Julie Calvert Demise: মারা গেলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার, ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া

Australian Cricketer Death: ক্রিকেট দুনিয়ায় অস্ট্রেলিয়ার দাপট সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। সকলেই নিজেদের প্রতিভার জোরে স্বনামধন্য। তেমনই একজন ক্রিকেটার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

Australian Cricketer Death: ক্রিকেট দুনিয়ায় অস্ট্রেলিয়ার দাপট সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। সকলেই নিজেদের প্রতিভার জোরে স্বনামধন্য। তেমনই একজন ক্রিকেটার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Cricketer Death

প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন মহিলা ক্রিকেটার জুলি ক্যালভার্ট

Cricketer Death: ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে একটি দুঃসংবাদ কার্যত সুনামির মতো আছড়ে পড়েছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) তারকা ক্রিকেটার। আর সেকারণেই ক্রিকেট দুনিয়া আপাতত শোকস্তব্ধ। 

Advertisment

Cricketer Death: মর্মান্তিক! ছক্কা হাঁকিয়েই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ক্রিকেটার

অস্ট্রেলিয়ার হয়ে একাধিক আন্তর্জাতিক ম্য়াচ খেলেছেন এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটেও খেলছেন ভিক্টোরিয়ার হয়ে। আপনারা হয়ত অনেকেই মনে করছেন, কোন ক্রিকেটারকে নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে! এই ক্রিকেটার আর কেউ নন, অজি অলরাউন্ডার জুলি ক্যালভার্ট। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আগামী ৯ সেপ্টেম্বর জুলির অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হবে।

Advertisment

Australian Cricketer Death: অস্ট্রেলিয়া ক্রিকেটে নক্ষত্র পতন, চিরনিদ্রার দেশে বিশ্বকাপজয়ী ক্রিকেটার

প্রয়াত জুলি ক্যালভার্ট

অস্ট্রেলিয়ার প্রাক্তন মহিলা ক্রিকেটার জুলি ক্যালভার্ট গত ৩০ অগাস্ট শারীরিক অসুস্থতার কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৬১ বছর বয়সি ক্যালভার্ট অস্ট্রেলিয়ার হয়ে ৬ ওয়ানডে ম্য়াচ খেলেছেন। জুলি ২৪-এর গড়ে ৯৬ রান করেছেন। ১৯৮০-৮১ মরশুমে ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ক্রিকেটে ডেবিউ করেছিলেন ক্যালভার্ট। ১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ডেবিউ করেছিলেন জুলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

Cricketer Demise: বলে আগুন গতি, ছিলেন বিপক্ষের ত্রাস! মারা গেলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার

অভিষেক ম্য়াচেই তিনি ৩৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। যদিও তিনি নিজের পারফরম্য়ান্স খুব একটা উন্নত করতে পারেননি। ১৯৯৪ সালের ২২ জানুয়ারি তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের শেষ ম্য়াচ খেলেছিলেন। এই ম্য়াচের পর তিনি আর আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পাননি।

Cricketer Death: চোখের নিমেষে শেষ সবকিছু, ছটফট করতে করতে মৃত্যু বাঙালি ক্রিকেটারের

ঘরোয়া ক্রিকেটে তারকা ছিলেন ক্যালভার্ট

ভিক্টোরিয়ার হয়ে জুলি ক্যালভার্ট ২৬৩ প্রথম শ্রেণীর ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ৩৬.২১ গড়ে মোট ৭,০৯৮ রান করেছেন। তিনি ১২ সেঞ্চুরি এবং ৩০ হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। ১৯৯৪-৯৫ মরশুমে তিনি ওয়াক্স হিলের বিরুদ্ধে ১৪৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। এটাই জুলির কেরিয়ারে সর্বাধিক স্কোর ছিল। বল হাতে ক্যালভার্ট ১৪.০২ গড়ে মোট ৪৮ উইকেট শিকার করেছেন। এখানেই শেষ নয়। অলরাউন্ডার হওয়ার পরও জুলি ক্যালভার্ট ১৪৯ ক্যাচ এবং ৩১ স্টাম্পিংও করেছেন।

Cricketer Demise: শোকের ছায়া দেশজুড়ে, সকলকে কাঁদিয়ে চলে গেলেন ভারতীয় ক্রিকেটার

উল্লেখ্য, জুলি ক্যালভার্টকে প্রহরণ ক্রিকেট ক্লাবের আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। এই ক্লাবের হয়ে তিনি সর্বাধিক ম্য়াচ খেলার পাশাপাশি সবথেকে বেশি রানও করেছেন। এমনকী, ক্লাবের পক্ষ থেকে তাঁর সম্মানে 'জুলি ক্যালভার্ট পুরস্কার'ও দেওয়া হয়ে থাকে।

Cricketer Death