/indian-express-bangla/media/media_files/2025/03/11/AFw53gQF12Yx0Uuve6Uo.jpg)
Thursday: বৃহস্পতিবার
Rashifal Remedies, 16 October 2025: মুখে যাই বলি, আমাদের প্রত্যেকের জীবনে গ্রহ-নক্ষত্রের প্রভাব রয়েছে। যাকে কিছুতেই অস্বীকার করা যায় না। যাঁরা গ্রহের ফেরে দুর্ভোগ পোহাচ্ছেন, তাঁরা দেখে নিন আজ কোন টোটকায় সামলাবেন সমস্যা।
মেষ/ Aries রাশিফল Rashifal
অশ্বথ গাছের শিকড়ে তেল ঢাললে আপনার আর্থিক সমৃদ্ধি ঘটবে।
আরও পড়ুন- ধনতেরসেই কেনা হয় কেন, শাস্ত্রমতে ঝাড়ু রাখার নিয়মটা কী?
বৃষ/ Taurus রাশিফল Rashifal
ঘরে গঙ্গাজলের কোন না কোন ভাবে প্রয়োগ করলে আর্থিক স্থিতি ভালো থাকবে।
আরও পড়ুন- দীপাবলি কবে, ২০ না ২১ অক্টোবর? পুজোর আগেই ঘরে আনুন এই ৫ মূর্তি!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
বিভিন্ন আটার সংমিশ্রণে তৈরি রুটি পাখিদের খাওয়ালে আপনার আর্থিক উন্নতি ঘটবে।
আরও পড়ুন- কালীপুজোর রাতে মহাসরস্বতীর পুজোয় মেতে ওঠে এই গ্রাম! জানেন কোথায়?
কর্কট/ Cancer রাশিফল Rashifal
হনুমানজির মন্দিরে বাদাম দান করে তার অর্ধেক বাড়িতে নিয়ে এসে আপনার আলমারির মধ্যে রেখেদিলে তা আপনার আর্থিক সংস্থানের জন্য অনুকূল হবে।
আরও পড়ুন- কলকাতার উত্তর প্রান্তের প্রাচীন ‘সিদ্ধেশ্বরী কালী মন্দির’, জানেন-এর অলৌকিক ইতিহাস?
সিংহ/ Leo রাশিফল Rashifal
দুধে হলুদ গুলিয়ে খেলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।
আরও পড়ুন- ধনত্রয়োদশীতে লক্ষ্মী ও ধন্বন্তরির পুজোয় কী উপকার, শুভ তিথি কখন?
কন্যা/ Virgo রাশিফল Rashifal
কর্মজীবনে উন্নতির জন্য ব্রোঞ্জের মুদ্রা সবুজ সুতোয় বেঁধে তা পরিধান করুন।
তুলা/ Libra রাশিফল Rashifal
আর্থিক অবস্থা ভালো রাখতে সূর্যোদয়ের সময় সূর্য মন্ত্র জপ করুন।
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
পরিবারের সদস্যদের ভালোবাসা এবং স্নেহের জন্য চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল, চিনি, দুধ ইত্যাদি ধর্মীয় সংস্থা এবং প্রতিষ্ঠানে দান করুন।
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
কর্মজীবনে প্রগতির জন্য এবং কাজ ও জীবনের সঠিক অনুপাত রক্ষা করার জন্য আপনার বাড়ী যথেষ্ট বাতানুকূল হওয়া প্রয়োজন ও মুখের দরজা দিয়ে যথেষ্ট হাওয়া ঢোকার ব্যবস্থা করা দরকার।
মকর/ Capricorn রাশিফল Rashifal
তরল জাতীয় খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
মাছেদের আটার বল বানিয়ে খাওয়ান।
মীন/ Pisces রাশিফল Rashifal
গুড় এবং মুসুর ডাল আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন। এটি আপনার প্রেম জীবনকে প্রভাবিত করবে।