/indian-express-bangla/media/media_files/2025/04/29/d6DwFB608mysWR3vXGAb.jpg)
Horoscope: রাশিচক্র।
Rashifal Remedies, 13 October 2025: আমাদের জীবনে গ্রহ-নক্ষত্রের প্রভাব অস্বীকার করা যায় না। যাঁরা এই সব কারণে বা গ্রহের ফেরে দুর্ভোগ পোহাচ্ছেন, তাঁরা দেখে নিন আজ কোন টোটকায় সমস্যা সামলাবেন।
মেষ/ Aries রাশিফল Rashifal
মদ্যপান বন্ধ করলে পারিবারিক জীবনে আনন্দ উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন- রাজ্যের এই স্থাপত্যের সঙ্গে জডিয়ে সম্রাট শাহজাহানের ছেলের নাম, দেখতে যেতে পারেন সহজেই
বৃষ/ Taurus রাশিফল Rashifal
ভালোবাসার মানুষকে সাদা রঙের ফুল যেমন জেসমিন বা গোলাপ দান করলে আপনার প্রেমের জীবন সুখের ও আনন্দের হবে।
আরও পড়ুন- টিফিনটা করুন জমজমাট! মুচমুচে চিজি ফিশ ফ্রাই সহজে বানান ঘরেই
মিথুন/ Gemini রাশিফল Rashifal
কেতু মন্ত্র ১১ বার দিনে জপ করুন, এর ফলে আপনি কর্ম জীবনে ও ব্যবসায়ে উন্নতি করবেন।
আরও পড়ুন- কণিকা বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতন থেকে বিশ্ব মঞ্চ, মুগ্ধ করেছেন গানে!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
আপনার ভালোবাসার মানুষকে হলুদ বর্ণের ফুল উপহার হিসেবে দান করুন, এটি আপনাদের প্রেমের সম্পর্ক কে মধুর করে তুলবে।
আরও পড়ুন- কলকাতার সবচেয়ে সস্তা লাইটের বাজার, দীপাবলির আগেই জমজমাট!
সিংহ/ Leo রাশিফল Rashifal
বহমান জলে পেঁয়াজ বা রসুনের গুচ্ছ নিক্ষেপ করলে তা আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটাবে।
আরও পড়ুন- এই ৫ সুস্বাদু খাবার কেবল ভারতেই মেলে, খেতে কিন্তু দুর্দান্ত!
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কাক-কে রুটি ও সাদা পাউরুটি খাওয়ালে তা আপনার আর্থিক বিকাশের জন্য খুবই ফলপ্রসূ হবে।
তুলা/ Libra রাশিফল Rashifal
লাল রঙের গ্লাসে জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রতিদিন সেই জল পান করলে শরীর ভালো থাকবে।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
সুস্বাস্থ্য বজায় রাখার জন্য, গাছের পাতা বা অঙ্কুর ছিঁড়বেন না, কারণ এগুলো বৃহস্পতি বা ব্রহ্মার রূপ।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
ব্যবসা ও বাণিজ্যের উন্নতির জন্য আপনার পকেট এ সবুজ রুমাল রাখুন বা নিজের সঙ্গে সেটা রাখুন।
মকর/ Capricorn রাশিফল Rashifal
অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সূর্য চালিশা এবং আরতি পাঠ করুন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
ভালোবাসার মানুষকে রুপোর হাতি উপহার দিলে প্রেম আরও দৃঢ় হবে আপনাদের মধ্যে।
মীন/ Pisces রাশিফল Rashifal
পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা ও কালো কম্বল দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে।