ঠিক একসপ্তাহ আগে লেস্টার সিটির বিরুদ্ধে ৪ গোল হজম করেছিলেন। একসপ্তাহ পরে সেই ফলাফলে কিছুই পরিবর্তন হল না। ইপিএলে আস্টন ভিলার জার্সিতে গোলের পর গোল হজম করেই চলেছেন মার্টিনেজ। রবিবার রাতে ম্যান সিটির বিপক্ষে তিন গোল হজম করলেন বিশ্বকাপজয়ী কিপার।
ইপিএলের মেগা ম্যাচে পেপ গুয়ার্দিওলার সিটি ৩-১ গোলে বিধ্বস্ত করল ভিলাকে। বিরতির আগেই তিন গোল হজম করে বসেন মার্টিনেজ। প্রথমেই রদ্রির গোলের পর বিরতির আগে সাত মিনিটের মধ্যে জোড়া গোল হজম করতে হয় আস্টন ভিলাকে। ইকের গুণ্ডেগানের সঙ্গেই সিটির হয়ে তৃতীয় গোল করে যান রিয়াধ মাহরেজ।
আরও পড়ুন: হারার পরেই PSG সতীর্থদের সঙ্গে ব্যাপক ঝামেলা নেইমারের! ড্রেসিংরুমের তোলপাড়ে তছনছ সুপারস্টারের ভবিষ্যৎ
দ্বিতীয়ার্ধে ওয়াটকিন্স একটি গোলশোধ করলেও তা ভিলার দুরবস্থা মেটাতে যথার্থ ছিল না। বিশ্বকাপের পর ১ জানুয়ারি টটেনহ্যাম ম্যাচে নামেন গোল্ডেন গ্লাভসজয়ী কিপার। তারপরে লেস্টারের বিপক্ষে খেলার আগে বিশ্বকাপের মতই দলকে ভরসা জোগাচ্ছিলেন দলকে। মাত্র তিনটি গোল হজম করেছিলেন শেষ পাঁচ ম্যাচে। তবে শেষ দুই ম্যাচেই ৭ গোল হজম করতে হল মার্টিনেজকে।
আরও পড়ুন: মেসির জন্যই আটকে এমবাপের ব্যালন ডি’অর! শত্রুতার কাঁটা সরিয়ে ফরাসি তারকাকে ফুলের মালা মার্টিনেজের
ম্যাচের মাত্র ৪ মিনিটে রিয়াধ মাহরেজের ক্রস থেকে প্ৰথম গোল করে যান মিডফিল্ডার রদ্রি। এরপরে সারাক্ষণ ভিলার ওপর চাপ বাড়িয়ে যায় সিটি। ৩৯ মিনিটে এমি মার্টিনেজ এবং ডিফেন্ডার ক্যালাম চেম্বার্স নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করে বসায় ভিলা বক্সে আক্রমণ হানেন হালান্ড। তিনিই পাস বাড়ান ইকের গুণ্ডাগানকে। এরপরে বিরতির আগে সংযোজিত সময়ে জ্যাক গ্রিলিশকে বক্সের মধ্যে ফাউল করেন ভিলা মিডফিল্ডার জ্যাকব রামসে। মাহরেজের পা থেকেই সিটি ৩-০ করে যান। ৬১ মিনিটে ভিলার হয়ে একটি গোলশোধ করে যান অলি ওয়াটকিন্স।