5 reasons behind KKR loss: কেন লখনউয়ের বিরুদ্ধে হারল কেকেআর? পিছনে রয়েছে এই ৫ কারণ

KKR vs LSG: লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ৪ রানে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনায় কেকেআর সমর্থকরা কার্যত হতাশায় ডুবে গিয়েছেন। কাঠগড়ায় তোলা হয়েছে রাহানের ক্যাপ্টেন্সিকেও।

KKR vs LSG: লখনউয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ৪ রানে হেরে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ঘটনায় কেকেআর সমর্থকরা কার্যত হতাশায় ডুবে গিয়েছেন। কাঠগড়ায় তোলা হয়েছে রাহানের ক্যাপ্টেন্সিকেও।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata Knight Riders

লখনউয়ের বিরুদ্ধে এই ৫ কারণে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স

চলতি আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে তৃতীয় জয় অর্জন করল লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার (৯ এপ্রিল) তারা কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিরুদ্ধে খেলতে নেমেছিল। কিন্তু, ঘরের মাঠে কেকেআর ৪ রানে হেরে যায়। বলতে কোনও বাধা নেই, ম্য়াচের শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা অব্যাহত ছিল। শেষ ওভারে রিঙ্কু যখন ব্যাট করছিলেন, তখন অনেকেই আশা করেছিলেন যে সিং সাহেবের ব্যাটেই বৈতরণী পার করতে পারবে নাইট ব্রিগেড। কিন্তু, শেষপর্যন্ত আশাহত হয়েই বাড়ি ফিরতে হল কেকেআর সমর্থকদের।

Advertisment

টস জিতে নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। লখনউ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে। আইপিএল ইতিহাসে এটা লখনউয়ের দ্বিতীয় সর্বাধিক স্কোর। মিচেল মার্শ ৪৮ বলে হাঁকান ৮১ রানের একটি বিধ্বংসী ইনিংস। অন্য়দিকে, নিকোলাস পুরান ৩৬ বলে ৮৭ রান করেন। তার থেকেও বড় কথা অপরাজিত হয়ে মাঠ ছাড়েন।

Ajinkya Rahane KKR: কার দোষে হারল কেকেআর? দুঃখ করে বলেই ফেললেন রাহানে

এরপর কলকাতা ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভাল করেছিল। অধিনায়ক রাহানে ৩৫ বলে ৬১ রান করেন। সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার ২৯ বলে করেন ৪৫ রান। শেষবেলায় রিঙ্কু সিং ১৫ বলে ৩৮ রান করেন। শেষপর্যন্ত কেকেআর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে এবং ৪ রানে এই ম্য়াচটা হেরে যায়। কলকাতার এই হারের পিছনে মূলত ৫ কারণ সামনে উঠে আসছে। আসুন, সেগুলো এক এক করে আলোচনা করা যাক।

Advertisment

KKR vs LSG Highlights, IPL 2025: ঘরের মাঠে লজ্জার হার কলকাতা নাইট রাইডার্সের

রিঙ্কুর ভুল সিদ্ধান্ত

ম্য়াচের ১৯ ওভারে রিঙ্কু সিংকে (Rinku Singh) বল করতে এসেছিলেন আভেশ খান। এই ওভারের প্রথম দুটো বলে রিঙ্কু যথাক্রমে ৬ এবং ৪ রান হাঁকান। কিন্তু, পরের দুটো বলে রিঙ্কুর সামনে দৌড়ে রান নেওয়ার সুযোগ থাকলেও, সেটা তিনি করেননি। কারণ উল্টোদিকে তখন দাঁড়িয়ে ছিলেন হর্ষিত রানা। আসলে হর্ষিতের উপর ভরসা রাখতে পারেননি রিঙ্কু। এই দুটো বলে রিঙ্কু যদি ২ রান করেও দৌড়ে নিতে পারতেন, তাহলে শেষপর্যন্ত ৪ রানের ঘাটতিটা মিটে যেত। তা না করে এই কেকেআর ফিনিশার বড় শটের জন্য অপেক্ষা করতে থাকেন। এই একই কাজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধেই করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। সেকারণে মুম্বইও সেই ম্য়াচটা হেরে গিয়েছিল।

Mohun Bagan in KKR Match: কলকাতাকে পিটিয়ে ছাতু করল লখনউ, সাক্ষী থাকল মোহনবাগান

নারিন-বরুণের ফ্লপ শো

কলকাতা নাইট রাইডার্স দলে যে স্পিনারদের রাজত্ব দেখতে পাওয়া যায়, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। কিন্তু, মঙ্গলবার ইডেন গার্ডেন্সে সেই স্পিনের ছিটেফোঁটাও দেখতে পাওয়া গেল না। উল্টে লখনউ ব্য়াটাররা কেকেআর স্পিনারদের এমন আক্রমণ করলেন, যা দেখে সমর্থকরা কার্যত ভিরমি খেলেন। এই ম্য়াচে সুনীল নারিন ৩ ওভারে ৩৮ রান খরচ করেও কোনও উইকেট শিকার করতে পারেননি। ইকোনমি রেট ১২.৬৬। তুলনামূলক ভাল পারফরম্য়ান্স করেছেন বরুণ চক্রবর্তী। তিনি ৪ ওভারে ৩১ রান দেন। তাঁর কপালেও অবশ্য উইকেটে শিকে ছেঁড়েনি। 

৪ ওভারে ৪ উইকেটের পতন

এই ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এটা কেকেআর ব্রিগেডের পরাজয়ের অন্যতম বড় কারণ। পরপর চার ওভারে ফিরে যান ভেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৪৫ রান), রমনদীপ সিং (২ বলে ১ রান), অঙ্গকৃশ রঘুবংশী (৪ বলে ৫ রান) এবং আন্দ্রে রাসেল (৪ বলে ৭ রান)। এই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। রাসেল কিংবা রঘুবংশী কিছুটা রান করতে পারলেও, কেকেআর ব্রিগেড এই ম্য়াচটা জিততে পারত।

IPL 2025, KKR-SRH: বদলা নিতে এসে ইডেনে কলকাতার কাছে দুরমুশ, ২৪-এ হারের গ্লানি ২৫-এ বাড়াল হায়দরাবাদ

চাপের মুখে বোকামি রঘুবংশীর

একেই বলে অভিজ্ঞতার অভাব। লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে শুধুমাত্র অভিজ্ঞতার অভাবেই আউট হয়ে যান অঙ্গকৃশ রঘুবংশী। তাঁর বোকামি গোটা দলকে হারের দিকে ঠেলে দেয়। প্রসঙ্গত, ১৫ ওভারে বল করতে এসেছিলেন আভেশ খান। সেই ওভারেই ব্যাট করতে নামেন রঘুবংশীও। ওভারের পঞ্চম বলটা পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারির বাইরেও পাঠিয়ে দেন তিনি। কিন্তু, শেষ বলটা কার্যত বোকার মতো রিভার্স সুইপ করতে যান অঙ্গকৃশ। অফসাইডের বাইরে আভেশের লো ইয়র্কার তাঁর ব্য়াটে লাগতেই উপরের দিকে উঠে যায়। উইকেটের পিছনে ক্যাচ ধরার জন্য় একেবারে প্রস্তুত ছিলেন ঋষভ পন্থ। তিনি কোনও ভুল করেননি। বলটা তালুবন্দি করেন। ওই জায়গায় অঙ্গকৃশের এমন শট খেলার কোনও প্রয়োজনই ছিল না। বিশেষ করে উল্টোদিকে যখন ভেঙ্কটেশ আইয়ারের মতো ব্য়াটার দাঁড়িয়ে রয়েছেন।

IPL 2025, KKR vs SRH Live Streaming: ইডেনে টিকিট পাননি? কী হয়েছে! এভাবে ঘরে বসেই বিনা পয়সায় দেখুন কেকেআর-হায়দরাবাদ ম্যাচ

অজিঙ্কা রাহানের ক্য়াপ্টেন্সি

এই ম্য়াচে হারের পর অনেকেই অজিঙ্কা রাহানের ক্যাপ্টেন্সিকে অভিযুক্তের কাঠগড়ায় তুলতে শুরু করেছেন। তাঁদের দাবি, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল রিজার্ভ বেঞ্চে থাকতে রমনদীপ সিংকে আগে ব্যাট করতে পাঠানো একেবারেই উচিত হয়নি। সমালোচকদের মতে, পাঁচ নম্বরে রিঙ্কুকে ব্যাট করতে পাঠালে, এই ম্য়াচটা কেকেআর জিতলেও জিততে পারত। 

যা হয়নি, তা নিয়ে আর ভেবে লাভ নেই। আগামী ১১ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। পরপর চারটে ম্য়াচ হেরে ধোনিরা ইতিমধ্যে বেশ ব্যাকফুটে রয়েছে। এই অ্যাডভান্টেজ রাহানে ব্রিগেড কাজে লাগাতে পারে কি না, সেটাই আপাতত দেখার।

Ajinkya Rahane Kolkata Knight Riders Rinku Singh IPL 2025