দিল্লি পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় 'নিউজক্লিক'-এর সঙ্গে যুক্ত সাংবাদিকদের ৩০ টি স্থানে অভিযান চালিয়ে দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করে এবং দিনের শেষে প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ এবং সংস্থার প্রধান প্রশাসনিক কর্তা অমিত চক্রবর্তীকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ সেল। নিউজ ওয়েবসাইট 'নিউজক্লিক'-এর বিরুদ্ধে চিন থেকে তহবিল নিয়ে সে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানর অভিযোগ উঠেছে। একই সঙ্গে মাওবাদী লিঙ্কে গৃহবন্দী পুরকায়স্থ এবং গৌতম নভলাখার মধ্যে ৩০ বছরের ‘বন্ধুত্ব’ সহ একাধিক বিষয় এফআইআর-এ উল্লেখ করেছে পুলিশ।
‘নিউজক্লিক’ ২০০৯ সালে প্রবীণ সাংবাদিক প্রবীর পুরকায়স্থ প্রতিষ্ঠা করেন। যিনি নিউজ ওয়েবসাইটের প্রধান সম্পাদকও। পরঞ্জয় গুহ ঠাকুরতা, উর্মিলেশ, অভিসার শর্মার মতো অনেক সাংবাদিক নিয়মিত এই ওয়েবসাইটে লেখালেখি করতেন এবং বিভিন্ন বিষয়ে ভিডিও প্রকাশ করতেন। ওয়েবসাইটটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করার জন্য পরিচিত। নিউজক্লিক বিতর্কিত কৃষি আইন, দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা, চিনের লাদাখ এবং অরুণাচল প্রদেশে অনুপ্রবেশ, মণিপুরে হিংসা সহ বিভিন্ন বিষয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন তুলেছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ২০২১ সালে নিউজক্লিকের ‘বিদেশী তহবিল’ নিয়ে প্রথম তদন্ত শুরু করে। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের (এফসিআরএ) অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়। একই বছর, আয়কর বিভাগও 'নিউজক্লিক'-এর সঙ্গে সম্পর্কিত জায়গায় অভিযান চালায়। রিপোর্ট অনুসারে ইডি-র তদন্তে দেখা গেছে যে 'নিউজক্লিক' তিন বছরের মধ্যে বিদেশী তহবিল থেকে সংস্থা প্রায় 38 কোটি টাকা পেয়েছে। এর মধ্যে, প্রায় ৯.৫৯ কোটি টাকা সরাসরি বিনিয়োগ করা হয়েছিল। ইডির দেওয়া তথ্যের ভিত্তিতে, দিল্লি পুলিশ ১৭ আগস্ট 'নিউজক্লিক'-এর বিরুদ্ধে নতুন মামলা দায়ের করেছে।
দিল্লি পুলিশের দায়ের করা এফআইআর-এর প্রধান অভিযোগ হল নিউজ ওয়েবসাইট 'নিউজক্লিক' চিনা ফাণ্ডিং পেয়েছে। এই এফআইআর-এ এটিও উল্লেখ করা হয়েছে যে এই তহবিলগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে যে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) বিভিন্ন ধারায় সংস্থার বিরুদ্ধে এফআইআর হয়েছে। নিউজক্লিকের অভিযোগ, পুলিশ এখনও তাদের কোন এফআইআর-এর কপিও দেয়নি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে নিউজক্লিকের বিরুদ্ধে এফআইআর-এ, বিশেষ সেল অভিযোগ করেছে যে পোর্টালটি ২০১৮ সাল থেকে তিনটি ভিন্ন সংস্থার কাছ থেকে তহবিল গ্রহণ করছে। এফআইআর-এ দিল্লি পুলিশ ১৯৯১ সাল থেকে পুরকায়স্থ এবং নবলাখার মধ্যে "বন্ধুত্বের সম্পর্ক" উল্লেখ করেছে। এলগার পরিষদ-মাওবাদী সংযোগ মামলায় গৃহবন্দী মানবাধিকার কর্মী গৌতম নভলাখা। নভলাখার নাম উল্লেখ করেই রিমান্ড আবেদনে বলা হয়েছে যে তিনি ২০১৮ সালে শুরু থেকেই নিউজক্লিকের একজন শেয়ারহোল্ডার ছিলেন। রিমান্ডের আবেদনে, স্পেশাল সেল বলেছে, ভারতের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি করা এবং ভারতের ঐক্য, অখণ্ডতা, নিরাপত্তাকে বিপন্ন করাই ছিল নিউজক্লিকের অন্যতম উদ্দেশ্য।