/indian-express-bangla/media/media_files/2025/02/05/jBdt31aghaqnuHfWZQZf.jpg)
Rashifal Remedies: দেখে নিন আজকের টিপস।
Rashifal Remedies, 09 October 2025: আমাদের জীবন গ্রহ-নক্ষত্রের প্রভাবিত। আমাদের প্রত্যেকের জীবনে এই গ্রহ এবং নক্ষত্রের ব্যাপক প্রভাব রয়েছে। সেটা আমরা স্বীকার করি ছাই না করি। যাঁরা গ্রহ-নক্ষত্রের কারণে জীবনে দুর্ভোগ পোহাচ্ছেন, তাঁরা দেখে নিন আজ কোন টোটকায় সামলাবেন সমস্যা!
মেষ/ Aries রাশিফল Rashifal
শুভ রং লাল, আর্থিক পরামর্শ- বিনিয়োগে নতুন সুযোগ আসবে।
আরও পড়ুন- জানুন আজকের ভাগ্য, প্রেম, কর্ম, অর্থ-ভাগ্য কার কেমন
বৃষ/ Taurus রাশিফল Rashifal
শুভ রং সবুজ, পরামর্শ- ব্যয়ের পাশাপাশি সঞ্চয়ের দিকেও নজর দিন।
আরও পড়ুন- কলকাতা থেকে খুব দূরে নয়, ঘুরে আসুন তারিণী মন্দিরে, দেবী এখানে জাগ্রত!
মিথুন/ Gemini রাশিফল Rashifal
শুভ রং আকাশি, পরামর্শ- আজ ঝুঁকি নিয়ে কাজ না করাই ভালো।
আরও পড়ুন- এইচ-১বি ভিসা নীতির ধাক্কায় ভারতের বিয়ের বাজারে এনআরআই বরের চাহিদা কমছে!
কর্কট/ Cancer রাশিফল Rashifal
শুভ রং সাদা, পরামর্শ- ধৈর্য এবং কূটনীতির সঙ্গে কাজ করুন।
আরও পড়ুন- ধনেপাতা-আলু দিয়ে সহজেই বানান পাবদা মাছের ঝোল, মুখে লেগে থাকবে!
সিংহ/ Leo রাশিফল Rashifal
শুভ রং কমলা, পরামর্শ- অহংকার থেকে দূরে থাকুন।
আরও পড়ুন- পকেট খালি না করেই পাকা চুল কালো করার জাদু! ঘরোয়া জিনিসই দেখাবে ম্যাজিক
কন্যা/ Virgo রাশিফল Rashifal
শুভ রং বাদামি, পরামর্শ- ধার নেওয়ার আগে দু’বার ভাবুন।
আরও পড়ুন- সংগীত সাধনার অনন্য গুরু, ১৬৩তম জন্মদিনে স্মরণে ওস্তাদ আলাউদ্দিন খাঁ!
তুলা/ Libra রাশিফল Rashifal
শুভ রং নীল, পরামর্শ- বিনিয়োগে চিন্তাভাবনা করে পদক্ষেপ নিন।
আরও পড়ুন- আর ওষুধ না, সিজন চেঞ্জে এই ঘরোয়া টোটকায় রোগভোগ থেকে বাঁচান নিজেকে!
বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal
শুভ রং বেগুনি, পরামর্শ- নতুন প্রকল্পে আত্মবিশ্বাসী হোন।
আরও পড়ুন- চিতাবাঘের ছোপ মার্কা পোশাক, পরলে কী অর্থ দাঁড়ায় জানেন? শুনলে অবাক হয়ে যাবেন!
ধনু/ Sagitarious রাশিফল Rashifal
শুভ রং গোলাপি, পরামর্শ- রাগ নিয়ন্ত্রণে রাখুন।
আরও পড়ুন- চশমাকে বিদায় জানান, এই কায়দায় পরিষ্কার দৃষ্টি ফিরে পান সহজেই
মকর/ Capricorn রাশিফল Rashifal
শুভ রং ধূসর, পরামর্শ- পরিকল্পনা অনুযায়ী কাজ করুন।
কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal
শুভ রং ফিরোজা (সবজে নীল), পরামর্শ- নতুন যোগাযোগ গড়ে তুলুন।
মীন/ Pisces রাশিফল Rashifal
শুভ রঙ সোনালি, পরামর্শ- নতুন বিনিয়োগের ব্যাপারে আশাবাদী থাকুন।