/indian-express-bangla/media/media_files/2025/09/01/india-vs-iran-2025-09-01-19-36-52.jpg)
ইরানের বিরুদ্ধে লজ্জার হার ভারতীয় ফুটবল দলের
Indian Football Team: ২০২৫ কাফা নেশনস কাপের প্রথম ম্য়াচে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল ভারতীয় ফুটবল দল। খালিদ জামিলের (Khalid Jamil) কোচিংয়ে তাজাখস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল টিম ইন্ডিয়া। এই জয়ের পর অনেকেই বলতে শুরু করেছিলেন, টিম ইন্ডিয়ার 'আচ্ছে দিন' আবারও ফেরত আসতে চলেছে। কিন্তু, দ্বিতীয় ম্য়াচেই তারা মুখ থুবড়ে পড়ল। ইরানের বিরুদ্ধে ৩-০ গোলে হেরে গেল ভারতীয় ফুটবল দল। এই ম্য়াচে একটি করে গোল করলেন আমিরহোসেন, আলি আলিপোরঘাড়া এবং তারেমি।
Indian Football Team: প্রথম ম্য়াচেই খালিদ ম্য়াজিক, অবশেষে জয়ের সরণীতে ভারতীয় ফুটবল দল
প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি
এই খেলার শুরু থেকেই দুই দল একে অপরের বিরুদ্ধে আক্রমণের 'রোয়াব' দেখাতে শুরু করে। যদিও ম্য়াচের প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে একথা স্বীকার করতেই হবে যে ইরানের আক্রমণ টিম ইন্ডিয়ার ডিফেন্সকে বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। কিন্তু, প্রত্যেকবারই গুরপ্রীত সিং সান্ধু প্রতিবারই ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন। এই পরিস্থিতিতে লড়াই যে একেবারে জমে উঠেছিল, তা বলা যেতেই পারে। সকলেই দ্বিতীয়ার্ধের অপেক্ষা করছিলেন।
Indian Football Team: সত্য়িই নির্বাসিত হতে পারে ভারতীয় ফুটবল? জানুন আসল সত্যিটা
শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে ভারতীয় ফুটবল দলের ফরমেশন বদল করেন হেড কোচ খালিদ জামিল। প্রথমে তিনি ৪-৩-৩ ফরমেশনে দল মাঠে নামান। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই তিনি ৪-৫-১ ফরমেশনে ফিরে আসেন। কিন্তু, ইরানের আক্রমণ কিছুতেই ঠেকানো যাচ্ছিল না। ৫৫ মিনিটে ভারতের রক্ষণ ভাঙার চেষ্টা করেছিল ইরান। কিন্তু, সে যাত্রায় কমলাবাহিনী আক্রমণ প্রতিহত করে। কিন্তু, এরপর মাত্র ৩ মিনিটের মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। ইরানকে ১-০ গোলে এগিয়ে দিলেন আমিরহোসেন।
Indian Football Coach: বার্সেলোনার প্রাক্তন ম্যানেজারও ফেল! ভারতের কোচ হচ্ছেন এক আই লিগ চ্যাম্পিয়ন?
বক্সের একেবারে বাঁ-দিক থেকে আক্রমণটা তৈরি করেছিলেন জ়াদেগান। তিনিই আমিরহোসেনকে বলটা বাড়িয়েছিলেন। ক্রসটা মিস করেন রাহুল ভেকে। এরপর ইরানের এই ফুটবলার আর কোনও ভুল করেননি। প্রায় একঘণ্টা খেলার পর অবশেষে লিড নিতে পারল ইরান। অবশেষে এই ম্য়াচে কোনও গোল দেখতে পাওয়া গেল।
Indian Football FIFA Ranking: বাড়ল অপমানের জ্বালা, ফিফা ব়্যাঙ্কিংয়ে আরও অধঃপতন ভারতের
এরপর অন্তিম কোয়ার্টারে পা রাখে ভারত বনাম ইরান ম্য়াচ। ভারতের কাছে গোল করার বেশ কয়েকটা সুযোগ অল্পবিস্তর তৈরি হলেও, একটাও তারা কাজে লাগাতে পারল না। ৮৬ মিনিটে মাঝমাঠ থেকে বল দখল করেছিলেন জিতিন এমএস। তিনি দৌড়ে ফাইনাল থার্ড পর্যন্ত পৌঁছন। বক্সের মধ্যে তিনি নাওরেম মহেশ সিংকে বলটা বাড়ানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু, ইরানের ডিফেন্ডার নিয়াজমান্দগাদের শেষপর্যন্ত পরিস্থিতি বিপদমুক্ত করলেন। সকলেই মনে করছিলেন এই খেলার ফলাফল ১-০ গোলেই হয়ত শেষ হবে। কিন্তু, একেবারে শেষবেলায় ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন আলি আলিপোরঘাড়া।
ম্যাচের ৮৯ মিনিটে ইরানের ফুটবলার জাহানবক্স গোলমুখী একটি শট মেরেছিলেন। কিন্তু, সেই শট প্রতিহত করেন গুরপ্রীত। এরপর বলটা গোলপোস্টে প্রতিহত হয়ে আবারও ফিরে আসে। সেই ফিরে আসা বলেই কামানের গোলার মতো শট মারলেন আলি আলিপোরঘাড়া। ভারতের তেকাঠির মধ্যে বলটা কার্যত আছড়ে পড়ল। এই জায়গা থেকে টিম ইন্ডিয়ার কামব্যাক করার কোনও সুযোগই ছিল না।
কিন্তু, এখানেও শেষ নয়। সংযুক্তি সময়ের ষষ্ঠ মিনিটে আরও একটি গোল করে ইরান। জাহানবক্স বলটাকে বক্সের মধ্যে তারেমির দিকে ঠেলে দিয়েছিলেন। ইন্টার মিলানের এই ফরোয়ার্ড ভারতের ক্লান্ত ডিফেন্সকে টেক্কা দিতে কোনও ভুল করলেন না। নিখুঁত দক্ষতায় তিনি গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করলেন। শেষপর্যন্ত ০-৩ গোলে লজ্জার হার স্বীকার করল খালিদ জামিলের দল।