Advertisment

Corona Lockdown Situation Updates: করোনা মোকাবিলা করতে ভারতে তৈরি হচ্ছে ৪০টি ভ্যাকসিন

কোভিড ভাইরাস মোকাবিলা করতে নেওয়া হয়েছে সবরকমের ব্যবস্থা। তবে এবার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে নেওয়া হল আরও জোরদার ব্যবস্থা।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, করোনা

প্রতীকী ছবি।

ক্রমশই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে করোনাভাইরাস। কোভিড ভাইরাস মোকাবিলা করতে নেওয়া হয়েছে সবরকমের ব্যবস্থা। তবে এবার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে নেওয়া হল আরও জোরদার ব্যবস্থা। ৪০টি টীকা প্রস্তুত করতে চলেছে ভারত। যদিও এখনও কোনটি শেষ পর্যায়ে যায়নি। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানান হয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত করোনা মোকাবিলা করতে পারে এমন কোনও ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।

Advertisment

করোনা রোধে আগামী ২ সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই যুক্তিতেই ৩০ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মানবিকভাবেই লকডাউন জারির পক্ষে রাজ্য। নিয়ম মেনে খোলা থাকবে বাজার। এই পরিস্থিতিতে কেন্দ্রের থেকে বিভিন্ন খাতে প্রাপ্ত ৩৬ হাজার কোটি, জিএসটি বাবদ ১১ হাজার ২০০ কোটি সহ করোনা মোকাবিলায় ২৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ দাবি করেছে মমতা সরকার। বাংলায় করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৯৫। এই সংখ্য়া আগামী কয়েকদিন বাড়বে, কিন্তু এতে ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে, করোনায় মৃত্যুর সংখ্যায় ইটালিকে টপকে গেল আমেরিকা। সেদেশে মৃত্যু হয়েছে ২০ হাজারের বেশি মানুষের। যা বিশ্বে সর্বাধিক। আমেরিকায় মৃত্যুর সংখ্যা গ্রীষ্ম পর্যন্ত ২ লাখ ছাপিয়ে যাবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ইটালি ও স্পেনে করোনায় মৃত্যর হার যথাক্রমে ১৯, ৪৬৮ এবং ১৬,৩৫৩। গোটা বিশ্বে কোভিড-১৯ পজেটিভ ১৭ লাখেরও বেশি ও মৃত ১.৮ লক্ষ।

Read full in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

Coronavirus Lockdown Situation In India West Bengal Kolkata Updates. করোনা লকডাউন পরিস্থিতির সব খবর জানতে চোখ রাখুন এখানে...



























21:26 (IST)12 Apr 20










































করোনা আবহে কড়া নির্দেশ জারি রাজ্যে

দেশের পাশাপাশি রাজ্যেও বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তবু বহু জায়গাতেই উঠে আসছে এক ভিন্ন চিত্র। এমতাবস্থায় রবিবার রাজ্যবাসীর উদ্দেশে মাস্ক পরিধান নিয়ে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যসরকার। প্রকাশ্য এলাকায় বেরলে অতি অবশ্য পরতে হবে মাস্ক, লকডাউন বাংলায় জারি থাকবে এই নির্দেশ। সবিস্তারে পড়ুন- রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

19:51 (IST)12 Apr 20










































ভারতে তৈরি হচ্ছে করোনা ভ্যাকসিন

ক্রমশই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে করোনাভাইরাস। কোভিড ভাইরাস মোকাবিলা করতে নেওয়া হয়েছে সবরকমের ব্যবস্থা। তবে এবার স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে নেওয়া হল আরও জোরদার ব্যবস্থা। ৪০টি টীকা প্রস্তুত করতে চলেছে ভারত। যদিও এখনও কোনটি শেষ পর্যায়ে যায়নি। শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমনটাই জানান হয়েছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত করোনা মোকাবিলা করতে পারে এমন কোনও ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।

15:53 (IST)12 Apr 20










































বর্ধিত লকডাউনে কৃষি-শিল্পক্ষেত্রে আংশিক ছাড়, দাবি মুখ্যমন্ত্রীর

আরও দু’সপ্তাহ দেশজুরে লকডাউনের মেয়াদ যে বাড়বে তা স্পষ্ট। আগামী দু-একদিনের মধ্যেই চলে আসবে গাইডলাইন। কিন্তু তা কেমন হবে? প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, বর্ধিত লকডাউনে কৃষি, শিল্প ও সরকারিক্ষেত্রে সামান্য ছাড় দেওয়া হতে পারে। ইয়েদুরাপ্পার কথায়, আগামী ১৫ দিনে পর্যাক্রমিকভাবে লকডাউন শিথিল করা হবে বলে ভিডিও বৈঠকে মুখ্যমন্ত্রীদের জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কর্নাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও বৈঠক শেষে বলেন, ‘আগামীতে কৃষি ও শিল্পক্ষেত্রে আংশিকভাবে লকডাউন থেকে অব্যাহতি দেওয়া হতে পারে। বেশ কয়েকটি সরকারি অফিস ন্যূনতম কর্মী নিয়ে চালু হবে। আগামী দু’দিনের মধ্যেই যা ঘোষণা করা হবে কেন্দ্রীয় সরাকরের তরফে।’ তবে, প্রধানমন্ত্রী সামনে এদিন কিছু বলা সুযোগ হয়নি ইয়েদুরাপ্পার। বিস্তারিত পড়ুন

15:26 (IST)12 Apr 20










































কোভিড ১৯ সংস্পর্শ চিহ্নিতকরণ- গুগল ও অ্যাপল কী করছে?

বৃহদাকার আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা অ্যাপল ও গুগল ঘোষণা করেছে তারা একযোগে করোনাভাইরাস অতিমারী রোধে সরকার ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে সহযোগিতা করবে। এই দুই সংস্থা মিলে সংস্রব চিহ্নিতকরণ প্রযুক্তি তৈরি করবে বলে জানা গিয়েছে।

একটি প্রেস রিলিজে এই দুই সংস্থা একটি অ্যাপ তৈরির কথা ঘোষণা করেছে।

সংস্রব চিহ্নিতকরণ এই অতিমারী নিয়ন্ত্রণে আনবার অন্যতম পদ্ধতি বলে মনে করা হচ্ছে এবং এর ফলে লকডাউনের নির্দেশ শিথিল করাও সম্ভব হবে। বিস্তারিত পড়ুন

13:57 (IST)12 Apr 20










































পাতিয়ালায় পুলিশের হাত কাটল যুবক

লকডাউনের মধ্যেই পাঞ্জাবের পাতিয়ালার শানুর সবজি বাজারে গাড়ি নিয়ে একদল যুবক ঘোরাফেরা করছে বলে খবর যায় পুলিশে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে আসে পুলিশ। একদল যুবকের কাছে পুলিশ জানতে চায় তাদের কাছে কার্ফু পাস আছে কি না। যা ঘিরে শুরু হয় ধুন্ধুমার। পুলিশের উপর চড়াও হয় যুবরকরা। ধারাল অস্ত্র দিয়ে এক এএসআইয়ের হাত কেটে নেওয়া হয়। ঘটনায় জখম আরও দুই পুলিশ কর্মী। বিস্তারিত পড়ুন

12:38 (IST)12 Apr 20










































রোজ এক লাখ করে করোনা পরীক্ষার লক্ষ্য নির্ধারণ

আগেই রাজ্যগুলিকে ব্যাপকহারে করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। এবার দেশজুডে় প্রতিদিন এক লক্ষ করোনা পরীক্ষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হল। ৩১ মের মধ্যে এই লক্ষ পূরণের কথা বলা হয়েছে। বর্তমানে রোজে ভারতজুড়ে ১৫ হাজার করোনাী পরীক্ষা হচ্ছে। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিও বৈঠকেই লক্ষ্যমাত্রার কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন

11:39 (IST)12 Apr 20










































করোনা নিয়ে ভাইরাল বক্তব্য ভুয়ো: রতন টাটা

“আমরা স্রেফ মহামারীর (এপিডেমিক) বিরুদ্ধেই লড়ছি না’ আমরা লড়ছি ‘তথ্যমারী’ বা ‘ইনফোডেমিক’-এর বিরুদ্ধেও।” সম্প্রতি এমনটাই বলেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO-এর ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। তিনি আরও বলেছেন যে, “ভুয়ো খবর এই ভাইরাসের চেয়েও দ্রুত এবং সহজে ছড়ায়, এবং ঠিক ততটাই বিপজ্জনক হয়”। দুনিয়া জুড়ে যখন COVID-19 মহামারীর বিরুদ্ধে লড়াই চলছে, তখন সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা ভুয়ো খবর, এবং অসমর্থিত তথ্যের ফলে আরও ঘোরালো হচ্ছে সমস্যা।

শনিবার এই ভুয়ো খবরের সমস্যার সঙ্গে জুড়ল টাটা সন্স-এর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার নামও। তিনি নিজেই টুইটারে পোস্ট করে জানালেন, ভারতীয় অর্থনীতির ওপর করোনাভাইরাস মহামারীর প্রভাব সংক্রান্ত তাঁর তথাকথিত যে বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, তা আদৌ তাঁর নয়। “আমি এমন কথা বলিও নি, লিখিও নি। হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় যাই ঘুরুক, আপনাদের যাচাই করে নিতে অনুরোধ করব। আমার কিছু বলার থাকলে আমার নিজস্ব অফিশিয়াল মাধ্যমেই বলব। আপনারা সুরক্ষিত থাকুন, সাবধানে থাকুন।” বিস্তারিত পড়ুন

11:14 (IST)12 Apr 20










































রাজ্যকে পরিযায়ীদের সন্তানদের উপযুক্ত যত্নের নির্দেশ

লকডাউনে বাংলায় আটক পরিযায়ী শ্রমিকদের সন্তানদের সুরক্ষা ও উপযুক্ত যত্ন নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে। স্বতঃপ্রণোদিত মামলার পশ্চিমবঙ্গ সরকারকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দেশের অন্যান্য রাজ্যের মতই বাংলাতে আটকে পড়েছেন বহু পরিযায়ী শ্রমিক। তাঁদের সন্তানদের রাখা হয়েছে সরকারি ও বেসরকারি হোমে। এইসব হোমে পরিযায়ী শ্রমিকদের সন্তানরা কী অবস্থায় রয়েছেন সেই রিপোর্ট আগামী ২১ এপ্রিলের মধ্যে আদালতে জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বিস্তারিত পড়ুন

10:20 (IST)12 Apr 20










































করোনা: রাষ্ট্রসংঘের ‘তকমা আঁটা’ মন্তব্যের বিরোধিতা দিল্লির

দেশে ক্রমবর্ধমান করোনা আক্রান্ত সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। সেই আবহে রাষ্ট্রপুঞ্জের ‘তকমা আঁটা’ মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠল ভারত। রাষ্ট্রসংঘের মন্তব্যের প্রেক্ষিতে ভারতের প্রতিনিধিরা শনিবার বলেন যে, “এই জাতীয় বিষয়গুলি দেখভালের জন্য ভারত সরকার, দেশের সুশীল সমাজ এবং দেশের নাগরিকরা রয়েছেন।”

ইউনেস্কোর নির্বাহী বোর্ডে ভারতের প্রতিনিধি জে এস রাজপুত বলেন যে বর্তমান সময়ের করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে বেশিরভাগ সংস্থাই “অদক্ষ ও অযোগ্য”। তবে পরবর্তী সময়ে ভারত তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে রাজপুত বলেন, “সম্প্রতি নীতি আয়োগের একটি বৈঠকে রাষ্ট্রসংঘের কোর্ডিনেটর রেনাটা লোক-ডেসালিয়ন একটি ইস্যু সামনে এনেছেন তা হল করোনায় ভারতে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করা হচ্ছে। এই মন্তব্য অত্যন্ত আপত্তিজনক।” বিস্তারিত পড়ুন

10:19 (IST)12 Apr 20










































মোদীর কাছে বিশেষ দাবি মমতার

করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্থিক প্যাকেজ চাইলেন বাংলা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ”করোনা পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্যই তাদের মতো করে চেয়েছে। আমরা রাজ্যের জন্য ২৫ হাজার কোটি টাকার বিশেষ প্যাকেজ চেয়েছি”। পাশাপাশি মমতা বলেন, ”কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে আমরা ৩৬ হাজার কোটি টাকা পাই,সেটা দিতে বলেছি।জিএসটি বাবদ ১১ হাজার ২০০ কোটি টাকা পাই, সেটা দিতে বলেছি। অসংগঠিত ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে আর্থিক প্য়াকেজের দাবি জানিয়েছি”। বিস্তারিত পড়ুন

" id="lbcontentbody">
10:16 (IST)12 Apr 20










































দ্বিতীয় দফার লকডাউনে কী কী ছাড় দিলেন মমতা?

১০ জুন পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন মমতা। তাছাড়া এবার কৃষকদের জন্য নয়া অ্যাপ আনতে চলেছে মমতা সরকার, সে কথাও জানানো হয়েছে। ‘অন্নদাত্রী’ নামের এই নতুন অ্যাপে শস্য কেনা যাবে। অন্যদিকে, লকডাউনের গেরোয় যাঁরা বিস্কুট-পাঁউরুটি খেতে পারছেন না, তাঁদের জন্যও সুখবর দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার থেকে লকডাউনের মধ্যেই বেকারি চালু করা হচ্ছে নিয়ম মেনে।

বাংলায় দ্বিতীয় দফার লকডাউনে আর কী কী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জেনে নিন এক নজরে…

publive-image

10:15 (IST)12 Apr 20










































বাংলায় ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন

করোনা মোকাবিলায় বাংলায় লকডাউনের মেয়াদ বাড়ানো হল। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে লকডাউন বাড়ানো হল। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্সের পর নবান্নে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”প্রধানমন্ত্রী বলেছেন ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানো হবে দেশে। আমরাও সকলে সহমত হয়েছি। আমি আমার রাজ্যে ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ৩০ এপ্রিলের পর পরিস্থিতি পর্যালোচনা করা হবে”। বিস্তারিত পড়ুন

09:55 (IST)12 Apr 20










































২৪ ঘন্টায় ৩৪ করোনা আক্রান্তের মৃত্যু

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুশারে দেশে করোনা সংক্রমিত বেড়ে ৮,৩৫৬ জন। এদের মধ্যে ৭১৬ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে ২৭৩ জনের। রবিবার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে, গত ২৪ ঘন্টায় ভারতে ৯০৯ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। মৃত ৩৪ জন।

লকডাউন পরিস্থিতিতে ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে পদক্ষেপ করল কেন্দ্র সরকার। ডাক্তার-স্বাস্থ্য়কর্মীদের পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার জন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নির্দেশ দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। হাসপাতাল যাওয়ার পথে কিংবা কোয়ারেন্টাইন সেন্টার যাওয়ার পথে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

মোদীর সঙ্গে শনিবারের ভিডিও বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পণ্যবাহী ট্রেন ছাড়া দূরপাল্লার ট্রেন চালানো যাবে না। আন্তর্জাতিক বিমান না চালানোর আর্জি জানানো হয়েছে রাজ্যের তরফে। অসংগঠিত ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে আর্থিক প্যাকেজের দাবি জানানো হয়। পরিযায়ী শ্রমিকদের দেখভালের কথা বলা হয়েছে।

West Bengal PM Narendra Modi coronavirus India corona Mamata Banerjee kolkata
Advertisment