দেখতে দেখতে ২০১৮ সালটা প্রায় শেষের পথে। পুরাতন আর নতুনের মাঝে আর কয়েকটা দিন। ভারতের খেলাধুলোয় এবছরটা রীতিমতো সফল। ক্রিকেট-ফুটবলের বাইরে অন্যান্য খেলা থেকেও উঠে এসেছেন বেশ কিছু নতুন নাম। যাঁরা বিশ্বের সামনে দেশের মুখ উজ্জ্বল করেছেন। আগামীর যাবতীয় সম্ভাবনার ইঙ্গিত ছিল তাঁদের পারফরম্যান্সে।ভারতীয় ক্রীড়া দুনিয়ার সেই নয়া নক্ষত্রদের কথাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
হিমা দাস
চলতি বছর জুলাইয়ের ঘটনা। খবরের শিরোনামে এলেন হিমা দাস। আসামের এই কন্যা ইতিহাস লিখলেন অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। ফিনল্যান্ডের মাটি থেকে ট্র্যাক ইভেন্টে দেশের জন্য সোনা ছিনিয়ে আনলেন। ৫১.৪৬ সেকেন্ডে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতলেন হিমা। দেশের প্রথম মহিলা হিসেবে এই নজির গড়লেন আসামের ‘ধিং এক্সপ্রেস’। আসমুদ্র হিমাচলের ভালবাসা কুড়িয়ে নিলেন হিমা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারত পেল এক নয়া প্রতিভা। হিমা হয়ে গেলেন ইউনিসেফের ইউথ অ্যাম্বাসডর।
আরও পড়ুন: হিমা দাসের কোচ নিপন দাসের বিরুদ্ধে উঠল যৌন হেনস্থার অভিযোগ
স্বপ্না বর্মণ
অগাস্ট মাসের এক রাতে দিনের আলোর মতো ফুটে উঠলেন স্বপ্না বর্মণ। জলপাইগুড়ির অত্যন্ত অভাবী পরিবারের মেয়ে প্রথম ভারতীয় হিসেবে এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা জিতলেন। অসহ্য দাঁতের যন্ত্রণা নিয়েও দেশের জন্য দু’দিন ধরে দাঁতে-দাঁত চেপে সাতটা ইভেন্টে লড়াই করেছিলেন বছর বাইশের কন্যা। ২০১৭ সালে নয়া দিল্লিতে ফেডারেশন কাপ ও ভুবনেশ্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতে নিজের জাত চেনানো হিমা জাকার্তায় গিয়েও ছিনিয়ে নিলেন সোনা। আজ তিনি নিজেই স্পোর্টসের ব্র্যান্ড হয়ে উঠেছেন।
পৃথ্বী শ
মাস দু'য়েক আগের ঘটনা। গুজরাটের রাজকোট দেখলো ক্রিকেটের নতুন রাজা। বিশ্ব ক্রিকেট পেল মুম্বইয়ের তরুণ তুর্কি ব্যাটসম্যান পৃথ্বী শ’কে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেই নজির গড়লেন তিনি। ১৫ নম্বর ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন পৃথ্বী। কেরিয়ারের প্রথম টেস্টে এটিই ছিল তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। শচীন তেন্ডুলকরের পর দ্বিতীয় তরুণ ক্রিকেটার হিসেবে পৃথ্বী সেঞ্চুরি করেছিলেন। চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দু’টো টেস্টে দলে থেকেও প্রথম একাদশে সুযোগ পাননি পৃথ্বী। এহেন পৃথ্বী মাত্র তেরো বছর বয়সেই খবরের শিরোনামে এসেছিলেন, মুম্বইয়ে প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ হ্যারিস শিল্ডে ৫৪৬ রান করে। তার পাঁচ বছর পরেই দেশের জার্সিতে অভিষেক টেস্টে পেলেন শতরান।
আরও পড়ুন: কলকাতায় বাড়ির বন্দোবস্ত করে দিক রাজ্য সরকার, আবেদন স্বপ্না বর্মণের
মণিকা বাত্রা
চলতি বছর এপ্রিলে সকলকে চমকে দিয়েছিলেন মণিকা বাত্রা। গোল্ড কোস্টে দিল্লির বছর বাইশের কন্যা কামাল করেছিলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে টেবিল টেনিস সিঙ্গলসে দেশকে সোনা এনে দেন তিনি। ব্যক্তিগত দক্ষতায় শুধুই সোনা জেতেননি তিনি। মিক্সড টেবিল টেনিসে সোনার পাশাপাশি ডাবলসে রুপোও জিতেছেন মণিকা।
আরও পড়ুন: বিদেশে পৃথ্বীর সাফল্য নিয়ে নিশ্চিত সৌরভ, শেহওয়াগের সঙ্গে তুলনায় নারাজ
ভিনেশ ফোগাট
গত ন’মাসে কুস্তিতে একের পর এক সাফল্যের মুখ দেখেছেন ভিনেশ ফোগাট। বছর চব্বিশের যুবতী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে এশিয়াডে স্বর্ণপদক তো জিতেছেনই। পাশাপাশি কনমনওয়েলথ ও স্পেন গ্রাঁ পিক্সেও তাঁর ঝুলিতে এসেছিল সোনা। ‘দঙ্গল’ ছবির হাত ধরে গীতা ও ববিতা ফোগাট আজ দেশের সেলিব্রিটি কুস্তিগীর হয়ে উঠেছেন। দু’জনেই কমনওয়েলথ থেকে দেশকে পদক এনে দিয়েছেন। গীতা-ববিতা ছাড়াও বাকি বোনেদের মধ্যে ভিনেশ ফুল ফোটাচ্ছেন।
হিমা, স্বপ্না, পৃথ্বী, মণিকা বা ভিনেশ শুধু নিজেরাই সফল হননি। তাঁদের দেখে অনুুপ্রাণিত হয়ে আজ দেশের তরুণ প্রজন্মও চাইছে ক্রিকেট-ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও নিজেদের প্রতিষ্ঠিত করতে। এখানেই হিমা-স্বপ্নাদের কৃতিত্ব।