/indian-express-bangla/media/media_files/2025/08/19/ajit-agarkat-2025-08-19-00-54-01.jpg)
অজিত আগরকরের সিদ্ধান্তের অপেক্ষায় গোটা দেশ
Asia Cup 2025: ২০২৫ এশিয়া কাপের জন্য কেমন দল ঘোষণা করবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team), সেটা জানার জন্য গোটা দেশ আপাতত অধীর আগ্রহে অপেক্ষা করছে। ৮ দেশের মধ্যে আয়োজিত এই টুর্নামেন্টের জন্য মঙ্গলবার অর্থাৎ ১৯ অগাস্ট ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হবে। অধিনায়ক সূর্যকু্মার যাদব এবং মুখ্য নির্বাচক অজিত আগরকর (Ajit Agarkar) একটি সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত ঘোষণা করবেন। দলে জসপ্রীত বুমরাহের প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে শুভমান গিলের উপর নির্বাচকরা ভরসা রাখতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
Shubman Gill: ইংল্যান্ডে রান করার এটাই 'পুরস্কার'? এশিয়া কাপ থেকে বাদের খাতায় শুভমান
এই তারিখেই হবে টিম ইন্ডিয়ার স্কোয়াড ঘোষণা
২০২৫ এশিয়া কাপের জন্য ১৯ অগাস্ট ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করা হবে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদর দফতর অর্থাৎ মুম্বইয়ে প্রথমে নির্বাচনী বৈঠকের আয়োজন করা হবে। এরপর অধিনায়ক এবং মুখ্য নির্বাচক অধিনায়ক আগরকর সাংবাদিক বৈঠক করে টিম ইন্ডিয়ার ঘোষণা করবেন। ভারতীয় সময় অনুসারে, বেলা ১টা বেজে ৩০ মিনিটে টিম ইন্ডিয়ার ঘোষণা করা হবে।
Asia Cup 2025: এশিয়া কাপের আগে চূড়ান্ত বিপর্যয়, হাহাকার ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে!
এবারের এশিয়া কাপ টি-২০ ফরম্য়াটে আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে দলের অধিনায়কত্ব সূর্যকুমার যাদবের হাতেই থাকবে। অনেক বছর পর এই প্রথমবার বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়াই এশিয়া কাপ খেলতে নামছে টিম ইন্ডিয়া।
Asia Cup 2025: আইপিএলের ৫ তারকা ব্যাটার, সুযোগ পেতে পারেন এশিয়া কাপে! দেখুন ছবিতে
শুভমান গিলকে নিয়ে সাসপেন্স
সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব শুভমান গিলের কাঁধে ছিল। গোটা টেস্ট সিরিজে নজরকাড়া অধিনায়কত্বের পাশাপাশি শুভমান দুর্দান্ত ব্যাটিং করেছেন। বেশ কয়েকটি সূত্র মারফৎ জানা গিয়েছে, আসন্ন এশিয়া কাপেও শুভমানকে টিম ইন্ডিয়ায় রাখা হবে। সূর্যকুমার যাদব অধিনায়ক হবেন, আর শুভমান হবেন তাঁর ডেপুটি।
Asia Cup 2025: এশিয়া কাপের আগে চরম বিপর্যয়! মাথায় হাত ভারতীয় সমর্থকদের
অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন এমনিতেই ওপেনার হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ। অনেকদিন পর শ্রেয়স আইয়ারও টিম ইন্ডিয়ার টি-২০ ফরম্য়াটে কামব্যাক করতে পারেন। এই টুর্নামেন্টে মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে। বুমরাহের সঙ্গে দেখা যেতে পারে আর্শদীপ সিংকে।
Asia Cup 2025: এশিয়া কাপ থেকে ভারতের টি-২০ দল, শ্রেয়স আইয়ার না থাকলে কি বিপাকে পড়বে টিম ইন্ডিয়া?
বিশ্বকাপের জন্য নির্বাচন করা হবে মহিলা দল
মুম্বইয়ে আয়োজিত এই নির্বাচনী বৈঠকে মহিলা ওয়ানডে বিশ্বকাপের দলও ঘোষণা করা হবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আয়োজিত ওয়ানডে সিরিজের জন্যও দল নির্বাচন করা হবে। অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং মুখ্য নির্বাচক দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে সাংবাদিক বৈঠকে দল ঘোষণা করবেন।