Advertisment

West Bengal news today updates: শহরে স্বাভাবিক যান পরিষেবা, ট্রাফিক মুক্ত রেড রোড

West Bengal news today live updates: আজ শহরে বড়ো কোনও মিটিং মিছিলও নেই, তাই স্বাভাবিক ছন্দেই চলবে গাড়ির চাকা, এমনটাই খবর কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata traffic motor vehicles act

প্রতীকী ছবি

West Bengal news today updates: সপ্তাহান্তে স্বাভাবিক শহরের যান চলাচল। আজ শহরে বড়ো কোনও মিটিং মিছিলও নেই, তাই স্বাভাবিক ছন্দেই চলবে গাড়ির চাকা, এমনটাই খবর কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে। তবে স্বাধীনতা দিবসের প্যারেডের জন্য বন্ধ থাকলেও ট্রাফিক মুক্ত হল রেড রোড সংলগ্ন এলাকা। স্বাভাবিক থাকবে এসএসকেএম হসপিটাল রোড, কুইন্স ওয়ে, কে পি রোড, রেড রোড, লাভার্স লেন রাস্তাগুলি। শহরের বাকি রাস্তাগুলিতে স্বাভাবিক থাকবে যান চলাচল পরিষেবা।

Advertisment

অন্যদিকে, পথে নামার হুঁশিয়ারি দিলেন রাজ্যের গৃহশিক্ষকরা। স্কুল শিক্ষা ব্যবস্থার সমান্তরাল আরেকটি বেআইনি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছেন রাজ্যের ১০ শতাংশ স্কুল শিক্ষক, এমনই অভিযোগ নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হলেন পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা। বুধবার বিকাশ ভবনে তাঁদের ছয় দফা দাবি পেশ করেন তাঁরা। বিস্তারিত পড়ুন: স্কুল শিক্ষকদের টিউশন বন্ধ না করলে রাস্তায় নামার হুঁশিয়ারিগৃহশিক্ষকদের

এবার উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি উঠল। এই নাম পরিবর্তনের করছে শিলিগুড়ির বণিক মহল এবং অন্য কয়েকটি সংগঠন। শিলিগুড়ির সিআইআই (কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ) ছাড়াও একই দাবিতে সরব হয়েছে পর্যটন থেকে অন্যান্য বহু সামাজিক ও অরাজনৈতিক সংগঠনও। উল্লেখ্য, এর আগে বহুবার বাগডোগরা বিমান বন্দরের নাম পরিবর্তনের দাবি উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামকরণের দাবি করেছে বিভিন্ন মহল। সবিস্তারে পড়ুন: বাগডোগরা বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি

Live Blog

West Bengal and Kolkata news today updates of weather, traffic, train services and airlines, কলকাতা এবং রাজ্যের সব খবরের আপডেটস, Follow the updates here:














16:24 (IST)02 Aug 19





















কেমন আছে জঙ্গলমহল?

বেহাল অবস্থায় দিন কাটাচ্ছে পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত বিধবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বাম আমলে তৈরি হওয়া বর্ধমান জঙ্গলমহলের এই স্বাস্থ্যকেন্দ্রের এই মুহূর্তে আক্ষরিকই বেহাল দশা। ঝোপঝাড়ে ঢাকা এই প্রাথমিক শিক্ষাকেন্দ্র গরু, ছাগলের বাসস্থলে পূর্ণ হয়েছে। প্রায় সর্বত্রই উইঢিবি। দেওয়াল ঘেরা স্বাস্থ্যকেন্দ্র এখন এলাকার সাধারণ মানুষের যাতায়াতের শর্টকাট রাস্তা। বিস্তারিত পড়ুন: জঙ্গলে ঢেকেছে জঙ্গলমহলের স্বাস্থ্যকেন্দ্র, ধুঁকছে স্বাস্থ্য পরিষেবা

14:36 (IST)02 Aug 19





















মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ

বড়বাজারে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে মুকুল রায়ের বাড়িতে পৌঁছোল কলকাতা পুলিশ। দুর্নীতি মামলায় বিজেপি নেতা মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের। দিল্লিতে মুকুল রায়ের বাড়িতে এদিন সকালে পৌঁছেছে কলকাতা পুলিশের একটি দল। বিস্তারিত পড়ুন: মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের

12:48 (IST)02 Aug 19





















বালিগঞ্জ ফাঁড়িতে ব্যাহত যান চলাচল

11:02 (IST)02 Aug 19





















শিয়ালদহে থেকে ধর্মতলা অবধি মিছিলের জেরে ব্যাহত যান পরিষেবা

10:11 (IST)02 Aug 19





















রহস্যমৃত্যু টালিগঞ্জে

নেতাজিনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের টালিগঞ্জের অভিজাত আবাসনে রহস্যমৃত্যু এক প্রৌঢ়র। তবে এখনও পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম প্রমোদ জালান। ঘটনাটি ঘটেছে টালিগঞ্জের হরিদেবপুর থানা এলাকার ডায়মন্ড সিটি সাউথ অ্যাপার্টমেন্টে। কুড়ি তলা এই ফ্ল্যাটের আট তলার বারান্দা থেকে ঝাঁপ দিয়েছেন এই বছর বিরানব্বইয়ের প্রমোদ জালান এমনটাই মনে করছে পুলিশ। প্রাথমিক তদন্তে আত্মঘাতী হয়েছেন বলেই মনে মনে করছে হরিদেবপুর থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় প্রমোদ জালানকে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

09:39 (IST)02 Aug 19





















এক্সাইড মোড়ে ধীর গতিতে চলছে গাড়ি

09:06 (IST)02 Aug 19





















স্বাভাবিক হল রেড রোড

08:55 (IST)02 Aug 19





















এন আর অ্যাভিনিউয়ের কাছে ধীর গতিতে চলছে যান চলাচল

08:39 (IST)02 Aug 19





















মমতার ভাইপোর কাছে মুকুলের পরাজয়

হেরে গেলেন মুকুল রায়, জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বাংলার লোগোর মালিকানা সংক্রান্ত মামলায় মুকুলের অভিযোগ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রাক্তন দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মুকুল রায়। ‘‘বিশ্ব বাংলার লোগো সরকারি নয়, এটির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়’’, ধর্মতলার সভায় দাঁড়িয়ে মমতাবাহিনীর বিরুদ্ধে এমন চাঞ্চল্যকর দাবিই করেছিলেন একদা মমতা ঘনিষ্ঠ মুকুল। যে দাবি ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। পরবর্তীতে মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে। বিস্তারিত পড়ুন: মুকুলের বড় পরাজয়! বিশ্ব বাংলা লোগো মামলা খারিজ হাইকোর্টে

08:35 (IST)02 Aug 19





















রেড রোড ব্যাতীত খোলা থাকবে বাকি রাস্তা

West Bengal news today updates: সমস্যা নিত্যদিনের। তবু রেহাই মিলছে না কোনওভাবেই। গাড়ির সংখ্যা বাড়লেও, বাড়েনি রাস্তাঘাট। ফলে দিনের বেশির ভাগ সময়েই যানজটে অবরুদ্ধ হয়ে থাকছে শিলিগুড়ি শহরের প্রবেশ পথ। বছরের পর বছর ধরে চলা এই যানজট সমস্যার সমাধানের জন্য এবার কেন্দ্রীয় সড়ক এবং পরিবহনমন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গে আলোচনা করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সদ্য বিজয়ী বিজেপি সাংসদ রাজু বিস্ত। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে: যানজটে নিত্য নাকাল শিলিগুড়ি, সমাধানের আশায় দিল্লির দ্বারস্থ বিজেপি সাংসদ

গ্রীষ্ম হোক কিংবা বর্ষা, ঋতু বদলায় কিন্তু রাস্তার হাল ফেরেনা। দুর্গাপুরের অন্ডাল ব্লকের বহুলা গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার হাল নিয়ে দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের মধ্যে। একে তো এবড়ো-খেবড়ো রাস্তা, তার উপর নিকাশি নালা না থাকায় বছরের প্রতিটি দিনই জল-কাদায় প্যাচপ্যাচ করে রাস্তা। যে সে জল নয়, আশপাশের বাড়ির নর্দমার নোংরা জল। সেইসঙ্গে রাস্তার ধারে থাকা টিউবওয়েলের জল। সবমিলিয়ে অন্ডাল ব্লকের ওই রাস্তা ঘিরে দুর্ভোগ যেন মেটারই নয়। সবিস্তারে পড়ুন: রাস্তার হাল ফেরানোয় ‘গড়িমসি’, পঞ্চায়েতে ক্ষোভ স্থানীয়দের

tmc bjp west bengal politics Bengali Cinema Bengali Serial Weather Report
Advertisment