/indian-express-bangla/media/media_files/2025/08/02/ravindra-jadeja-injury-2025-08-02-21-22-42.png)
ব্যাট করার সময় পায়ে চোট পেয়েছেন রবীন্দ্র জাদেজা
Ravindra Jadeja: ঠিক যেভাবে চোট পেয়েছেন টিম ইন্ডিয়ার কিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant), ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গেও প্রায় একই ঘটনা ঘটতে চলেছিল। কেনিংটন ওভালে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে পঞ্চম তথা অন্তিম টেস্ট ম্য়াচে ব্যাট করতে নেমে পায়ে মারাত্মক চোট পেয়েছেন জাদেজা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে।
ভারত এবং ইংল্যান্ডের মধ্যে আয়োজিত ২০২৫ অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির শেষ ম্য়াচটি লন্ডনের কেনিংটন ওভালে আয়োজন করা হয়েছে।
আরেকটু হলেই ভেঙে যাচ্ছিল রবীন্দ্র জাদেজার পা
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে চতুর্থ টেস্ট ম্য়াচের খেলার সময় ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থের পায়ে মারাত্মক চোট লেগেছিল। ক্রিস ওকসের একটি ডেলিভারিতে তিনি রিভার্স সুইপ মারতে গিয়েছিলেন। বলটা তাঁর ব্যাটের নীচের কানায় লেগে সোজা জুতোয় আঘাত করে। এরপর ঋষভ কাতরাতে-কাতরাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে স্ক্যানের রিপোর্ট আসার পর জানা যায়, তাঁর পায়ের হাড় ভেঙে গিয়েছে।
IND vs ENG 5th Test: আকাশ দীপ গড়লেন এমন রেকর্ড, গত ২৫ বছরে যা করেছেন মাত্র চার ভারতীয়!
পঞ্চম টেস্ট ম্য়াচে প্রায় একইরকমভাবে চোট পাচ্ছিলেন রবীন্দ্র জাদেজাও। বলটা তাঁর পায়ে লাগতে না লাগতেই মাটিতে বসে পড়েন তিনি। এই দৃশ্য দেখে ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের কপালে বিন্দু-বিন্দু ঘাম জমতে শুরু করেছিল। সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়ার চিকিৎসকরা মাঠের মধ্যে দৌড়ে আসেন।
IND vs ENG 5th Test: যশস্বী ঝড়ে উড়ল ইংরেজরা, সেঞ্চুরি করেই ভাগ বসালেন রোহিত-গাভাসকারের রেকর্ডে
৬৭ ওভারের ষষ্ঠ বলে এই ঘটনাটি ঘটেছে। জস টাংয়ের একটি বিষাক্ত ইয়র্কার ডেলিভারি সোজা জাদেজার ফ্রন্ট ফুটে আঘাত করে। টাং নিশ্চিত ছিলেন যে তিনি জাদেজার উইকেট শিকার করে ফেলেছেন। এমনকী, আম্পায়ারের দিকে না তাকিয়েই আউটের জন্য আবেদন করতে থাকেন। সেটা দেখে কুমার ধর্মসেনাও আকাশের দিকে আঙুল তুলে দেন।
IND vs ENG 5th Test KL Rahul Record: ২২ বছর পর বদলাল ইতিহাস, ওভাল টেস্টে কোন রেকর্ড গড়লেন রাহুল?
দেখুন ভিডিও
"That's a nasty blow, that could hurt" 🫣
— Sky Sports Cricket (@SkyCricket) August 2, 2025
Ravindra Jadeja receives treatment on his foot 🤕 pic.twitter.com/79rqKMYf4U
এরপর রবীন্দ্র জাদেজা ধ্রুব জুরেলের (৩৪) সঙ্গে সামান্য আলোচনার পর DRS নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। টেলিভিশন রিপ্লে-তে দেখা যায়, ইমপ্যাক্ট অফ-সাইডের বাইরে ছিল। শেষপর্যন্ত এই অলরাউন্ডারকে নট-আউট দেওয়া হয়।
Jasprit Bumrah in Asia Cup: এশিয়া কাপে খেলবেন না বুমরাহ! কী হল ভারতের এই তারকা পেসারের?
ততক্ষণে টিম ইন্ডিয়ার ফিজিও মাঠে এসে হাজির হয়েছে। জাদেজার পায়ে মোটা ব্যান্ডেজ বেঁধে দিলেন। পাশাপাশি, পেইন-কিলারও দেওয়া হয় ভারতের এই তারকা অলরাউন্ডারকে। সৌভাগ্যের বিষয়, জাদেজার চোট ঋষভের মতো অতটাও মারাত্মক ছিল না। অবশেষে ভারতের ব্যাটিং আবারও শুরু হয়। জাদেজা আপাতত ৩৬ রানে ব্যাট করছেন। আর টিম ইন্ডিয়ার লিড ৩০০ রানের চৌকাঠ স্পর্শ করেছে।