/indian-express-bangla/media/media_files/2025/04/15/bWXoNlnADogaW8X0VSt1.jpg)
Horoscope: রাশিফল।
Rashifal Remedies, 12 October 2025: আমাদের জীবনে গ্রহ-নক্ষত্রের বিরাট প্রভাব রয়েছে। আমরা স্বীকার করি ছাই না করি, এই প্রভাবে আমরা প্রভাবিত। তবে, তার হেরফের হতে পারে। যাঁরা গ্রহ-নক্ষত্রের কারণে জীবনে দুর্ভোগ পোহাচ্ছেন, তাঁরা দেখে নিন আজ কোন টোটকায় সামলাবেন সমস্যা।
মেষ/ Aries রাশিফল Rashifal
দুর্গা মন্দিরে ভোগ দিলে আপনার প্রেমের জীবন সুন্দর হবে।
আরও পড়ুন- এই ৫ সুস্বাদু খাবার কেবল ভারতেই মেলে, খেতে কিন্তু দুর্দান্ত!
বৃষ/ Taurus রাশিফল Rashifal
আর্থিক অবস্থা উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান।
আরও পড়ুন- স্বাদে, গন্ধে খাসা! রবিবারই বানিয়ে ফেলুন মাংসের গরগরা
মিথুন/ Gemini রাশিফল Rashifal
আপনার প্রেমের সম্পর্ক আরও মজবুত করতে কুকুরকে বাটিভরতি দুধ খাওয়ান।
আরও পড়ুন- কলকাতার সবচেয়ে সস্তা লাইটের বাজার, দীপাবলির আগেই জমজমাট!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আপনার প্রেমিক বা প্রেমিকাকে ঝিনুক, মুক্ত বা শাঁখের তৈরি জিনিস উপহার দিলে প্রেম জীবন ভালো হবে।
আরও পড়ুন- কলকাতার এই ঐতিহাসিক মন্দির, আজও হয় জীবন্ত দেবীর আরাধনা!
সিংহ/ Leo রাশিফল Rashifal
হলুদ ছানার ডাল কোনও গরুকে খাওয়ালে আপনার সৃজনশীল ভাবনা-চিন্তা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন- অযথা পা নাড়ানোর অভ্যাসে হতে পারে অমঙ্গল, ক্ষতি হতে পারে অর্থভাগ্যেরও!
কন্যা/ Virgo রাশিফল Rashifal
খাঁটি রুপোর বালা পড়লে প্রেমের জীবনের উন্নতি হবে।
তুলা/ Libra রাশিফল Rashifal
গৃহে সুখ-শান্তির জন্য ভৈরব মন্দিরে দুধ ঢালুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
সাদা কালো দাগের কোনও গরুকে খাবার এবং জাবর খেতে দিলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
খাদ্যে সবুজ শস্যর পরিমাণ বাড়ান এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়বে।
মকর/ Capricorn রাশিফল Rashifal
বিবর্ণ এবং পুরোনো কাপড়, খবরের কাগজ ইত্যাদি ঘর থেকে ফেলে দিন তাহলে ঘরে সুখ বিরাজ করবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
ঝাড়ুদারকে মুসুর ডাল দান করুন এবং তাঁকে বিভিন্ন ভাবে সাহায্য করুন, এর ফলে আপনার স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পরবে।
মীন/ Pisces রাশিফল Rashifal
ভগবান ভৈরবের আরাধনা করলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পরবে।
অনেকেই বিশ্বাস করেন, কপালে যা লেখা আছে, তা আর বদলায় না। তবে, যাঁরা মনে করেন যে বিভিন্ন ভাবে দুর্ভাগ্যকে কিছুটা হলেও কম করা সম্ভব, এই টিপস তাঁদের জন্যই।