অসম্ভব: বিদেশমন্ত্রক

করোনায় লকডাউন পরিস্থিতিতে বাংলাদেশ বা অন্য কোনও দেশ থেকে ভারতীয়দের দেশে ফেরানো সম্ভব নয় বলে শুক্রবার দিল্লি হাইকোর্টে জানিয়ে দিল বিদেশমন্ত্রক। এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হলফনামা দিয়ে হাইকোর্টে এমনটাই জানিয়েছে বিদেশমন্ত্রক। হলফনামায় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ”করোনা মোকাবিলায় ভারত ও বাংলাদেশে লকডাউন পরিস্থিতিতে বাংলাদেশ বা অন্য় কোনও দেশ থেকে ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করা মন্ত্রকের পক্ষে সম্ভব নয়”। বিস্তারিত পড়ুন

10:06 (IST)04 Apr 20










































বাজারে কমতে পারে চালের দাম

করোনা মোকাবিলায় লকডাউন ঘোষণা হওয়ার পরই রাজ্যে খাদ্যদ্রব্য মজুত করতে শুরু করে আমজনতা। আতঙ্কে বস্তা বস্তা চাল, কেজি কেজি ডাল, ডিম সহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিস নিঃশেষ হতে থাকে মুহূর্তে। চাল, মুড়ি, ডিম সহ নানা জিনিসের দাম লাফ দিয়ে বাড়তে থাকে। এই সুযোগে বেশি মুনাফার লোভে কালোবাজারীও শুরু হয়ে যায়। কালোবাজারী রুখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকেও রাস্তায় নামতে হয়েছে। খাদ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যের রাইস মিলগুলোতে কাজ শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই বাজারে চালের দাম কমতে থাকবে। বিস্তারিত পড়ুন

09:17 (IST)04 Apr 20










































রাষ্ট্রপতির উদ্বেগ প্রকাশ

পরিযায়ী শ্রমিকদের জমায়েত ও নিজামুদ্দিনে তবলিঘি জামাতের ধর্মীয় অনুষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই দুই ঘটনায় করোনার বিরুদ্ধে দেশের লড়াই ধাক্কা খেয়েছে বলে এদিন মন্তব্য় করেছেন রাষ্ট্রপতি। রাজ্যপাল, উপরাজ্য়পাল, প্রশাসনিক কর্তাদের সঙ্গে শুক্রবার ভিডিও কনফারেন্সে করোনা পরিস্থিতিতে ওই দুই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন কোবিন্দ। উল্লেখ্য়, নিজামুদ্দিনে ধর্মীয় জমায়েত থেকে অনেকে করোনা আক্রান্ত হয়েছেন। অন্য়দিকে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার বিষয়টিও চিন্তা বাড়িয়েছে সরকারের। বিস্তারিত পড়ুন

09:11 (IST)04 Apr 20










































সংখ্যালঘুদের নামে ‘ব্লেম গেম’ নয়, বলল আমেরিকা

মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, করোনাভাইরাস ছড়িয়ে দাওয়ার দোষ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়, এবং Covid-19 ভাইরাসের উৎস সম্পর্কে ‘ব্লেম গেম’ না খেলে পৃথিবীর বিভিন্ন সরকারের উচিত, এই মুহূর্তে এই ধরনের যে কোনও প্রচেষ্টাকে সরকারিভাবে ব্যর্থ করা।

সংবাদ সংস্থা পিটিআই-কে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতার স্বার্থে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত স্যাম ব্রাউনব্যাক বলেন, “ওদের (বিভিন্ন সরকারের) উচিত স্পষ্ট বার্তা দেওয়া যে না, এরকম কিছু হয়নি। আমরা জানি এই ভাইরাসের উৎস কী। আমরা জানি এ এক প্যানডেমিক (বিশ্বব্যাপী মহামারী) যা সারা বিশ্বের ওপর প্রভাব বিস্তার করেছে, এবং যার সঙ্গে সংখ্যালঘুদের কোনও সম্পর্ক নেই। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন জায়গায় দোষারোপের খেলা চলছে। আমর আশা করব যে সেইসব সরকার জোর দিয়ে এই ধরনের প্রচেষ্টার মোকাবিলা করবেন।

নয়া দিল্লির নিজামুদ্দিন এলাকায় তবলিগি জামাতের সমাবেশ ভারতে করোনাভাইরাস সংক্রমণের অন্যতম উৎস হিসেবে প্রকাশ পাওয়ার পরই এই মন্তব্য করেন ব্রাউনব্যাক। বিস্তারিত পড়ুন

09:06 (IST)04 Apr 20










































কালোতালিকাভুক্ত তবলিঘি জামাতে যোগ দেওয়া ৩৬০ বিদেশি

করোনা পরিস্থিতিতে তবলিঘি জামাতের জমায়েতে অংশ নেওয়া বিদেশিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটছে কেন্দ্র। তবলিঘি জামাতের জমায়েতে অংশ নেওয়া ৩৬০ জন বিদেশিকে কালোতালিকাভুক্ত করার প্রক্রিয়া ইতিমধ্য়েই শুরু করা হয়েছে বলে শুক্রবার জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। জানা গিয়েছে, ওই ৩৬০ জন বিদেশি ভারতে তবলিঘি জামাতের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর করোনা মোকাবিলায় সীমান্ত সিল করার আগেই তাঁদের দেশে ফিরে গিয়েছেন।

এদিন এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব পি এস শ্রীবাস্তব জানিয়েছেন, ”তবলিঘি জামাতের অনুষ্ঠানে অংশ নেওয়া ৩৬০ জন বিদেশি, যাঁরা তাঁদের দেশে ফিরে গিয়েছেন, তাঁদের কালোতালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে”। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন

09:04 (IST)04 Apr 20










































মমতার মুখে স্বস্তির খবর

করোনায় খানিকটা স্বস্তির খবর শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৯ জন। মোট ১২ জন সুস্থ হয়েছেন বলে শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানান মমতা। মুখ্যমন্ত্রী বলেন, 'করোনা আক্রান্তরা অনেকে ভাল হচ্ছেন। চিকিৎসায় সাড়া মিলছে। মোট ১২ জন সুস্থ হয়েছেন। আগে ৩ জন সুস্থ হয়েছেন। শুক্রবার আরও ৯ জন সুস্থ হয়েছেন'। অন্যদিকে, গতকাল করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল রাজ্যে। এদিন মুখ্যমন্ত্রী জানান, 'রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৪ থেকে বেড়ে হয়েছে ৩৮। হাসপাতালে কোয়ারেন্টাইনে রয়েছেন ১৮৯২ জন। রাজ্য়ে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫২ হাজার ২৯। ৫৯টি কোভিড হাসপাতাল করা হয়েছে'। বিস্তারিত পড়ুন

08:59 (IST)04 Apr 20










































করোনা মোকাবিলায় বাংলাই মডেল, দাবি মুখ্যমন্ত্রীর

‘বাংলা যা করে দেখিয়েছে, তা একটা মডেল’, করোনা মোকাবিলায় এমন মন্তব্য়ই করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে শুক্রবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ”এখানে নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে, সবজি পাওয়া যাচ্ছে। হয়তো দামটা একটু বেশি। বাংলা যা করে দেখিয়েছে, তা অন্যের কাছে মডেল। আমরা কিন্তু এক তারিখে বেতন দিয়েছি। লকডাউনে অনেক টাকা নষ্ট হয়েছে, আয় নেই। তবুও আমরা দিয়েছি, এটা আমাদের গর্ব”। উল্লেখ্য, করোনা মোকাবিলায় প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর বিশেষ ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। বিস্তারিত পড়ুন

করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ এড়াতে দেশজুড়ে ২১ দিনের লকডাউন জারি রয়েছে। বন্ধ গণপরিবহণ ও আন্তর্দেশীয়-আন্তর্জাতিক উড়ান পরিষেবা। কার্যত গৃহবন্দি গোটা ভারত। প্রয়োজনীয় কারণ ছাড়া দেশবাসীকে বাড়ি থেকে বেরোতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তিপূর্ণ কারণ ছাড়া লকডাউন অগ্রাহ্য করলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। মহামারি আইনে জারি হয়েছে নির্দেশিকা। এক্ষেত্রে দোষী ব্যক্তির ৬ মাসের হাজতবাস বা হাজার টাকা জরিমানা গুণতে হবে। কলকাতা পুলিশও জারি করেছে কড়া বার্তা। বিভিন্ন রাস্তায় চলছে নাকা-চেকিং।

West Bengal coronavirus India corona kolkata
Advertisment