/indian-express-bangla/media/media_files/2025/09/04/indian-football-team-practice-2025-09-04-02-54-54.jpg)
অনুশীলন করছেন ভারতীয় ফুটবলাররা
Indian Football Team: বৃহস্পতিবার (৪ অগাস্ট) আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। ২০২৫ কাফা নেশনস কাপের প্লে-অফে পৌঁছতে গেল এই খেলায় জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তাজাখস্তানের হিসোর সেন্ট্রাল স্টেডিয়ামে এই ম্য়াচের আয়োজন করা হচ্ছে।
Indian Football Team: প্রথম ম্য়াচেই খালিদ ম্য়াজিক, অবশেষে জয়ের সরণীতে ভারতীয় ফুটবল দল
নীল শার্দূলের দল এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে দুটো ম্য়াচ খেলেছে। এরমধ্যে তারা একটায় জিতেছে। আর একটা হেরে গিয়েছে। এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে তাজাখস্তানের (২-১) বিরুদ্ধে টিম ইন্ডিয়া জয়লাভ করলেও আইআর ইরানের (০-৩) বিরুদ্ধে হেরে যায় ভারত। আপাতত ভারত এবং তাজাখস্তান দুটো দলই ৩ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। যদিও হেড-টু-হেড রেকর্ডে ভারত কিছুটা হলেও এগিয়ে থাকবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ স্থানাধিকারী দল ফাইনালের দিকে রওনা দেবে। অন্যদিকে, দুই দ্বিতীয় স্থানাধিকারী দলের মধ্যে তৃতীয় স্থানের লড়াই হবে।
Indian Football Team: সত্য়িই নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল? জানুন আসল সত্যিটা
ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল এখনই জটিল অঙ্কের হিসেবে যেতে চাইলেন না। আগে এই গুরুত্বপূর্ণ ম্য়াচটা তিনি জিততে চান। ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বললেন, 'বর্তমানে আমরা এতকিছু জটিল বিষয়ে মাথা গলাতে চাইছি না। এসব হিসেব কষে কোনও লাভ নেই। আমাদের লক্ষ্য আপাতত একটাই। জয়ের জন্যই আমরা মাঠে নামব।'
Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের (১৩৩) থেকে অনেকটাই নীচে রয়েছে আফগানিস্তান (১৬১)। হেড-টু-হেড রেকর্ড বিচার করলে, দুটো দলের মধ্য়ে মোট ১৩ ম্য়াচ খেলা হয়েছে। এরমধ্য়ে ভারতের বিরুদ্ধে আফগানিস্তান মাত্র ২ ম্য়াচে জয়লাভ করেছে। আর এই দুই দলের মধ্যে সাতটা ম্য়াচ ড্র হয়েছে।
এবার প্রতিশোধের পালা ভারতের
ভারত এবং আফগানিস্তানের মধ্যে গত বছর শেষবার খেলা হয়েছিল। গুয়াহাটিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ওই ম্য়াচে টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে হেরে গিয়েছিল। অন্যদিকে, বছর তিনেক আগে আফগানিস্তানের বিরুদ্ধে শেষবার জয়লাভ করেছিল ভারতীয় ফুটবল দল। কলকাতায় আয়োজিত এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী ম্য়াচে ভারত ২-১ গোলে জয়লাভ করেছিল। তবে খালিদ এইসব নিয়ে ভাবছেন না। বরং তিনি কিছুটা সংযত পা ফেলতে চাইছেন।
তিনি বললেন, 'আফগানিস্তান যথেষ্ট ভাল দল। ওদের হালকাভাবে নিলে একেবারেই চলবে না। ওদের কাছে সুযোগ রয়েছে। আমাদের বিরুদ্ধে আপ্রাণ লড়াইয়ের চেষ্টা করবে। গত ম্য়াচে আমরা প্রত্যাশা অনুসারে ফলাফল করতে পারিনি। সেটা মাথায় রেখেই আমাদের মাঠে নামতে হবে।'
Indian Football Coach: বার্সেলোনার প্রাক্তন ম্যানেজারও ফেল! ভারতের কোচ হচ্ছেন এক আই লিগ চ্যাম্পিয়ন?
সঙ্গে খালিদ আরও যোগ করেছেন, 'আমরা রিকভার করার জন্য় পর্যাপ্ত সময় পাইনি। সেকারণে নিজেদের সেরাটা উজাড় করে দিতেই হবে। যারা প্রস্তুতির জন্য খুব বেশি গেম টাইম পায় না, তাদের মাঠে নেমে ১০০ শতাংশ উজাড় করে দিতেই হয়।'
তবে এই ম্য়াচে দলের সেন্টার-ব্যাক সন্দেশ ঝিংগানকে মিস করবে টিম ইন্ডিয়া। গোলকিপার গুরপ্রীত সিং সিন্ধু এবং ডিফেন্ডার রাহুল ভেকের পাশাপাশি সন্দেশও ভারতীয় ফুটবল দলের অধিনায়কত্ব সামলেছেন। ইরানের বিরুদ্ধে খেলতে নেমে চোট পেয়েছিলেন সন্দেশ। সেকারণেই তিনি গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন।