/indian-express-bangla/media/media_files/2025/02/18/DiRsVlCOHSvKh2fagboq.jpg)
Rashifal Remedies: দেখে নিন আজকের টিপস।
Rashifal Remedies, 08 October 2025: গ্রহ-নক্ষত্রকে বাদ দিয়ে আমাদের জীবন চলে না। আমাদের জীবনে এই গ্রহ-নক্ষত্রের প্রচণ্ড প্রভাব রয়েছে। সেটা আমরা স্বীকার করি ছাই না করি। যাঁদের গ্রহ-নক্ষত্রের কারণে জীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাঁরা দেখে নিন আজ কোন টোটকায় সামলাবেন!
মেষ/ Aries রাশিফল Rashifal
আরও পড়ুন- কোন রাশির ভাগ্যে আজ সাফল্য, সমৃদ্ধি? পড়ুন রাশিফল
তামার চুড়ি পরলে স্বাস্থ্য ভালো থাকবে।
আরও পড়ুন- আর ওষুধ না, সিজন চেঞ্জে এই ঘরোয়া টোটকায় রোগভোগ থেকে বাঁচান নিজেকে!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
কর্ম জীবনে সাফল্য ও প্রগতিকে ধরে রাখতে আপনার বাড়িতে আরাধনার স্থলটিকে কখনোই পরিবর্তন করবেন না, এর প্রভাব খারাপ হবে।
আরও পড়ুন- চিতাবাঘের ছোপ মার্কা পোশাক, পরলে কী অর্থ দাঁড়ায় জানেন? শুনলে অবাক হয়ে যাবেন!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
সকালে উঠে পিতা অথবা গুরুকে প্রণাম এবং সেবা করুন। পারিবারিক জীবন সুখ-শান্তি আসবে।
আরও পড়ুন- চশমাকে বিদায় জানান, এই কায়দায় পরিষ্কার দৃষ্টি ফিরে পান সহজেই
কর্কট/ Cancer রাশিফল Rashifal
ঘরে লাল রঙের গাছ রাখলে সেটি স্বাস্থ্যের জন্যে খুবই লাভদায়ী হবে।
আরও পড়ুন- রবীন্দ্রসংগীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়, ৯৬তম জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি
সিংহ/ Leo রাশিফল Rashifal
ছিদ্রযুক্ত কাপড়ে অশ্বগন্ধার মূল বেঁধে রেখে দিন এবং এটি নিজের কাছে রেখে দিন, এর ফলে আপনি কর্মজীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।
কন্যা/ Virgo রাশিফল Rashifal
পেশাগত জীবনের উন্নতির জন্য মঙ্গল মন্ত্র প্রত্যেকদিন ১১ বার জপ করুন।
তুলা/ Libra রাশিফল Rashifal
পরিবারে শুভ শক্তির বৃদ্ধির জন্য কোনও অশ্বথ বা বটগাছের কাছে বা নিজের গৃহে কোনও মাটি দিয়ে পূর্ণ পাত্রে ২৮ বিন্দু তেল ফেলুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
তিলের তেল দিয়ে বাড়িতে বা মন্দিরে একটি প্রদীপ জ্বালান, এর ফলে কেরিয়ারে উন্নতি নিশ্চিত হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ভালো স্বাস্থ্য এবং সাংসারিক জীবনের জন্য সোনার হার পরুন, যেটি আপনার পেট স্পর্শ করবে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
গুড়, গম, ডালিয়া, লাল লঙ্কা এবং জাফরান দিয়ে বানানো খাবার পিতা বা পিতার সমান ব্যক্তিদের খাওয়ালে আর্থিক স্থিতি ঠিক থাকবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
সূর্য্য স্নান (গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান) করা স্বাস্থ্যের জন্য উপকারী।
মীন/ Pisces রাশিফল Rashifal
আয় বৃদ্ধির জন্য স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে নিন।