Rashifal Remedies, 19 October 2025: সহজেই দূর করুন আজকের দুর্ভাগ্য, কাজে লাগান এই টিপস

Rashifal Remedies 2025: আজকের দিনে দুর্ভাগ্য থেকে বাঁচতে এই সমস্ত টিপসগুলো কাজে লাগান। অভিজ্ঞ জ্যোতিষীদের দেওয়া টিপসের দৌলতে দুর্ভোগ দূর করে হন সফল।

Rashifal Remedies 2025: আজকের দিনে দুর্ভাগ্য থেকে বাঁচতে এই সমস্ত টিপসগুলো কাজে লাগান। অভিজ্ঞ জ্যোতিষীদের দেওয়া টিপসের দৌলতে দুর্ভোগ দূর করে হন সফল।

author-image
IE Bangla Lifestyle Desk
New Update
Horoscope: রাশিচক্র

Horoscope: রাশিচক্র।

Rashifal Remedies, 19 October 2025: প্রত্যেকেরই জীবনে ওঠাপড়া থাকে। এর পিছনে গ্রহের এক বিরাট ভূমিকা রয়েছে। একেই বলে গ্রহের ফের। আর, তা থেকে বাঁচতে আজকের দিনে কাজে লাগান এই সমস্ত টিপস।

Advertisment

মেষ/ Aries রাশিফল Rashifal 

বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে খাবার ভাগ করে নিলে আপনার আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে।

আরও পড়ুন- কালী যেখানে ধন্বন্তরী! 'রোগহারিণী কালী'র কাহিনি জানেন?

বৃষ/ Taurus রাশিফল Rashifal

মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হনুমানজির বা ভৈরবের পূজা করুন।

আরও পড়ুন- অ্যান্টনিই কি কলকাতার ফিরিঙ্গি কালীবাড়ির প্রতিষ্ঠাতা?

মিথুন/ Gemini রাশিফল Rashifal 

আপনার আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য কোনও খালি পাত্রে ব্রোঞ্জের টুকরো রেখে দিন।

Advertisment

আরও পড়ুন- জাগ্রত দেবী! মন্দির নির্মাণে জড়িয়ে এই বেদনাময় কাহিনি

কর্কট/ Cancer রাশিফল Rashifal

সবুজ রঙের জামা কাপড় পরিধান করুন।

আরও পড়ুন- হইচই হচ্ছে, কিন্তু এগুলো জানলে ধনতেরাস সম্পর্কে নতুন করে ভাববেন!

সিংহ/ Leo রাশিফল Rashifal 

সূর্য্য স্নান (গম, গোটা লাল মুসুর এবং লাল সিঁদুর মিশিয়ে স্নান) করা স্বাস্থ্যের জন্য উপকারী।

আরও পড়ুন- ধনতেরাসে এর মধ্যে কোনও ১টা উপহার দিন, আত্মীয়-বন্ধুরা চিরকাল সুনাম করবে!

কন্যা/ Virgo রাশিফল Rashifal 

পরিবারের সুখ বৃদ্ধির জন্য দুধ, মিছরি এবং সাদা গোলাপ কোনও পবিত্র স্থানে দান করুন।

আরও পড়ুন- ধনতেরাসের কোন মুহূর্ত সেরা, কেনাকাটা করলে হয় ধনবৃষ্টি?

তুলা/ Libra রাশিফল Rashifal

রোজ তুলসীর পাতা সেবন করলে তা আপনার স্বাস্থ্যের জন্য খুবই লাভদায়ক হবে।

আরও পড়ুন- ধনতেরাসে ধনবৃদ্ধির এই হল সেরা ৭টি সহজ উপায়, পূজার শুভ সময় কখন?

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal

খারাপ এবং নেতিবাচক ভাবনাচিন্তা থেকে মুক্ত থাকতে হলুদ দেওয়া দুধ পান করুন।

আরও পড়ুন- ১৮ না ১৯ অক্টোবর ধনতেরাস কবে? কী কিনলে ফিরবে কপাল, জানুন ৫ গুরুত্বপূর্ণ টিপস

ধনু/ Sagitarious রাশিফল Rashifal

খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক অবস্থা ভালো হবে।

মকর/ Capricorn রাশিফল Rashifal

তেঁতুল গাছে রোজ জল দিলে আপনার স্বাস্থ্যের ওপর তার ভালো প্রভাব পড়বে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal 

অপরকে দরকারের সময় সাহায্য করুন, নিজের সময়, স্ফূর্তি এবং বুদ্ধিমত্তা ব্যবহার করুন, এর ফলে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করবেন।

মীন/ Pisces রাশিফল Rashifal

অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সূর্য চালিশা এবং আরতি পাঠ করুন।

remedies rashifal