/indian-express-bangla/media/media_files/2025/02/20/7zDXetLHYwQZym2iHeU8.jpeg)
India vs Bangladesh: ভারত বনাম বাংলাদেশ, চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ। (গ্রাফিক্স- সন্দীপন দে)
Bangladesh vs India, ICC Champions Trophy 2025 Score card Updates from Dubai: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচে ৬ উইকেটে জয়ী হল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ১০ উইকেটে তুলেছিল ২২৮ রান। জবাবে ৪৬.৩ ওভারে, অর্থাৎ ২১ বল বাকি থাকতেই করেছে ২৩১ রান। ভারতের অন্যতম ওপেনার শুভমান গিল ১২৯ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ১০১ রানে ও কেএল রাহুল ৪৭ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ৪১ রানে অপরাজিত থেকে গেলেন।
শুভমান বৃহস্পতিবার তাঁর ৮ম ওয়ানডে সেঞ্চুরি করলেন ১২৫ বলে। ভারতের এই ওপেনারের দুর্দান্ত ইনিংসের জন্যই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। আর, সেই সিদ্ধান্তের যথার্থতা গ্রুপের প্রথম ম্যাচেই প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার ওপেনার।
এর আগে দলের ১৪৪ রানের মাথায় ভারতের ৪র্থ উইকেটের পতন হয়। রিশাদ হোসেনের বলে তাঁর হাতেই ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ১২ বলে ১টি চার-সহ ৮ রান করেছেন। মুস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১৭ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন শ্রেয়স। বিরাট কোহলি রিশাদ হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন। ৩৮ বলে ১টি চার-সহ ২২ রান করেছেন কোহলি। ভারত অধিনায়ক রোহিত শর্মা তাসকিন আহমেদের বলে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন। ৩৬ বলে ৭টি চার-সহ ৪১ রান করেছেন রোহিত।
চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ এই গ্রুপ ম্যাচে টস জিতে বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১০ উইকেটে ৪৯.৪ ওভারে তোলে ২২৮ রান। অনবদ্য সেঞ্চুরি করেন তৌহিদ হৃদয়। ১১৪ বলে ৬টি চার এবং ২টি ছয়ের সাহায্যে তিনি সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত তিনি ১১৮ বলে ১০০ রান করে আউট হন। হর্ষিত রানার বলে মহম্মদ শামির হাতে ধরা পড়েন। এর আগে তৌহিদ ব্যাটসম্যান জাকির আলির সঙ্গে যৌথভাবে বড় পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক স্কোর থেকে রক্ষা করেন।
আরও পড়ুন- ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১১,০০০ রানের তালিকায় দ্বিতীয়, বিরাট সাফল্য রোহিতের
ম্যাচে মহম্মদ শামির বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন তাসকিন আহমেদ। ৬ বলে ৩ রান করেন তাসকিন। মহম্মদ শামির বলে বোল্ড হয়েছেন তানজিম হাসান সাকিব। তিনি ৪ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। হর্ষিত রানার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন রিশাদ হোসেন। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ১৮ রান করেন। মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়লেন জাকির আলি। তিনি ১১৪ বলে ৪টি চার-সহ ৬৮ রান করেছেন। তানজিদ হাসানকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। তানজিদের ক্যাচ ধরেন কেএল রাহুল। ২৫ বলে ৪টি চার-সহ ২৫ রান করেছেন তানজিদ।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি: বিরাট নজির শামির, স্পর্শ ২০০ ওয়ানডে উইকেটের মাইলফলকে
তাঁর আগে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ অক্ষর প্যাটেলের বলে ধরেন কেএল রাহুল। মুশফিকুর ১ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। মহম্মদ শামির বলে শুভমান গিলের হাতে ধরা পড়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ১০ বলে ১টি চার-সহ ৫ রান করেছেন। এর আগে, মহম্মদ শামির বলে বিনা রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন সৌম্য সরকার। তিনি ৫ বল খেলেও কোনও রান করতে পারেননি। আর, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়েছেন হর্ষিত রানা। শান্ত ২ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। শান্তর ক্যাচ ধরেছেন বিরাট কোহলি।
আরও পড়ুন- হ্যাটট্রিক করতেন অক্ষর, ক্যাচ ফসকানোর দায় নিয়ে মাঠেই ক্ষমাপ্রার্থনা রোহিতের
টিম ইন্ডিয়ার লক্ষ্য, রেকর্ড সংখ্যক তৃতীয়বারের মত এই ট্রফি জয়। এই টুর্নামেন্টে ভারত এবং বাংলাদেশ, এর আগে মাত্র একবারই একে অপরের মুখোমুখি হয়েছিল, সেটা ২০১৭ সালে।
উভয় দলের একাদশ
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
-
Feb 20, 2025 21:58 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: ২১ বল বাকি থাকতে ৬ উইকেটে জয়ী ভারত
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-বাংলাদেশ ম্যাচে ৬ উইকেটে জয়ী হল ভারত। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৪৯.৪ ওভারে ১০ উইকেটে তুলেছিল ২২৮ রান। জবাবে ৪৬.৩ ওভারে, অর্থাৎ ২১ বল বাকি থাকতেই করেছে ২৩১ রান। ভারতের অন্যতম ওপেনার শুভমান গিল ১২৯ বলে ৯টি চার এবং ২টি ছয়-সহ ১০১ রানে ও কেএল রাহুল ৪৭ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ৪১ রানে অপরাজিত থেকে গেলেন।
শুভমান বৃহস্পতিবার তাঁর ৮ম ওয়ানডে সেঞ্চুরি করলেন ১২৫ বলে। ভারতের এই ওপেনারের দুর্দান্ত ইনিংসের জন্যই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। আর, সেই সিদ্ধান্তের যথার্থতা গ্রুপের প্রথম ম্যাচেই প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার ওপেনার।
এর আগে দলের ১৪৪ রানের মাথায় ভারতের ৪র্থ উইকেটের পতন হয়। রিশাদ হোসেনের বলে তাঁর হাতেই ধরা পড়েন অক্ষর প্যাটেল। তিনি ১২ বলে ১টি চার-সহ ৮ রান করেছেন। মুস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১৭ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন শ্রেয়স। বিরাট কোহলি রিশাদ হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন। ৩৮ বলে ১টি চার-সহ ২২ রান করেছেন কোহলি। ভারত অধিনায়ক রোহিত শর্মা তাসকিন আহমেদের বলে রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন। ৩৬ বলে ৭টি চার-সহ ৪১ রান করেছেন রোহিত।
-
Feb 20, 2025 21:52 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: সেঞ্চুরি শুভমানের
শুভমান গিল বৃহস্পতিবার তাঁর ৮ম ওয়ানডে সেঞ্চুরি করলেন ১২৫ বলে। ভারতের এই ওপেনারের দুর্দান্ত ইনিংসের জন্যই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়েছে। আর, সেই সিদ্ধান্তের যথার্থতা গ্রুপের প্রথম ম্যাচেই প্রমাণ করলেন টিম ইন্ডিয়ার ওপেনার।
-
Feb 20, 2025 20:43 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: ভারতের ৪র্থ উইকেটের পতন, আউট অক্ষর প্যাটেল
ভারতের ৪র্থ উইকেটের পতন হল। রিশাদ হোসেনের বলে তাঁর হাতেই ধরা পড়লেন অক্ষর প্যাটেল। তিনি ১২ বলে ১টি চার-সহ ৮ রান করেছেন। মুস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ১৭ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন শ্রেয়স। বিরাট কোহলি রিশাদ হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন। ৩৮ বলে ১টি চার-সহ ২২ রান করেছেন কোহলি। এর আগে আউট হন রোহিত শর্মা। তাসকিন আহমেদের বলে তিনি রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন। ৩৬ বলে ৭টি চার-সহ ৪১ রান করেছেন রোহিত।
-
Feb 20, 2025 20:36 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: ভারতের ৩য় উইকেটের পতন, আউট শ্রেয়স আইয়ার
ভারতের ৩য় উইকেটের পতন হল। মুস্তাফিজুর রহমানের বলে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়লেন শ্রেয়স আইয়ার। ১৭ বলে ২টি চার-সহ ১৫ রান করেছেন শ্রেয়স। বিরাট কোহলি রিশাদ হোসেনের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন। ৩৮ বলে ১টি চার-সহ ২২ রান করেছেন কোহলি। এর আগে আউট হন রোহিত শর্মা। তাসকিন আহমেদের বলে তিনি রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন। ৩৬ বলে ৭টি চার-সহ ৪১ রান করেছেন রোহিত।
-
Feb 20, 2025 20:33 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: গিলের অর্ধশতক
বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ ম্যাচে অর্ধশতক পূর্ণ করলেন শুভমান গিল। ওয়ানডে ক্রিকেটে তিনি অসাধারণ ফর্মে আছেন। ওয়ানডে সিরিজে তিনি ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধেও ঘরের মাঠে দুর্দান্ত খেলেছিলেন। এখন দেখা যাচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গিল সেই পারফরম্যান্স ধরে রেখেছেন। তাঁর সবচেয়ে বড় গুণ, ক্রিজের একপ্রান্ত ধরে রাখেন। যার ফলে, ভারতের জয় নিশ্চিত হয়। সেই হিসেবে বলা যায় যে শুভমান হলেন ভারতীয় দলের অ্যাংকর। তাঁর টেকনিকও দর্শকদের রীতিমতো আনন্দ দেয়।
-
Feb 20, 2025 20:22 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: ভারতের ২য় উইকেটের পতন, আউট বিরাট কোহলি
ভারতের ২য় উইকেটের পতন হল। আউট হলে বিরাট কোহলি। রিশাদ হোসেনের বলে তিনি সৌম্য সরকারের হাতে ধরা পড়েন। ৩৮ বলে ১টি চার-সহ ২২ রান করেছেন কোহলি। এর আগে আউট হন রোহিত শর্মা। তাসকিন আহমেদের বলে তিনি রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন। ৩৬ বলে ৭টি চার-সহ ৪১ রান করেছেন রোহিত।
-
Feb 20, 2025 19:28 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: ভারতের ১ম উইকেটের পতন, আউট রোহিত শর্মা
ভারতের ১ম উইকেটের পতন হল। আউট হলেন রোহিত শর্মা। তাসকিন আহমেদের বলে তিনি রিশাদ হোসেনের হাতে ধরা পড়েন। ৩৬ বলে ৭টি চার-সহ ৪১ রান করেছেন রোহিত। এর আগে তিনি ওয়ানডে ক্রিকেটে ১১,০০০ রানের মাইলফলক অতিক্রম করেন। তাঁর এই অসাধারণ কেরিয়ারের শুরু ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টেই। সেই সময় এমএস ধোনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে রোহিতই শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস ওপেন করবেন। সেই সিদ্ধান্ত রোহিত শর্মার কেরিয়ার পুরোপুরি বদলে দেয়। রোহিত নিয়মিত বড় বড় সেঞ্চুরি করতে শুরু করেন। আর, তার দৌলতে ভারতও একের পর এক ম্যাচে বড় স্কোর করে। ২০২৩ সালের বিশ্বকাপে রোহিত আক্রমণাত্মক ক্রিকেট খেলে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেন। এখন তাঁর কেরিয়ারের শেষ ভাগ। রোহিত চান চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে। ব্যাট হাতে আরও একটি সফল টুর্নামেন্ট কাটানোই এখন তাঁর লক্ষ্য।
-
Feb 20, 2025 19:19 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: রোহিতের ১১,০০০ রান
রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে ১১,০০০ রানের মাইলফলক অতিক্রম করলেন। তাঁর এই অসাধারণ কেরিয়ারের শুরু ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টেই। সেই সময় এমএস ধোনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে রোহিতই শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস ওপেন করবেন। সেই সিদ্ধান্ত রোহিত শর্মার কেরিয়ার পুরোপুরি বদলে দেয়। রোহিত নিয়মিত বড় বড় সেঞ্চুরি করতে শুরু করেন। আর, তার দৌলতে ভারতও একের পর এক ম্যাচে বড় স্কোর করে। ২০২৩ সালের বিশ্বকাপে রোহিত আক্রমণাত্মক ক্রিকেট খেলে ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেন। এখন তাঁর কেরিয়ারের শেষ ভাগ। রোহিত চান চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে। ব্যাট হাতে আরও একটি সফল টুর্নামেন্ট কাটানোই এখন তাঁর লক্ষ্য।
-
Feb 20, 2025 19:13 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: দাপটের সঙ্গে ব্যাটিং করছেন রোহিত শর্মা
জয়ের জন্য ২২৯ রান তাড়া করতে গিয়ে বেশ দাপটের সঙ্গে ব্যাটিং করছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিত ২৯ বলে ৬টি চার-সহ ৩২ রান করেছেন। আর, শুভমান গিল ১৫ বলে ৩টি চার-সহ করেছেন ১৩ রান।
-
Feb 20, 2025 18:14 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: বাংলাদেশ ২২৮ অলআউট
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ গ্রুপ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১০ উইকেটে ৪৯.৪ ওভারে তুলল ২২৮ রান। বৃহস্পতিবার অনবদ্য সেঞ্চুরি করলেন তৌহিদ হৃদয়। ১১৪ বলে ৬টি চার এবং ২টি ছয়ের সাহায্যে তিনি সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত তিনি ১১৮ বলে ১০০ রান করে আউট হন। হর্ষিত রানার বলে মহম্মদ শামির হাতে ধরা পড়েন। এর আগে তৌহিদ ব্যাটসম্যান জাকির আলির সঙ্গে যৌথভাবে বড় পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক স্কোর থেকে রক্ষা করেন। ম্যাচে মহম্মদ শামির বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন তাসকিন আহমেদ। ৬ বলে ৩ রান করেন তাসকিন। মহম্মদ শামির বলে বোল্ড হয়েছেন তানজিম হাসান সাকিব। তিনি ৪ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। হর্ষিত রানার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন রিশাদ হোসেন। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ১৮ রান করেন। মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়লেন জাকির আলি। তিনি ১১৪ বলে ৪টি চার-সহ ৬৮ রান করেছেন। তানজিদ হাসানকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। তানজিদের ক্যাচ ধরেন কেএল রাহুল। ২৫ বলে ৪টি চার-সহ ২৫ রান করেছেন তানজিদ। তাঁর আগে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ অক্ষর প্যাটেলের বলে ধরেন কেএল রাহুল। মুশফিকুর ১ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। মহম্মদ শামির বলে শুভমান গিলের হাতে ধরা পড়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ১০ বলে ১টি চার-সহ ৫ রান করেছেন। এর আগে, মহম্মদ শামির বলে বিনা রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন সৌম্য সরকার। তিনি ৫ বল খেলেও কোনও রান করতে পারেননি। আর, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়েছেন হর্ষিত রানা। শান্ত ২ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। শান্তর ক্যাচ ধরেছেন বিরাট কোহলি।
-
Feb 20, 2025 18:08 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: অনবদ্য সেঞ্চুরি তৌহিদ হৃদয়ের
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ গ্রুপ ম্যাচে বৃহস্পতিবার অনবদ্য সেঞ্চুরি করলেন তৌহিদ হৃদয়। ১১৪ বলে ৬টি চার এবং ২টি ছয়ের সাহায্যে তিনি সেঞ্চুরি করেন। এর আগে তৌহিদ ব্যাটসম্যান জাকির আলির সঙ্গে যৌথভাবে বড় পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক স্কোর থেকে রক্ষা করেন। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। এই সময় তৌহিদ ও জাকির মিলে দলকে ১০০ রানের ওপরে নিয়ে যান। তার আগে, অক্ষর প্যাটেল টানা দুই বলে তানজিদ হাসান ও মুশফিকুর রহিমের উইকেট নেন। অক্ষর হ্যাটট্রিকই করতেন। কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা স্লিপে জাকির আলির ক্যাচ ফেলে দেওয়ায় অক্ষরের সেই সুযোগ হাতছাড়া হয়। তার আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে ভারতের বিরুদ্ধে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। মহম্মদ শামি সৌম্য সরকার এবং মেহেদি হাসান মিরাজের উইকেট নেন। আর হর্ষিত রানা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করেন। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ তাদের ইনিংসের শুরুতেই ভয়াবহ পরিস্থিতিতে পড়ে। প্রথম ওভারে ১ রানে প্রথম উইকেট এবং দ্বিতীয় ওভারে মাত্র ২ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছিল তারা।
সেঞ্চুরি করার কিছুক্ষণ আগে তৌহিদ হৃদয় একটি সিঙ্গেল নেওয়ার পর মাটিতে পড়ে যান। ফিজিও তাঁর চিকিৎসা করেন। দুবাইয়ের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পার্শ্ববর্তী অঞ্চলগুলোর চেয়ে তুলনামূলকভাবে সহনীয়। তার মধ্যেই হৃদয়কে দীর্ঘক্ষণ ব্যাট করতে হয়েছে। চাপ এবং গরম দুটোই সামলাতে হয়েছে। অল্প সময়ের জন্য এই চোটের কারণে তৌহিদ বিরতি নেন। এরপর ফের খেলা শুরু হয়। রিশাদের একটি জোরালো শটে বাংলাদেশ অনেকক্ষণ আগেই ২০০ রান পেরিয়ে গেছে। বৃহস্পতিবারের এই ম্যাচ বাংলাদেশ দলের কাছে এক দুর্দান্ত পারফরম্যান্স। যা দেখে বাংলাদেশি সমর্থকরাও রীতিমতো চেগে উঠেছেন। কারণ, এটি টাইগারদের দারুণভাবে ঘুরে দাঁড়ানোর প্রমাণ। ভারত এই ম্যাচে স্পিনারদের টানা বল করিয়েছে। যাতে বাংলাদেশের সুবিধাই হয়েছে। খেলার অবস্থা ধীরে ধীরে বদলেছে। এখন ভারতের লক্ষ্য বাংলাদেশের রান যাতে ২৫০ অতিক্রম না করে, সেটা নিশ্চিত করা। তার মধ্যেই হর্ষিত রানা রিশাদকে আউট করেছেন।
-
Feb 20, 2025 18:00 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: চোট পেয়েছেন তৌহিদ হৃদয়
তৌহিদ হৃদয় একটি সিঙ্গেল নেওয়ার পর মাটিতে পড়ে যান। ফিজিও তাঁর চিকিৎসা করেন। দুবাইয়ের তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পার্শ্ববর্তী অঞ্চলগুলোর চেয়ে তুলনামূলকভাবে সহনীয়। তার মধ্যেই হৃদয়কে দীর্ঘক্ষণ ব্যাট করতে হয়েছে। চাপ এবং গরম দুটোই সামলাতে হয়েছে। অল্প সময়ের জন্য এই চোটের কারণে তৌহিদ বিরতি নেন। এরপর ফের খেলা শুরু হয়। রিশাদের একটি জোরালো শটে বাংলাদেশ অনেকক্ষণ আগেই ২০০ রান পেরিয়ে গেছে। বৃহস্পতিবারের এই ম্যাচ বাংলাদেশ দলের কাছে এক দুর্দান্ত পারফরম্যান্স। যা দেখে বাংলাদেশি সমর্থকরাও রীতিমতো চেগে উঠেছেন। কারণ, এটি টাইগারদের দারুণভাবে ঘুরে দাঁড়ানোর প্রমাণ। ভারত এই ম্যাচে স্পিনারদের টানা বল করিয়েছে। যাতে বাংলাদেশের সুবিধাই হয়েছে। খেলার অবস্থা ধীরে ধীরে বদলেছে। এখন ভারতের লক্ষ্য বাংলাদেশের রান যাতে ২৫০ অতিক্রম না করে, সেটা নিশ্চিত করা। তার মধ্যেই হর্ষিত রানা রিশাদকে আউট করেছেন।
-
Feb 20, 2025 17:51 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: ফের পরপর উইকেট, ফিরলেন রিশাদ, তানজিম
মহম্মদ শামির বলে বোল্ড হয়েছেন তানজিম হাসান সাকিব। তিনি ৪ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। হর্ষিত রানার বলে হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন রিশাদ হোসেন। তিনি ১২ বলে ১টি চার এবং ২টি ছয়-সহ ১৮ রান করেন। মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়লেন জাকির আলি। তিনি ১১৪ বলে ৪টি চার-সহ ৬৮ রান করেছেন। তানজিদ হাসানকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। তানজিদের ক্যাচ ধরেন কেএল রাহুল। ২৫ বলে ৪টি চার-সহ ২৫ রান করেছেন তানজিদ। তাঁর আগে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ অক্ষর প্যাটেলের বলে ধরেন কেএল রাহুল। মুশফিকুর ১ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। মহম্মদ শামির বলে শুভমান গিলের হাতে ধরা পড়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ১০ বলে ১টি চার-সহ ৫ রান করেছেন। এর আগে, মহম্মদ শামির বলে বিনা রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন সৌম্য সরকার। তিনি ৫ বল খেলেও কোনও রান করতে পারেননি। আর, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়েছেন হর্ষিত রানা। শান্ত ২ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। শান্তর ক্যাচ ধরেছেন বিরাট কোহলি।
-
Feb 20, 2025 17:38 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: বাংলাদেশের ৬ষ্ঠ উইকেটের পতন, ফিরলেন জাকির আলি
মহম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ধরা পড়লেন জাকির আলি। তিনি ১১৪ বলে ৪টি চার-সহ ৬৮ রান করেছেন। তানজিদ হাসানকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল। তানজিদের ক্যাচ ধরেন কেএল রাহুল। ২৫ বলে ৪টি চার-সহ ২৫ রান করেছেন তানজিদ। তাঁর আগে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ অক্ষর প্যাটেলের বলে ধরেন কেএল রাহুল। মুশফিকুর ১ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। মহম্মদ শামির বলে শুভমান গিলের হাতে ধরা পড়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ১০ বলে ১টি চার-সহ ৫ রান করেছেন। এর আগে, মহম্মদ শামির বলে বিনা রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন সৌম্য সরকার। তিনি ৫ বল খেলেও কোনও রান করতে পারেননি। আর, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়েছেন হর্ষিত রানা। শান্ত ২ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। শান্তর ক্যাচ ধরেছেন বিরাট কোহলি।
-
Feb 20, 2025 16:44 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: বাংলাদেশকে লজ্জা থেকে রক্ষা তোহিদ হৃদয়, জাকির আলির
তৌহিদ হৃদয় এবং জাকির আলি যৌথভাবে ৫০ রানের পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে লজ্জাজনক স্কোর থেকে রক্ষা করলেন। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। এই সময় তৌহিদ ও জাকির মিলে দলকে ১০০ রানের ওপরে নিয়ে যান। তার আগে, অক্ষর প্যাটেল টানা দুই বলে তানজিদ হাসান ও মুশফিকুর রহিমের উইকেট নেন। অক্ষর হ্যাটট্রিকই করতেন। কিন্তু টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা স্লিপে জাকিরের ক্যাচ ফেলে দেওয়ায় অক্ষরের সেই সুযোগ হাতছাড়া হয়।
বিস্তারিত: চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশকে লজ্জা থেকে বাঁচালেন তোহিদ হৃদয়, জাকির আলি
তার আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির এই ম্যাচে ভারতের বিরুদ্ধে মাত্র ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। মহম্মদ শামি সৌম্য সরকার এবং মেহেদি হাসান মিরাজের উইকেট নেন। আর হর্ষিত রানা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে আউট করেন। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশ তাদের ইনিংসের শুরুতেই ভয়াবহ পরিস্থিতিতে পড়ে। প্রথম ওভারে ১ রানে প্রথম উইকেট এবং দ্বিতীয় ওভারে মাত্র ২ রানে দ্বিতীয় উইকেট হারিয়েছিল তারা।
-
Feb 20, 2025 16:38 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: কেন, কীভাবে বদলে গেল ভারতের সম্ভাব্য একাদশ?
বৃহস্পতিবার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ ম্যাচ শুরুর আগে মনে করা হচ্ছিল, হর্ষিত রানা দল থেকে বাদ পড়ছেন।
যদিও হর্ষিত ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর প্রথম ওয়ানডে সিরিজে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন, তবে কলকাতা নাইট রাইডার্সের এই পেসার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে জায়গা পাবেন না। মহম্মদ শামি ও আর্শদীপ সিং খেলবেন বলেই মনে করা হচ্ছিল।বিস্তারিত: চ্যাম্পিয়ন্স ট্রফি: বাংলাদেশ ম্যাচে কী কারণে বদলে গেল সম্ভাব্য একাদশ? জানুন সত্যিটা
-
Feb 20, 2025 15:56 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: ম্যাচের আগে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের দৃশ্য
Champions Trophy; চ্যাম্পিয়ন্স ট্রফি। (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস) Champions Trophy: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস) -
Feb 20, 2025 15:34 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং বাংলাদেশের স্কোয়াড
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জাকার আলি আনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।
-
Feb 20, 2025 15:29 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: বুমরার স্কোয়াডে না থাকা সম্পর্কে রোহিত বললেন
জসপ্রীত বুমরার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে না থাকা সম্পর্কে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, 'সব সময় সবাইকে পাওয়া সম্ভব না। তবে আমি মনে করি, এই দলের মানও যথেষ্ট ভালো। দলের খেলোয়াড়দের টেকনিকের গভীরতা এবং অভিজ্ঞতা আছে। যা আমাদের আত্মবিশ্বাস অর্জনে সাহায্য করবে। আমাদের পরিকল্পনা রূপায়ণ করতেও সহায়ক হবে।'
-
Feb 20, 2025 15:22 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: বাংলাদেশের ৫ম উইকেটের পতন
ওপেনার তানজিদ হাসানকে ফিরিয়ে দিলেন অক্ষর প্যাটেল। তানজিদের ক্যাচ ধরেছেন কেএল রাহুল। ২৫ বলে ৪টি চার-সহ ২৫ রান করেছেন তানজিদ। তাঁর আগে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচ অক্ষর প্যাটেলের বলে ধরেন কেএল রাহুল। মুশফিকুর ১ বল খেলে বিনা রানে আউট হয়েছেন। মহম্মদ শামির বলে শুভমান গিলের হাতে ধরা পড়েছেন মেহেদি হাসান মিরাজ। তিনি ১০ বলে ১টি চার-সহ ৫ রান করেছেন। এর আগে, মহম্মদ শামির বলে বিনা রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন সৌম্য সরকার। তিনি ৫ বল খেলেও কোনও রান করতে পারেননি। আর, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়েছেন হর্ষিত রানা। শান্ত ২ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। শান্তর ক্যাচ ধরেছেন বিরাট কোহলি।
-
Feb 20, 2025 15:18 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: পিচ সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন
দুবাইয়ে যে পিচে ভারত-বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলছে, সেই পিচ এবং আবহাওয়া সম্পর্কে দুই বিশেষজ্ঞ মেল জোন্স ও নাসের হুসেইন বললেন, 'তাপমাত্রা ২০ ডিগ্রির আশপাশে আছে। হাওয়া বইছে না। মাঠটা আয়তাকায়। এটি টুর্নামেন্টের প্রথম ম্যাচ, তাই পিচও নতুন। পিচে ছোট মোজাইকের মাপের ফাটল আছে। ম্যাচের শেষ দিকে পিচ একটু শুকনো হয়ে যেতে পারে। মাঠকর্মীদের সঙ্গে কথা বলার পর জানা গেছে যে এ বছর কোনও শিশির পড়েনি। তাই টস জিতে ব্যাটিং করাই ভালো সিদ্ধান্ত।'
-
Feb 20, 2025 15:11 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: বাংলাদেশের ৩য় উইকেটের পতন
বাংলাদেশের ৩য় উইকেটের পতন হল। মহম্মদ শামির বলে শুভমান গিলের হাতে ধরা পড়লেন মেহেদি হাসান মিরাজ। তিনি ১০ বলে ১টি চার-সহ ৫ রান করেছেন। এর আগে, মহম্মদ শামির বলে বিনা রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন সৌম্য সরকার। তিনি ৫ বল খেলেও কোনও রান করতে পারেননি। আর, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়েছেন হর্ষিত রানা। শান্ত ২ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। শান্তর ক্যাচ ধরেছেন বিরাট কোহলি।
-
Feb 20, 2025 15:02 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বক্তব্য
টসের সময় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমরা ব্যাটিং নিলাম। কারণ, উইকেটটা ভালো মনে হচ্ছে। তাই আমরা স্কোর বোর্ডে রান তুলতে চাই। আজ আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। আমাদের দলে তিন জন স্পিনার এবং দু'জন পেসার আছে।'
-
Feb 20, 2025 14:59 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: ভারত অধিনায়ক রোহিত শর্মা বললেন
টসের সময় ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'আমিও টস জিতলে প্রথমে ফিল্ডিংই করতাম। আমরা কয়েক বছর আগে এখানে খেলেছি। তাই আমার মনে হয়েছিল রাতের দিকেই বল ভালোভাবে ব্যাটে আসে। পিচ তো ভালোই দেখাচ্ছে। দলের সবাই ফিট এবং খেলার জন্য মুখিয়ে আছে। আশা করি আমরা ভালো খেলা উপহার দিতে পারব। পিছনে ফিরে তাকানোর প্রশ্নই নেই। এই টুর্নামেন্টে প্রতিটি খেলাই খুব গুরুত্বপূর্ণ। বরুণ চক্রবর্তী গত একদিনের ম্যাচের দল থেকে বাদ পড়েছে। জাদেজা দলে ঢুকেছে। অর্শদীপও বাদ পড়েছে। শামি দলে আছে।'
-
Feb 20, 2025 14:54 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: দুই দলের প্রথম একাদশ
ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, কুলদীপ যাদব।
বাংলাদেশ একাদশতানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
-
Feb 20, 2025 14:48 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: শুরুতেই ২ উইকেট হারাল বাংলাদেশ
এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের শুরুতেই ২ উইকেট হারাল বাংলাদেশ। মহম্মদ শামির বলে বিনা রানে কেএল রাহুলের হাতে ধরা পড়েছেন সৌম্য সরকার। তিনি ৫ বল খেলেও কোনও রান করতে পারেননি। আর, বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়েছেন হর্ষিত রানা। শান্ত ২ বল খেলে বিনা রানেই আউট হয়েছেন। শান্তর ক্যাচ ধরেছেন বিরাট কোহলি।
-
Feb 20, 2025 14:43 IST
IND vs BAN Champions Trophy 2025 LIVE Cricket Score: নমস্কার! ভারত-বাংলাদেশ ম্যাচে স্বাগত
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার অভিযান শুরু করেছে ভারত এবং বাংলাদেশ। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচ হচ্ছে। ভারত এর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল। এবার ভারত এবং বাংলাদেশের এই গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ডও।