Advertisment

ভারতের চাপে অবশেষে মাথা নত করল ড্রাগনের দেশ, সীমান্ত সংঘাত অবসানে বড় উদ্যোগ

এর আগে ১৮ দফা সামরিক আলোচনা ২৩ শে এপ্রিল অনুষ্ঠিত হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
LAC row, LAC, Line of Actual Control, India-China border row, India-China relations, India-China border issues, LAC issue, LAC issue resolution, LAC news, India-China news Indian Express, LAC news Indian Express

ভারত ও চিন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) বরাবর অচলাবস্থা সংক্রান্ত অবশিষ্ট সমস্যাগুলির দ্রুত সমাধান করতে সম্মত হয়েছে। ২দিনের সামরিক আলোচনা শেষ হওয়ার একদিন পর মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, "উভয় পক্ষই পশ্চিম সেক্টরে এলএসি বরাবর অসামান্য সমস্যার সমাধানের বিষয়ে ইতিবাচক, গঠনমূলক এবং গভীরভাবে আলোচনা করেছে।"

Advertisment

ভারত, চিন সামরিক আলোচনায় দু’দেশই সীমান্ত সমস্যাগুলি দ্রুত সমাধান করতে সম্মত হয়েছে। ভারত ও চিন পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর অচলাবস্থা মিটিয়ে নেওয়ার লক্ষ্যে সমস্যাগুলির দ্রুত সমাধানে সম্মত হয়েছে৷ দু’দেশের মধ্যে দু’দিনের সামরিক আলোচনা পর্ব শেষ হওয়ার একদিন পর মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, "উভয় দেশের বৈঠকে সীমান্ত সমস্যার সমাধানের বিষয়ে ইতিবাচক, গঠনমূলক এবং গভীরভাবে আলোচনা হয়েছে।" এ বিষয়ে ওয়াকিবহাল মহল জানিয়েছে ২ দিনে প্রায় ১৭ ঘণ্টা আলোচনা হয় দু’দেশের মধ্যে।

আরও পড়ুন: < যাদবপুরে ছাত্র মৃত্যু, রাতভর জেরার পর গ্রেফতার আরও ৬ >

ব্রিকস (ব্রাজিল-রাশিয়া-ভারত-চীন-দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের এক সপ্তাহ আগে এই আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। ব্রিকস সম্মেলনে মোদী চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি হবেন।

এদিন আলোচনার শেষে যৌথ বিবৃতিতে বলা হয়েছে “উভয় পক্ষই পশ্চিম সেক্টরে এলএসি বরাবর সমস্যার সমাধানের বিষয়ে ইতিবাচক, গঠনমূলক এবং গভীরভাবে আলোচনা করেছে। অমীমাংসিত সমস্যাগুলি দ্রুত সমাধান করতে এবং সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংলাপ ও আলোচনার গতি বজায় রাখতে উভয় দেশ সম্মত হয়েছে।"

আরও পড়ুন: < ট্রেনে গুলি কাণ্ডে নয়া মোড়, মুসলিম মহিলাকে ‘জয় মাতা দি’ বলতে বাধ্য করেন অভিযুক্ত RPF জওয়ান >

এপ্রিলে ১৮ দফা সামরিক আলোচনার পর বিদেশ মন্ত্রকের জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে যে "দুই পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগ অব্যাহত রেখেছে এবং সামরিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংলাপ বজায় রেখেছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বাকি সমস্যাগুলির পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজছে” । অন্তর্বর্তী সময়ে, উভয় পক্ষই সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে।

তিন বছরেরও বেশি সময় ধরে পূর্ব লাদাখে অস্থিরতা চলছে। যদিও উভয় পক্ষই ব্যাপক কূটনৈতিক এবং সামরিক আলোচনার পরে বেশ কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে।

আলোচনায় ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন লেহ-সদর দফতরের ১৪ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাশিম বালি, চিনের পক্ষের নেতৃত্বে ছিলেন দক্ষিণ জিনজিয়াং সামরিক জেলার কমান্ডার। এর আগে ১৮ দফা সামরিক আলোচনা ২৩ শে এপ্রিল অনুষ্ঠিত হয়। যেখানে ভারত সীমান্ত সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য চিনের কাছে আবেদন করে।

india china standoff
Advertisment